13-06-2020, 06:33 AM
(12-06-2020, 11:47 PM)Jholokbd1999 Wrote: আরেকখান কথা,,, আপনার গল্প ও প্লট সেইটা নিয়া বলার মতো বিজ্ঞ আমি নই।গল্প সুন্দর ও ভালো লাগে তাই পড়ি।
তবে আপনার গল্পের শুরু থেকেই আছি,
তাই এত এত দীর্ঘ গ্যাপ এ মাত্র ছোট্ট এক আপডেটে মন ভরেনা। অধৈর্য হয়ে যাই। জানি হয়তো কর্ম ব্যস্ততা আছে। তবুও চেষ্টা করবেন দাদা একটু দ্রুত সময়েই যেন আপডেট টা আমরা সবাই পেয়ে যাই।
সেটাই । লেখক ভাই যদি দিনে পাচ মিনিট খরচ করে , দুই লাইন করেও লিখে রাখেন সপ্তাহ শেষে একটা আপডেট তৈরী হয়ে যাবার কথা । ফোরামে তো প্রায় প্রতিদিনই আসেন লেখক । তারমানে অন্য গল্পও পড়েন , আশা করছি দুই লাইন লেখার সময়ও আছে । আসলে পড়তে যত ভাল লাগে লিখতে ততোধিক বিরক্তি লাগে । তবে পাঠকেকে মাসের পর মাস অপেক্ষা করিয়ে রাখাও অন্যায় , পাঠক ছাড়া লেখকের কি দাম। রেগুলার পাঠক হিসেবে রাগ করে দুটো কথা লিখবো তেলবাজদের জ্বালায় তার উপায় নেই । যেন ছাত্রলীগ নেতাকে তার সহমত কর্মীরা ঘিরে রেখেছে ।