Thread Rating:
  • 27 Vote(s) - 3.37 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Romance মৌ কথা কও by Raunak_3
#23
ভয় করে
 
এই, জানো তো...মাঝে মাঝে আমার না ভীষন ভয় করে...অকারনে বুকের ভেতরটা কেঁপে ওঠে...তোমার অফিসে এত সুন্দর সুন্দর মেয়ে আছে ...তাদের সাথে তো তোমাকে দিনের অনেকটা সময় কাটাতে হয়... যতই সুন্দর হই না কেন আমি তো আর ওদের মতো এত স্মার্ট নই... আমি যদি একটু একটু করে তোমার কাছে একঘেয়ে হয়ে যাই ভেবে কান্না পেয়ে যায়... কি সব আবোল তাবোল ভাবি...একা একা চুপ করে থেকে ভাবতে ভাবতে ইচ্ছে করে তখুনি চলে যাই তোমার কাছে...এই, কিছু মনে করবে না...আমি জানি এসবের কিছুই হবে না...তুমি তো আর বাকি পাঁচজনের মতো নয়... এত সুখ কি সইবে আমার কপালে ভাবতে গিয়েও মনে হয়...এগুলো আমার দুঃস্বপ্ন ছাড়া আর কিছুই নয়...তবুও, সব জেনেও কষ্ট পাই...তোমাকে হারানোর ভয়ে আরো বেশী করে তোমাকে ভালোবাসতে চাই...একদিন নাকি ঘুমের ঘোরে আমি কিসব বলে ছিলাম বিড়বিড় করে...তুমি পরের দিন সকালে আমার দিকে তাকিয়ে আছো দেখে জিজ্ঞেস করেছিলাম...কি হয়েছে, এমন করে তাকিয়ে আছো কেন? তুমি আমাকে কাছে টেনে নিয়ে বেশ কিছুক্ষন চুপ করে থেকে আস্তে করে বলেছিলে ঘুমের ঘোরে আমি কি বলেছি...তারপর বলেছিলে... মৌমি...তোমার ভয় পাওয়ার মতো কিছু তো আমি করিনি...আমি তোমার কথা শুনে কি বলবো বুঝতে পারছিলাম না...সত্যিই তো আমার কিছু বলার ছিল না, আমি তো জানি সব কিছু জেনেও আমি নিজেও জানিনা কেন আমি ভয় পাচ্ছি। আমাকে কেঁদে ফেলতে দেখে তুমি কি করবে বুঝতে পারছিলে না হয়তো...তারপর আমি নিজেই তোমাকে বলেছিলাম একটু একটু করে...তুমি চুপ করে থেকে শুনেছিলে আমার ভয়ের কথা... তারপর আমাকে আদর করে বলেছিলে পাগলী কোথাকার...আমার বুকের ভেতরের পাথরটা সরে গেছে ততক্ষনে...তোমার বুকে মাথা রেখে বলেছিলাম... জানি তো...
 
 
 
আমি তোমাকে ভালোবাসি
 
এই... জানো তো...আমার একটা কথা খুব জানতে ইচ্ছে করে...কি বলোতো? ধ্যাত, বলতে পারলে না তো?...আচ্ছা শোনো...আমার জানতে ইচ্ছে করে ... তুমি কি কখোনো আমি তোমাকে ভালোবাসিবলেছো কিনা বা আমি তোমাকে ওই কথাটা বলেছি কিনা। উঁ হু...না না...আমি এখনকার কথা আমি জিজ্ঞেস করছি না....আমরা যেদিন আবার দুজন দুজনকে ফিরে পেয়েছিলাম তারপর থেকে না আমি ...না তুমি ওই কথাগুলো একবারের জন্যও উচ্চারন করেছি...সেটা তো আমি জানিই...আমি তো তখনকার কথা বলছি, যখন আমি সবকিছু ভুলে গিয়েছিলাম...তোমাকে ছাড়া নাকি আর কিছু চাইতাম না...বুঝলে তো...জানো তো কতবার তন্ন তন্ন করে খুঁজে দেখেছি...তুমি তো কোথাও লেখোনি...আরো কত কিছু লিখেছ...আমার কথা যেখানেই লিখেছ...তোমার লেখা প্রতিটি অক্ষর যেন নীরবে বলে গেছে তুমি আমাকে কত ভালোবাসো...কই এটা তো লেখোনি...কেন বলোতো? আচ্ছা থাক... মুখে না বললে কি হয়েছে...তুমি আমাকে কত ভালোবাসো সে কি আমি বুঝিনা নাকি...তোমার দুচোখ আমাকে বলে দেয় তুমি কি চাও...তুমিও বুঝে নাও আমি কি চাই...এটাই তো ভালোবাসা...মুখে কিছু না বলেই কত কিছু বলা যায় তা আর কেউ বোঝে কিনা জানা নেই...আমি জানি তুমি বোঝো সেটা... আচ্ছা, আমরাই কি এই পৃথিবীর একমাত্র লাভ বার্ডস যারা নিজের মুখে বলেনি কথাগুলো...শুধু জানিয়েছে তাদের চোখের আর শরীরের ভাষায়? কি জানি, তাই হয়তো হবে...
 
