14-06-2020, 11:20 PM
(14-06-2020, 08:46 PM)ddey333 Wrote: ( যেদিন আমাকে দাহ করা হবে সেদিন ছাই হয়ে যাবে। )
এরকম কেন হয়
সবাইকে ছেড়ে একটা মানুষকেই কেন দেখে মনে হয় পৃথিবী তে আর কিছু বা কেউ নেই
কেউ কি আছেন এখানে আমাকে বোঝাতে পারবেন !!
এটাই ভালোবাসার অনুভূতি যা ভাষায় বোঝানো যায় না, এ হল অনুভব করার জিনিস। পৃথিবীতে ভালোবাসার মতো একাধারে স্বর্গীয় ও নির্মম কিছু নেই। সুনীল গাঙ্গুলির কথায় " তোমাকে যখন দেখি তার থেকেও বেশি করে দেখি যখন তোমায় দেখি না " -- এটাই নিখাদ ভালোবাসা।