Thread Rating:
  • 27 Vote(s) - 3.37 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Romance মৌ কথা কও by Raunak_3
#7
চিকেন পকোড়া আর সাথে গরম কফি খেতে খেতে পবনের সাথে কথা হচ্ছিল ওর বাড়ী নিয়ে। বাড়ীতে মা আর ছোটো বোন থাকে, দাদা বিয়ে করে আলাদা থাকেএই দার্জিলিং এবাবা অনেক দিন আগে ওদেরকে ছেড়ে চলে গিয়েছিলআর ফিরে আসেনিবোনের বিয়ের চেষ্টা করছে, বোনের বিয়ে হয়ে গেলে তারপর নিজের বিয়ের কথা ভাববে। কথা বলতে বলতে পবন একটু কুণ্ঠার সাথে বললওর মা নাকি সবাইকে গ্যাংটক যাবার দিন দুপুরে ওদের বাড়ীতে যেতেবলেছেদুপুরের খাওয়াটা ওদের বাড়ীতে সেরে একটু বিশ্রাম নিয়ে না হয় তারপর গ্যাংটক যাবে। ওর মা নাকি বাঙ্গালীদের মতো মাংশ রান্না করতে পারে। দাদু শূনে খুব খুশি হয়ে বললআরেকেন যাবো নানিশ্চয় যাবোকি গোতোমার আপত্তি নেই তো বলে দিদানকে জিজ্ঞেস করতে দিদানও হ্যাঁ বলে দিল। পবনের সাথে এই কদিনে এমন একটা সম্পর্ক হয়ে গেছে যে ওদের কারুরই যেতে কোনো আপত্তি ছিল না।
 
পরের দিন দিদান আর শুক্লাদির শরীর মোটামুটি ঠিক থাকলেও বেশী ঘোরাঘুরি না করে দুপুর অব্দি ঘুরে এসে বিকালের দিকে না হয় কাছাকাছি কোথাও ঘুরে আসা হবে ঠিক হল কারন পরের দিন আবার ঘন্টা ছয়েক গাড়ীতে করে যেতে হবে। রাস্তা খালি থাকলে একটু কম সময় লাগতে পারে কিন্তু একটু বেশি ধরে চলাই ভালো, পাহাড়ী রাস্তাকখন কি হয় বলা খুব মুশকিল। সন্ধের দিকে দিদান আর শুক্লাদি ব্যাগ পত্র গোছাচ্ছিলমৌ ওদেরকে সাহায্য করতে গেলে দিদান মিষ্টি করে বকুনি দিয়ে বললতোকে এখানে গিন্নিপনা করতে হবেনাযা নাদেখ দুষ্টু কোথায় আছেবাইরে গিয়ে ঘুরে আয়ছেলেটাও হয়েছে তেমনিআমরা না বেরোলে কোথাও বেরোবে নাআরে বাবাআমাদের না হয় বয়স হচ্ছেতোদের তো এখন ঘোরার বয়স। মৌ দাদুর দিকে তাকিয়ে মুখটা গোমড়া করে বললদেখলে দাদুদিদান আমাকে কেমন বকে দিলতোমার নাতি না বেরোলে আমি কি দোষ করলাম। দাদু টিভিতে খবর দেখছিলটিভির আওয়াজটা একটু কমিয়ে দিয়ে বলল……ঠিকই তো বলেছেযাগিয়ে বলঘুরিয়ে নিয়ে আসতে। অরিত্র ওদের কথার মাঝখানে ঘরে ঢুকলেদাদু বললএই তোভালো সময়ে এসেছিসতোর কথাই হচ্ছিল
 
তাই? আমি আবার কি করলাম?
 