চলে যেতে হবে একদিন
 
জানো তো, কয়েক দিন ধরে একটা কথা ভাবছিলাম, তোমাকে বলি বলি করেও বলা হয়ে ওঠেনি। আমাদেরও একদিন বয়স হবে, চলে যেতে হবে এই সুন্দর পৃথিবী, প্রিয়জন সবাইকে ছেড়ে... ভীষন কষ্টে বুকের ভেতরটা দলা পাকিয়ে ওঠে... না, চলে যেতে হবে তার জন্য নয় সেই কষ্ট...এসেছি যখন যেতে তো হবেই...তুমি বা আমি কেউ আগে চলে যেতে পারি সেটা ভেবেই কান্না পেয়ে যায়। কেমন যেন লাগে... যখন কাউকে বলতে শুনি যে সে তার খুব প্রিয়জনের আগে চলে যেতে চায়... আচ্ছা তুমি বলো...এটা কি ভীষন স্বার্থপরের মতো ইচ্ছে নয়? ভালোবাসার মানুষটাকে ছেড়ে কেউ একজন আগে চলে গেলে অন্যজনের কি কষ্ট হতে পারে সেটা কি বোঝে না যখন কথাগুলো বলে? আমার কি ইচ্ছে করে জানো...দুজনেই যদি এক সাথে চলে যেতে পারতাম...একদিন সবাই দেখতো তোমার বুকের ভেতরে আমি...দুজনেই চলে গেছি চির ঘুমের দেশে একসাথে...জানি না, পুনর্জন্ম বলে সত্যি কিছু আছে কিনা...না থাকলেই ভালো...আমরা দুজনে সেই চিরঘুমের দেশে থাকবো একসাথে...যেমন আছি এখন... জানি, ইচ্ছে থাকলেই হয় না সব কিছু...তবুও কি আমরা চাইতে পারি না...বলো...
 
 
রুপকথার গল্প
 
মাঝে মাঝে কি মনে হয় জানো... আমাদের জীবনটা ঠিক যেন রুপকথার গল্প। তুমি সেই রুপকথার রাজকুমার আর আমি রাজকুমারী। আচ্ছা...আমি যেন তোমার কি? ও হ্যাঁ, আমি তোমার সুইট প্রিন্সেস... তোমার জীবনের অবিচ্ছেদ্য অংশ...আমাকে ছাড়া তুমি নাকি অসম্পুর্ন। আচ্ছা, আমিও কি তাই নয়...তোমাকে ছাড়া আমার কি কোনো অস্তিত আছে? না গো নেই...তুমিও জানো...আমিও জানি। এই রাগ করবে না কিন্তু...তোমার আদরের মৌমি...তোমার সুইট প্রিন্সেস কিন্তু শুধু তোমার নয়...সে যে এই পরিবারের সকলের চোখের মনি...তাকে দেখতে না পেলে ভালো লাগে না কারুর...তার কিছু হলে সবাই চিন্তায় পড়ে যায়...উতলা হয়ে ওঠে... না, আমি তোমার দিদান...তোমার দাদু...তোমার জেঠু, জেঠিমা...দিদি বলবো না...ওরা সবাই আমারও ঠিক ততটাই...যতটা তোমারও...সবাই এত ভালোবাসে যে নিজেকে সত্যিই সেই রুপকথার রাজকুমারীর মতো মনে হয়... তবে সেই রাজকুমারী মোটেও অহঙ্কারী নয়...একটু নরম...একটু লাজুক...তবে, একটু দুষ্টুমি যে নেই তা বলা যাবেই না। উঁ হু...সে মোটেও দুষ্টুমি করে না আর কারুর সাথে...সে দুষ্টুমি করে শুধুই তোমার সাথে...কি করবে বলো...তুমিই তো শিখিয়েছো তাকে। এই যাঃ... ভুল বললাম যে...তোমার রাজকুমারীর অহঙ্কার যে একটুও নেই তা তো নয়...নিশ্চয় আছে, তবে সেটা একেবারেই অন্য কারনে...আচ্ছা, কি কারনে বলতে পারবে? জানি তো, তুমি বলতেই পারবে না...আমিই একমাত্র জানি আমার অহঙ্কার কোথায়...আমার অহ্নকার তুমি... শুধু তুমি...আর কিছু নয়... তোমাকে পাওয়ার গর্বে যে আমার পা মাটিতে পড়তে চায় না...আমার কি দোষ বলো তাতে...
 
