13-06-2020, 03:20 PM
(13-06-2020, 06:33 AM)warmonger956 Wrote: সেটাই । লেখক ভাই যদি দিনে পাচ মিনিট খরচ করে , দুই লাইন করেও লিখে রাখেন সপ্তাহ শেষে একটা আপডেট তৈরী হয়ে যাবার কথা । ফোরামে তো প্রায় প্রতিদিনই আসেন লেখক । তারমানে অন্য গল্পও পড়েন , আশা করছি দুই লাইন লেখার সময়ও আছে । আসলে পড়তে যত ভাল লাগে লিখতে ততোধিক বিরক্তি লাগে । তবে পাঠকেকে মাসের পর মাস অপেক্ষা করিয়ে রাখাও অন্যায় , পাঠক ছাড়া লেখকের কি দাম। রেগুলার পাঠক হিসেবে রাগ করে দুটো কথা লিখবো তেলবাজদের জ্বালায় তার উপায় নেই । যেন ছাত্রলীগ নেতাকে তার সহমত কর্মীরা ঘিরে রেখেছে ।
আপনার মতামত পড়ে মনে হচ্ছে যে আপনি জীবনে এক লাইন ও লেখেননি আর এখানে এসে অন্য কে লিখতে সেখাচ্ছেন। পাচ মিনিট খরচ করে দু লাইন করে রোজ লিখলে গল্প হয়ে না। আর লেখক কখন ফোরম এ আসেন বা আসেনা সেটা নিয়ে আপনার মাথাব্যথা কন? উনি নিজের সময়ে কী করবেন আর কী করবেনা তার কৈফিয়ত আপনাকে দিতে হবে না কি?
আপনার যদি এত অপেক্ষা করা অন্যায় মনে হচ্ছে তা হলে এখানে আসবেন না। আপনাকে কেউ জোর করে টেনে আনেনি।
লেখক কে নিজের মতামত জানাবেন, নিশ্চয়ই জানান। কিন্তু আপনি বলেই দিয়েছেন যে এই একি চরিত্র নিয়ে আপনার গল্প ভালোলাগছে না। লেখক আপনার পছন্দ অপছন্দ দেখে গল্প লিখতে বসেননি।