কিচ্ছু করিস নিযামৌ কে ঘুরিয়ে নিয়ে আয়।
 
বুঝেছিনিজে বলতে পারে নিতোমাদের কে দিয়ে বলাচ্ছে
 
মৌ মুখটা আরো গোমড়া করে বললদেখলে দাদুকেমন করে বললআমি বলেছি নাকি যাবো? তোমরাই তো বললে ঘুরে আসতে। যাওআমি যাবো না কোথাও।
 
দাদু হেসে ফেলে বললআরেরাগ করিস নাযাতাড়াতাড়ি তৈরী হয়ে নিয়ে ঘুরে আয়আসার সময় আমাদের জন্য ভালো করে পান বানিয়ে নিয়ে আসবি।
 
মৌ অরিত্রর দিকে একবার তাকিয়ে দেখলোও যে পেছনে লাগার জন্য বলেছে বুঝতে পেরে যত তাড়াতাড়ি মুখ গোমড়া করেছিল ততটাই তাড়াতাড়ি উঠে দিদানকে বললও দিদান দেখো নাএটা পরেই তো যাওয়া যাবেখুব খারাপ নাকি?
 
দিদান হেসে ফেলে বললতুই কি আমার সাথে যাবি?
 
অরিত্রমনে মনে ভাবছিলতুমি এত সুন্দরযা পরবেতাতেই ভালো লাগবে। মুখে বললখুব চলবেচলো
 
পবন হোটেলের রিশেপশানের সামনের সোফাতে বসে টিভিতে একটা হাসির সিনেমা দেখছিল, ওদেরকে নামতে দেখে উঠে এলে অরিত্র বললগাড়ীতে যাবে না। এই আশে পাশে কিছুটা হেঁটে ঘুরে আসবে। পবন রাজী হল নাএই সন্ধের সময় ভাবীজীকে নিয়ে একা একা ও বেরোতে দিতে চাইছে না। ও ঠিকই বলছে দেখে অগত্যা গাড়ীতে উঠতে হল। চারদিকের দোকানগুলোতে আলো ঝলমল করছেআকাশ ভালো থাকায় রাস্তায় ভীড়ও খারাপ নয়। গাড়ীর মাঝখানের সিটে ওরা দুজন দুদিকে বসেমৌ একেবারে কোনের দিকে কোলের উপর হাত রেখে বাইরের দিকে তাকিয়েছিল। অরিত্রর মোবাইলে একটা ফোন এলবড়দি ফোন করেছেকিছুক্ষন ফোনে কথা বলে ও মৌ এর দিকে তাকিয়ে বললবড়দিরা সামনের সপ্তাহের শেষের দিকে আসছেতোমার কথা বলছিলআমাদের বাড়ীতে যদি না আসতে পারে তাহলে তোমাকে নিয়ে ভবানীপুর যেতে বলল।
 
অরিত্রর দিকে তাকিয়ে ও কি বলছে শোনার পর আস্তে করে বললসবাই আমার খোঁজ করেদেখতে চায়
 
তা তো চায়সবাই তোমাকে ভালোবাসে।
 
সবাই চায়শুধু একজন ছাড়া।
 
অরিত্রর বুঝতে অসুবিধা হল নাও কার কথা বলছে। বুঝতে পারছিল না কি উত্তর দেবেকিছুক্ষন চুপ করে থাকার পর বললকে বলেছে তোমাকে?
 
