08-06-2020, 06:55 PM
দাদা xossip এ অনেক লেখক আছে, কিন্তু তাদের মধ্যে কিছু কিছু লেখকের গল্প না পরে থাকা যায়না, সেই তালিকাতে আপনি অন্যতম। আপনার লেখাতে অনেক ভিন্ন স্বাদ পাই, কোনও রকম এক ঘেঁয়েমি নেই, পড়তে শুরু করলে মনে হয় যেন, পরেই যাই গল্পের শেষ না হওয়া অবধি। এটা একটা অন্যরকম উপলব্ধি। কিন্তু এই উপলব্ধির ব্যাঘাত ঘটে তখনি, যখন নিয়মিত update পাওয়া যায়না, সত্যি বলতে কি! হতাশ হই। আপনাকে একটা পরামর্শ আপনি একটি গল্প সমাপ্ত করে আপনার যত সময় ইছে ব্রেক নিন, নিজেকে সময় দিন তারপর একটি গল্প সম্পূর্ণ লিখে প্রকাশ করুন আবার বিরতি....। এতে পাঠকদের ধৈর্য থাকে এবং আমাদেরও হতাশ হতে হয়না।