12-06-2020, 11:49 PM
(12-06-2020, 10:53 PM)kanuabp Wrote: আপনাদের মন্তব্যর জন্য ধন্যবাদ। একটা বিষয় আমি গল্পের শুরুতেই বলেছিলাম যে এটাই আমার প্রথম গল্প লেখার হাতেখড়ি , তাই হয়তো আমি অন্য লেখকদের মতো সুন্দর প্লট তৈরি করতে পারিনি , বলতে পারেন সেটা আমার ব্যার্থতা। আর অবশ্যৈই আপনাদের কথা একশো শতাংশ ঠিক , কোনো গার্লফ্রেইন্ডই নিজের বয়ফ্রেইন্ডকে এতো সহজে অন্যের সাথে শেয়ার করবে না।
কিন্তু লেখক গল্পটা এখানে লিখছে তার মনের ফ্যান্টাসি থেকে , সেখানে যুক্তি, তর্ক ,বোধ বুদ্ধির উর্দ্ধে উঠেই গল্পটি লেখা হচ্ছে।
সে যাইহোক আমি বেশ ভালোই বুঝতে পারছি গল্পটি আর আপনাদের ভালো লাগছে না। লেখকের শুধু নিজের আনন্দের জন্যই লেখা উচিত না , সাথে সাথে পাঠককুলের মতামতও গুরুত্ব দেওয়া উচিত। তাই গল্পটি আমি আর এগিয়ে নিয়ে যেতে চাইছি না। যদিও আরো কিছু পর্ব আমার লেখা হয়ে গিয়েছিলো বাট আর আপডেট দেব না।
গল্পের সূচনাতেই বলেছিলাম ভালো না লাগলে বলবেন ,গল্প বন্ধ করে দেব। সুতরাং সেই কথা মতো গল্প এখানেই শেষ করলাম।
আমার লেখার মাধ্যমে আপনাদের আনন্দ দিতে না পারার জন্য দুঃখিত।
nana jone na na kotha bolbe tai bole lekhe bondho kore diben ?