কেউ বলেনিআমি বুঝতে পারি।
 
আর কিছু না বলে ওর দিকে সরে গিয়ে ডান হাত দিয়ে ওর বাঁ হাত আলতো ভাবে চেপে ধরলে একটু যেন কেঁপে উঠল। বাইরের দিক থেকে মুখ ঘুরিয়ে অরিত্রর দিকে তাকিয়ে কিছু যেন বোঝার চেষ্টা করল কিন্তু গাড়ীর ভেতরে খুব একটা আলো না থাকায় বুঝতে না পেরে ছোট একটা নিশ্বাস ফেলে আস্তে আস্তে অরিত্রর হাতের উপর ডান হাতের চাপ দিয়ে হাতটা সরিয়ে নিয়ে মুখ নিচু করে বসে থেকে কিছু যেন বোঝাতে চাইলো। বুকের ভেতরে ওকে জ়ড়িয়ে ধরে আদর করার ইচ্ছে টাকে দমিয়ে রেখে চুপ করে বসে থাকতে থাকতে মনে হল এক ফোঁটা উষ্ণ জল হাতের উপরে পড়ল। কিছু পেয়েও না নিতে পারার ব্যাথায় বুকের ভেতরটা ভীষন একটা কষ্টে ভরে উঠল। গাড়ী এখন আর বাজারের ভেতরে নেইজায়গাটা মোটামুটি নির্জনকিছুটা দুরে রাস্তার থেকে কিছুটা নিচে একটা মাত্র দোকান দেখা যাচ্ছে, নিজেকে শক্ত করে পবনকে গাড়ীটা দাঁড় করাতে বলে ওকে দাদুদের জন্য পান আনার কথা বললেপবন গাড়ীর দরজা বাইরে থেকে রিমোট লক করে চলে গেল। ওর একেবারে পাশে সরে গিয়ে নিজের বুকে টেনে নিলে বুকের উপরে মাথা রেখে বসে থাকলোচোখের জল নিজের হাতে মুছে দিতে দিতে আস্তে করে বললএই
 
অস্ফুট গলায় সাড়া এলবলো
 
পারবে না আমাকে আরো একটু সময় দিতে?
 
অরিত্রর বুকের উপরে নিজেকে আরো একটু চেপে ধরে কিছুক্ষন চুপ করে থাকার পর বললপারবো।
 
আরো কিছুক্ষ্ণন ওকে বুকে জড়িয়ে বসে থাকার পর আবার ওকে ডাকলোএই মৌ।
 
উঁ
 
আমার দিকে তাকাও।
 
উমমকেন?
 
না তাকালে বলবো কি করে?
 
আস্তে আস্তে ওর বুকের উপর থেকে উঠে তাকালেদুহাতে ওর মুখটা ধরে জিজ্ঞেস করলএখোনো কি মনে হচ্ছেএকজন বাদে সবাই তোমাকে চায়?
 
ওর কান্না ভেজা ডাগর কাজল কালো চোখে খুশির ঝিলিকদুরের ল্যাম্প পোস্টের আবছা আলোয় ভীষন মায়াবী কোনো এক অপ্সরার মতো লাগছিল ওকেঅল্প খুলে থাকা ভেজা ঠোঁট তির তির করে কেঁপে যেন হাতছানি দিয়ে ডাকছেকই এসোআমাকে তোমার ঠোঁটের স্পর্শ দিয়ে ভরিয়ে দাও চুমুতে চুমুতে। দু চোখ ভরে ওকে দেখতে দেখতে আলতো করেওর ঠোঁটে নয়, কপালে চুমু দিয়ে ওর দিকে তাকালেঅস্ফুট স্বরে ভালোবাসার অনুযোগ জানালোখুব দুষ্টু তুমি।
 
কেন?
 
কাছে আসতে চাও না তো ডাকো কেন?
 
কাছে এলে যদি আরো কাছে আসতে মন চায়?
 
আমি কি বারন করেছি?
 
সময় হোকআসবো
 
মৌ কিছু না বলে নিজেকে ওর বুকে আরো নিবিড়ভাবে রেখে বসে থাকলো। ওর বুকের ভেতরের আওয়াজ নিজের বুক দিয়ে অনুভব করতে করতে ডাকলোএই মৌ
 
উঁ
 
তুমি বুঝতে পারো না?
 
কি?
 
আমি কি চাই।
 
আস্তে করে বললপারি
 
তাহলে?
 
ভয় করে
 
এইআমার দিকে তাকাও
 
মুখ তুলে তাকালে আগের মতো ওর মুখটা দু হাতে ধরে বললআমি খুব বুদ্ধুতাই না?
 
মিষ্টী হাসিতে মুখ ভরিয়ে বললবুদ্ধুই তো
 
 
 
গাড়ীর রিমোট লক ছোট্ট একটা আওয়াজ করে খুলেই আবার বন্ধ হয়ে গেলপবন যে এবার ফিরে আসছে জানালো এইভাবে। ওর চোখে চোখ রেখে মৃদু স্বরে বললপবন আসছেএবারে সরে যাই?
 
