13-06-2020, 06:09 AM
(12-06-2020, 10:08 AM)dessertzfox Wrote: লেখককে তার মত করেই লিখতে দেন...ভালো না লাগলে অন্য গল্প পড়েন। আমরা যারা প্রথম থেকেই উনার গল্প পড়ছি আমদের ভালো লাগে বলেই পড়ছিআপনাকে উদ্দেশ্য করে লিখি নি তো । লেখককে জোরও করি নি । শুধু নিজের মতামত ব্যক্ত করেছি । এমনতো নয় যে আমি একটা কমেন্ট লিখলাম আর প্রধানমন্ত্রীর কমেন্ট মনে করে লেখক আমার জন্য লেখায় গতি আনলেন । সে তার মতো করেই লিখবে না চাইলে লিখবে না । তবে পাঠকের অধিকার আছে লেখককে তার অনুভূতি জানানোর , সেটা তেল হলে আপনাদের সমস্যা হয় না অন্য কিছু হলে ব্যাপক সমস্যা । তো তেল মেরে কয়টা আপডেট পেলেন ? তার লেখার ইচ্ছা থাকলে তেল পেলেও লিখবে , সমালোচনা/অনুরোধ পেলেও লিখবে । তেল যেমন লেখকের লেখায় গতি আনে , সমালোচনাও তাকে আরো ভাল করতে জেদী করে তোলে । ছাগলের তিন নম্বর বাচ্চা না হয়ে আপনার ভাল না লাগলে অন্য কমেন্ট পড়েন গিয়ে । আর হ্যা আমি অন্য গল্গও পড়ি ।