12-06-2020, 10:32 PM
(12-06-2020, 12:50 PM)Abirkkz Wrote: এই গল্পটা পড়ে কিছু কিছু জায়গায় অনেক কষ্ট লেগেছে, কান্না পেয়েছে। নায়ক নায়িকার বর্তমান অবস্থা ঠিকই আছে, শুধু মাঝে দিয়ে দুইটা জীবন হারালো।আসলে মানুষ যা চায় তা সবসময় হয়না, সবই বিধাতা /আল্লার মর্জি। কর্তার ইচ্ছায় কর্ম। খাদিজা আর জেনের মৃত্যুটা ভীষণ কষ্টদায়ক।
খাদিজা ম্যাডাম বড় বয়সে সন্তান নেওয়ার আবেগ কন্ট্রোল করলে, তার আর ওই অবস্থা হতো না। তার ওপর বাচ্চাটাও অসুস্থ ছিল, সামান্য দুর্ঘটনা'তেই চলে গেল। বিষয়টা অনেক খারাপ লেগেছে, দুইটা জীবন থাকতে পারল না পৃথিবীতে। আবেগ কন্ট্রোল থাকলে একটা জীবন ঠিকই বেঁচে থাকতো। কিন্তু এটাই বাস্তবতা যে, যুক্তি দিয়ে মানুষের জীবন চলে না।
সবাই অতুন জীবনে অভ্যস্ত হয়ে গেছে, তরী এখন কুলেই ভীড়ে আছে . . .