ঠোঁট ফুলিয়ে বললআসুকতুমি এখানেই থাকোতারপরেই কি মনে করে বললযাও।
 
অরিত্র একটু সরে গেলে নিজের জামাকাপড় ঠিক করে নিয়ে নিজের জায়গায় বসে ওর দিকে তাকিয়ে বললতোমার কাছে টাকা আছে?
 
একটু অবাক হয়ে জবাব দিলোহ্যাঁ আছেতোমার লাগবে?
 
চলো নাকিছু কিনিকাল তো পবন ভাইয়ার বাড়ি যেতে হবে
 
সত্যিই তোঠিকই বলেছেখালি হাতে যাওয়াটা খারাপ দেখাবে ভেবে বললইসআমি একেবারে খেয়াল করিনি
 
 
 
পবনের বাড়ী পৌঁছোতে ঘন্টা খানেকের মতো লাগবে,তাড়াহুড়োর কিছু ছিল না বলে অরিত্র পড়ে পড়ে ঘুমোচ্ছিল। একবার উঠে ঘুম চোখে ঘড়িতে মাত্র সাতটা বাজে দেখে আবার শুয়ে পড়লো। একটু পরেই দরজায় টক টক আওয়াজবাধ্য হয়ে উঠে দরজাটা খুলে দিয়েই কে এসেছে না দেখে ফিরে গিয়ে শুয়ে পড়ল কম্বল মুড়ি দিয়ে। মাথার উপর থেকে কম্বলটা আস্তে আস্তে সরে গেলগালে কারুর আঙ্গুলের আলতো ছোঁয়াচোখ খুলে তাকালেখুব মিষ্টি দেখতে কেউ ঠোঁটে আঙ্গুল বুলিয়ে বললোএইওঠো নাকখন থেকে বসে আছি। রোজ তোমার জন্য বসে থাকিদিদানকি ভাবে বলোতো?
 
উমমকিচ্ছু ভাবে নাএকটু বোসো না আমার পাশে
 
উঁ হুঁদরজা খোলা
 
শুধু তো পাশে বসবেদরজা খোলা থাক না
 
আচ্ছা বসছিতুমি ওঠো
 
গরম চায়ের কাপে চুমুক দিয়ে দার্জিলিং চায়ের সুগন্ধে মন ভরে গেলআঃখুব সুন্দর ফ্লেভার বেরিয়েছে আজকে বানিয়েছেতুমি? বলে মৌ এর দিকে তাকালো ভালো করেএত সকালে ঠান্ডার ভেতরে স্নান করে নিয়েছেসদ্যস্নাতা কুমারী মেয়েদের বোধহয় আলাদা একটা সৌন্দর্য থাকেঠিক যেন সদ্য ফোটা ফুলের মতোমুগ্ধ চোখে দেখতে দেখতে জিজ্ঞেস করলএই ঠান্ডায় স্নান করে নিয়েছো?
 
মিষ্টি হাসিতে মুখ ভরিয়ে দিয়ে ঘাড় নেড়ে জানালোহ্যাঁযখন কথা বলতে পারতো না তখন ও এইভাবে শরীরের ভাষায় কথা বলতোআজ ও সেইভাবে বলতে দেখে খুব ভালো লাগলো। জিজ্ঞেস করলকেন? ঠান্ডা লেগে যাবে না?
 
এমনিইচ্ছে হলতাই
 
একটু অবাক হয়ে বললএমনি এমনি ইচ্ছে হলএত ঠান্ডায় স্নান করতে? কি জানিকিরকম সব অদ্ভুতুড়ে ইচ্ছেমেয়েদের ব্যাপার স্যাপার কেমন যেন গোলমেলে।
 
ঠোঁট কামড়ে ধরে দুষ্টুমি ভরা গলায় বললমেয়েদের সাথে না মিশলে জানবে কি করে কেন ইচ্ছে হয়।
 
হুমমমনে হয় বুঝতে পারছি।
 
তাই?
 
হ্যাঁ
 
একটূ যেন লজ্জা পেয়ে মুখ নামিয়ে নিয়ে বললসত্যিই বুঝতে পেরেছো?
 