তুমি যখন অনেক রাত পর্যন্ত কাজ নিয়ে বসে থাকো...আমার ঘুম আসে না...চুপটি করে শুয়ে থাকি আর ভাবি কখন তুমি আসবে...আমার দিকে তাকালে নাকি তোমার কাজে ভুল হয়ে যায়...তাই তুমি আমার দিকে তাকাও না...উঁ হু...তুমি তাকাতে চাও না তা নয়...আমিই তোমাকে বারন করেছি। কাজে ভুল হয়ে গেলে তো তোমাকেই আবার ঠিক করতে হবে আর তাতে তো আরো বেশী দেরী হয়ে যাবে... তাই না। নিজেই তোমাকে বলেছি আমার দিকে তাকাতে না...আবার আমি নিজেই অভিমান করে বসে থাকি...কেন তুমি তাকালে না ভেবে...একবার তো তাকিয়ে দেখতে পারতে আমি কি করছি দেখার জন্য...কি এমন ক্ষতি হয়ে যেতো তাতে...আমি বললেই কি সব কথা শুনতে হবে নাকি...নিজেই আবার নিজেকে বোঝাই...মনে মনে হেসে ফেলে তোমাকে ভেঙ্গিয়ে দি...ভাগ্যিস তুমি আমাকে দেখে ফেলোনি কোনোদিন...না হলে হয়তো ভাবতে কি বিচ্ছিরি একটা পাগল মেয়ের পাল্লায় পড়েছো...তারপর তোমার দিকে তাকিয়ে থাকতে থাকতে কখন চোখ বুজে আসে বুঝতে পারি না। কোনো কোনো দিন ঘুমিয়ে পড়ি তোমার জন্য অপেক্ষা করতে করতে। বুঝতেই পারিনা তুমি কখন এসে শুয়ে পড়েছ...আমি ঘুমিয়ে পড়েছি দেখে আর ডাকোনি...তারপর যখন আমার ঘুম ভেঙ্গে যায়...তুমি কিভাবে যেন বুঝতে পারো, আমার আরো কাছে চলে আসতে চাও...তোমার ছোঁয়া পেয়ে আবার অভিমানে বুক ভরিয়ে ফেলতে ইচ্ছে করে...না তুমি আমার কাছে আসবে না বলে তোমাকে দূরে ঠেলে দিতে চাই...জানি তুমি আমাকে তা করতে দেবে না......তোমার বুকে মুখ গুঁজে দিয়েও তোমাকে দূরে সরানোর মিথ্যে অভিনয় করে যাবো...তুমি ভালো করেই জানো আমিও পারবো না তোমাকে দূরে সরিয়ে রাখতে...চুপ করে থেকে আমার আদরের কিল খাবে...আমাকে আরো কাছে টেনে নেবে...একটু একটু করে আমি অভিমান ভুলে গিয়ে তোমাকে বকুনি দেবো...কেন তুমি দেরী করলে...তুমি চুপ করে শুনবে...তোমাকে চুপ করে থাকতে দেখে আমি আবার ছটপট করে উঠতে চাইবো...তুমি আমাকে...উঁ হু...তারপরেরটা আমি আর বলতে পারবো না...তুমি তো জানোই তারপর কি......
 
আচ্ছা, তুমি নিশ্চয় ছোটবেলায় ফেয়ারী টেলস পড়েছ...সব কিছুর শেষে কি যেন লেখা থাকে...উঁ হু...এবারে আর আমি বলবোই না...তোমাকেই বলতে হবে...সব কিছু কি আমাকেই বলতে হবে নাকি...
 
অরিত্র ওর মনের কথাগুলো পড়ে বেশ কিছুক্ষন চুপ করে বসে থাকল। ওর শেষ প্রশ্নটার উত্তর কি হতে পারে ভাবতে ভাবতে কপালে হাত দিয়ে দেখলো জ্বর একেবারেই নেই...ঠিকই ও বলেছিল...আমার কি এমনি এমনি জ্বর এসেছে নাকি...তোমার জন্যই তো আমার শরীর খারাপ... তুমি ফিরে এসেছো...আমার পাশে আছো... দেখবে আমি এমনিই ভালো হয়ে যাবো।
 
ভালোলাগায় বুক ভরিয়ে নিয়ে বেশ কিছুক্ষন চুপ করে বসে থাকার পর শুয়ে পড়ি ভেবে আলোটা নেভাতে গিয়েও থমকে গিয়ে থেমে যেতে হয়েছে। ওর হাতে ধরা ডাইরীটা দেখে কাজল কালো ডাগর দুটো চোখে যেন লজ্জার ছোঁয়া...নীরবে যেন বলতে চাইছে...ইশ, তুমি জেনে গেলে আমার মনের কথা? হাসি মুখে ওর দিকে তাকিয়ে আলোটা নিভিয়ে শুয়ে পড়লে কাছে এসে কাঁধে মাথা রেখে বুকের উপরে হাতটা রেখে আস্তে করে জিজ্ঞেস করল...এই, পুরোটা পড়েছ? অরিত্র ওর হাতের উপরে আলতো ভাবে চাপ দিয়ে বলল... শেষ না করে থাকতে পারলাম কই...
-              তাই?
-              হু...
-              কিছু বলবে না?
 
