12-06-2020, 06:38 PM
আমি আগাগোড়া থেকেই আপনার লেখার অনুরাগী। আমি Xossip.com এ ছিলাম Sialpondit নামে , আমি ওটাই আছি , শুধু এখানে নামটা একটু পরিবর্তন করেছি , যদিও অর্থ একই আছে. যাক ভ্যাট বকে কাজ নেই
Xossip বন্ধ হওয়ার পর আপনার লেখা আর পড়া হবে না বলে খুব দুঃখ পেয়েছিলাম, Facebook এ অন্যদের পেলেও আপনাকে পাইনি ,এখানে আবার আপনাকে দেখে খুব খুশি হলাম , মনের মাঝে আর ওই না পড়ার দুঃখ টা আর নেই , এর জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এখন রয়ে সয়ে পড়ব। ... আগে পড়া হলেও পড়ব , আর মনকে চাঙ্গা করবো।
Xossip বন্ধ হওয়ার পর আপনার লেখা আর পড়া হবে না বলে খুব দুঃখ পেয়েছিলাম, Facebook এ অন্যদের পেলেও আপনাকে পাইনি ,এখানে আবার আপনাকে দেখে খুব খুশি হলাম , মনের মাঝে আর ওই না পড়ার দুঃখ টা আর নেই , এর জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এখন রয়ে সয়ে পড়ব। ... আগে পড়া হলেও পড়ব , আর মনকে চাঙ্গা করবো।
"প্রেয়শী, তুমি জাগরণে, তুমি স্বপ্নে
তবু দেখা হয়নি তোমাকে এ দুটি নয়নে" -- অলীক প্রেম
তবু দেখা হয়নি তোমাকে এ দুটি নয়নে" -- অলীক প্রেম