হ্যাঁ বুঝেছিতোমার শরীর খারাপ।
 
আরো লজ্জা পেয়ে মুখ নিচু করে বললইস
 
 
 
চা খেয়ে অরিত্র আবার কম্বলের তলায় ঢুকে গেছেআধশোয়া হয়ে, মৌ সোফাতে বসে অরিত্রর ব্যাগ গোছাতে গোছাতে জিজ্ঞেস করলএইতুমি কবে যাচ্ছো?
 
কোথায়? সিডনি?
 
হুঁ
 
নভেম্বরের আঠাশ।
 
দু মাসের জন্য তো?
 
হ্যাঁ
 
একটা কথা বলবোকিছু মনে করবে না তো?
 
মনে করার কি আছেবলো।
 
আমাকে একটা ফোন কিনে দেবে?
 
বাড়ীতে তো দুটো ফোন আছেআবার কি হবে বলতে গিয়েও থেমে গেল। ও কেন ফোনের কথা বলছে বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়। তবুও মজা করে জিজ্ঞেস করল
 
কি করবে ফোন নিয়ে?
 
ফোন নিয়ে আবার কি করে ফোন করবো।
 
হুমকাকে?
 
ভাঁজ করা জামাকাপড় এক এক করে ব্যাগে ঢোকাতে ঢোকাতে বললমেজদিছোড়দিজেঠিমাজেঠু
 
হুমভালোব্যাস?…আর কাউকে নয়?
 
আড় চোখে অরিত্রর দিকে তাকিয়ে বললআছেআর একজনযদিফোন করেতাহলে না হয়তার সাথেও কথা বলবো
 
তাসেই আর একজনটা কে?
 
উমমসে আছে একজনকিছু বোঝে নাসবাই যা ভাবেঠিক তার উল্টোটা করে।
 
তাই? তাহলে তো একেবারে ভালো নয়।
 
কে বলেছে তোমাকে ভালো নয়আমার কাছে তো ভালো। তাহলেই হবে।
 
ঠিক হ্যায়কিনে দেবো। তাআমি ফোন করলে কথা বলবে তো? নাকিবলবেএখন নয়পরে ফোন কব্যাস্ত আছি।
 
হুমমইচ্ছে হলে বলতে পারিতবে কথা দিতে পারছি না
 
শুক্লাদি ঘরে ঢুকে জিজ্ঞেস করলকি আবার কথা দিতে পারছিস না রে?
 
ফিক করে হেসে বললএই যে তোমাদের আদরের নাতিব্যাগ গুছিয়ে দিচ্ছিকোথায়,ভালো বলবে তা নয়আমার পেছনে লেগেছেজিজ্ঞেস
 
করছে ফোন করলে কথা বলবো কিনা। তুমি বলোকেন বলবো কথাআমাদেরকে ফেলে কেমন মজা করে কতদুরে চলে যাবে।
 
শুক্লাদি হেসে ফেলে বললআচ্ছাও কি ঘুরতে যাচ্ছে? অফিসের কাজে যাবে
 
ইসআর কাউকে যেন পাঠানো গেল নাওকেই পাঠাতে হবেআর যেন কেউ কাজ জানে না। তোমাদেরকে কে দেখবে বলোতো?
 
কেনতুই তো আছিসআমাদের কে দেখবি।
 
ইসআমি দেখবো তোমাদের কেআমাকে কে দেখে তার ঠিক নেই
 
আচ্ছা ঠিক আছেআমরা আমাদের কে দেখে নেবোতুই চলওদিকে দুজন মৌমৌ করে মাথা খারাপ করে দিচ্ছেমেয়েটা কোথায় গেলসকাল থেকে দেখতে পাচ্ছি না্বেরোতে হবেকখন তৈরী হবে
 