অরিত্র কয়েক মুহুর্তের নীরবতার পর পাশ ফিরে ওকে বুকে টেনে নিয়ে ফিসফিস করে বলল... একটা না বলা কথা বলতে আজ খুব ইচ্ছে করছে...
মৌ ওর বুকে মুখ গুঁজে অস্ফুট গলায় কি কথা জিজ্ঞেস করলে উত্তর এসেছে... আমি তোমাকে ভালোবাসি... ওর বলা ছোট্ট কথাটা শুনে বুকের ভেতরের খুশী যেন সারা শরীরে ছড়িয়ে গিয়ে ওকে কাঁপিয়ে দিয়ে যেতে চাইলে কাঁপা কাঁপা গলায় যেন বলতে চাইলো...আমিও তোমাকে ভালোবাসি... কথাগুলো ঠিক মতো শোনা না গেলেও যাকে বলা হয়েছে সে বুঝে গিয়ে ওর শরীরের শিহরন নিজের ভেতরে ছড়াতে চেয়ে চুপ করে থেকে নীরবে বলেছে...জানি...
 
আরো কিছু সময় কেটে গেছে নীরবতার ভেতর দিয়ে একে অপরকে অনুভব করায়...মৌ আস্তে করে জিজ্ঞেস করল... আমাদের রুপকথার গল্পের শেষে কি লেখা থাকবে বললে না তো...অরিত্র ওর মতোই আস্তে করে উত্তর দিল... The sweet princes marry a naughty boy & they happily lived ever after……

The End
Like Reply


Messages In This Thread
মৌ কথা কও by Raunak_3 - by pcirma - 25-02-2019, 12:20 PM
RE: মৌ কথা কও Raunak_3 - by pcirma - 25-02-2019, 12:20 PM
RE: মৌ কথা কও Raunak_3 - by pcirma - 25-02-2019, 12:21 PM
RE: মৌ কথা কও Raunak_3 - by pcirma - 25-02-2019, 12:22 PM
RE: মৌ কথা কও Raunak_3 - by pcirma - 25-02-2019, 12:23 PM
RE: মৌ কথা কও Raunak_3 - by pcirma - 25-02-2019, 12:24 PM
RE: মৌ কথা কও Raunak_3 - by pcirma - 25-02-2019, 12:25 PM
RE: মৌ কথা কও Raunak_3 - by pcirma - 25-02-2019, 12:26 PM
RE: মৌ কথা কও Raunak_3 - by pcirma - 25-02-2019, 12:26 PM
RE: মৌ কথা কও Raunak_3 - by pcirma - 25-02-2019, 12:27 PM
RE: মৌ কথা কও Raunak_3 - by pcirma - 25-02-2019, 12:29 PM
RE: মৌ কথা কও Raunak_3 - by pcirma - 25-02-2019, 12:30 PM
RE: মৌ কথা কও Raunak_3 - by pcirma - 25-02-2019, 12:31 PM
RE: মৌ কথা কও Raunak_3 - by pcirma - 25-02-2019, 12:32 PM
RE: মৌ কথা কও Raunak_3 - by pcirma - 25-02-2019, 12:40 PM
RE: মৌ কথা কও Raunak_3 - by pcirma - 25-02-2019, 12:42 PM
RE: মৌ কথা কও Raunak_3 - by pcirma - 25-02-2019, 12:43 PM
RE: মৌ কথা কও Raunak_3 - by pcirma - 25-02-2019, 12:44 PM
RE: মৌ কথা কও Raunak_3 - by pcirma - 25-02-2019, 12:46 PM
RE: মৌ কথা কও Raunak_3 - by pcirma - 25-02-2019, 12:50 PM
RE: মৌ কথা কও Raunak_3 - by pcirma - 25-02-2019, 12:50 PM
RE: মৌ কথা কও Raunak_3 - by pcirma - 25-02-2019, 12:56 PM
RE: মৌ কথা কও Raunak_3 - by pcirma - 25-02-2019, 12:56 PM



Users browsing this thread: 9 Guest(s)