13-06-2020, 06:22 AM
(12-06-2020, 01:43 PM)Voboghure Wrote: ভাই,
যথাবিহীত সম্মান পূর্বক বিনীত নিবেদন এই যে, আপনার মতামত আপনার কাছেই রাখেন। একজন লেখকের পূর্ণ স্বাধীনতা আছে তার লেখার গতি তার নিজের মতো চালিয়ে যাবার, যেমন আপনার আছে মত প্রকাশের। কথা হচ্ছে মত প্রকাশের স্বাধীনতা মানে এই না যে আপনি আপনার মত অন্যের ওপর চাপিয়ে দিতে পারেন, সর্বোচচ অনুরোধ করতে পারেন। আপনার বারো ভাতারী খুব বেশি পছন্দ হলে হাজারো গল্পঃ আছে তেমন সেদিকে যান দয়াকরে।
লেখক দাদা ( Newsaimon85 )
আপনি আপনার মতই চালিয়ে যান। আপনার বচনসৈলি, আপনার সেন্স অব হিউমার এর ওপর আমার অগাধ বিশ্বাস আছে ( আশাকরি অনেকেই আমার সাথে একমত হবেন ) শুধু সময় তার দিকে একটু খেয়াল রাখবেন ( আমাদের কথা টা বিবেচনায় রেখে ) অবশ্য আপনার ক্ষতি না করে…
আপনার গুণগ্রাহী…
গল্পটা কি বারো বাতারি টাইপ নয় ?আমি বার বাতারি গল্পের জন্য literotica তে গিয়ে ইংলিশে পড়ি আবার এখানে এসে বাংলাও পড়ি । আপনার মত এক বাতারি এখানে কি করছে ? এত ভাল আপনি চটি ফোরামেই বা কেন ? বুঝি না ভাই কি সমস্যা আপনাদের , লেখকে লিখেছি যাতে লেখক আমাদের অনুভূতি , আবেগ , রাগের জায়গাগুলো জানতে পারেন । চিনি না , জানি না আপনি কে হে ভায়া ?