09-06-2020, 01:19 AM
দাদা লেখক হিসেবে আমিও বুঝি একটা গল্প যা পাঠকদের মন জয় করতে পারে.. লেখা সহজ ব্যাপার নয়. বিশেষত নিজের ব্যাক্তিগত কাজ করার পাশাপাশি সময় নিয়ে ভেবে চিনতে লেখা. কিন্তু লেখক হিসেবে আমাদেরও পাঠকদের প্রতি কিছু কর্তব্য আছে. আমি মনে করি আপনার লেখার গুন অসাধারণ আর সেটাই পাঠকদের কাছে আপনার মূল্য বাড়িয়ে দেয়. কিন্তু সময় মতো গল্পের আপডেট দিতে না পারলে পাঠকদেরও খারাপ লাগতে শুরু করে. সেটা করা আমাদের লেখকদের একেবারেই উচিত নয়. আর আপনার লেখা যে পরিমানে পাঠকদের মনে গল্পের প্রতি আকর্ষণ ও প্রত্যাশা বাড়িয়ে দেয় তাতে আপনার পক্ষে ব্যাপারটা আরও জোরালো হয়ে দাঁড়ায়. আপডেট আসতে দেরি হলেই খারাপ লাগতে শুরু করে সবার.
আমি জানি আপনার নিশ্চই কোনো অসুবিধা আছে বলেই আপনি আপডেট দিতে পারছেন না... আবার নিশ্চই তাড়াতাড়ি ফিরে আসবেন. কিন্তু যতদিন না আসেন ততদিনে আপনার গল্পটা লিখে এগিয়ে রাখুন. তারপরে পর পর আপলোড করতে থাকবেন.
গল্পের অপেক্ষায় রইলাম.
আমি জানি আপনার নিশ্চই কোনো অসুবিধা আছে বলেই আপনি আপডেট দিতে পারছেন না... আবার নিশ্চই তাড়াতাড়ি ফিরে আসবেন. কিন্তু যতদিন না আসেন ততদিনে আপনার গল্পটা লিখে এগিয়ে রাখুন. তারপরে পর পর আপলোড করতে থাকবেন.
গল্পের অপেক্ষায় রইলাম.