চলোআমার তো হয়ে গেছেওদিকে দেখোতোমাদের আদরের নাতি এখোনো বিছানা ছাড়েনি
 
শুক্লাদি অরিত্রর দিকে তাকিয়ে বললএই ছেলেওঠযাবি না নাকি
 
অরিত্র আড়মোড়া ভাঙ্গতে ভাঙ্গতে বললআমার কাছে একটু বোসো না
 
শুক্লাদি ওর পাশে বসলে কোলে মাথা রেখে শুয়ে পড়ে কোমর জড়িয়ে ধরে বললশুক্লাদিকতদিন তুমি আমাকে আদর কর না বলোতো
 
আচ্ছা বাবাদিচ্ছি
 
মৌ ব্যাগ গোছানো হয়ে গেলে বেরিয়ে যাবার আগে শুক্লাদিকে পেছন থেকে জড়িয়ে ধরে বললছোটো দি্দানকইআমাকে তো এমন করে আর আদর করো না
 
এই মেয়েকোথায় তোকে আদর করি না রেসারা রাতকে আমাকে জড়িয়ে ধরে কে ঘুমোয় তাহলে
 
ইসআমি তোমাকে জড়িয়ে ধরে ঘুমোইমানে তোআমি তোমাকে আদর করিতাই না
 
হুমবুঝেছিঠিক আছেআজ রাতে আদর করে দেবো।
 
দিদান তুমি কি ভালোবলেশুক্লাদি কে ছেড়ে বেরিয়ে যাবার আগেঅরিত্রর পিঠে একটা ছোট্ট কিল মেরে বললইসকি শখআদর খাবে
 
বেরোতে বেরোতে সাড়ে নটা বেজে গেল। সামনের সিটে দাদু, মাঝখানে দিদান আর শুক্লাদি, পেছনের সিটে ওরা দুজনে বসে। পবনের হাত এমনিতে খুব ভালো, ধীরে সুস্থে গাড়ী চালাচ্ছে। রাস্তার দু ধারের প্রাকৃতিক সৌন্দর্য সত্যি দেখারম তোকত রকমের নাম না জানা গাছকত রকমের ছোটো বড় রঙ্গীন বাহারী ফুল ফুটে আছেমানুষের যত্ন ছাড়াইএক দিকে পাহাড়, আর এক দিকে গভীর খাদ,
 
অরিত্র ক্যামেরা টা নিয়ে একের পর এক ছবি তুলে যাচ্ছিল, পেছনের সিটে বসায় একটু অসুবিধা হচ্ছিল ছবি তুলতে, সামনের সিটে বসতে পারলে ভালো হত কিন্তু দাদু দিদানদের পেছনে বসলে অসুবিধা হয় বলে নিজেরা পেছনে বসেছে। খুব মন দিয়ে দুরের একটা পাহাড় টেলি লেন্স দিয়ে কাছে আনার চেষ্টা করছিলপায়ের উপর কোনো কিছুর আলতো ছোঁয়া পেয়ে দেখতে গিয়ে মৌ এর দিকে চোখ পড়ল। ঘুম ঘুম চোখে ওর দিকে তাকিয়ে আছে দেখে জিজ্ঞেস করলঘুম পাচ্ছে?
 
মাথা নেড়ে জানালোহ্যাঁ।
 
হুমমশোবে?
 
হুঁ
 
ঠিক আছেআমি দিদানের কাছে যাচ্ছিতুমি শোও
 
মুখটা গোমড়া করে বললনা
 
তো?
 
ওর কোলের দিকে ইশারা করে বোঝালোকোলে মাথা রেখে শোবে।
[+] 1 user Likes pcirma's post
Like Reply


Messages In This Thread
মৌ কথা কও by Raunak_3 - by pcirma - 25-02-2019, 12:20 PM
RE: মৌ কথা কও Raunak_3 - by pcirma - 25-02-2019, 12:20 PM
RE: মৌ কথা কও Raunak_3 - by pcirma - 25-02-2019, 12:21 PM
RE: মৌ কথা কও Raunak_3 - by pcirma - 25-02-2019, 12:22 PM
RE: মৌ কথা কও Raunak_3 - by pcirma - 25-02-2019, 12:23 PM
RE: মৌ কথা কও Raunak_3 - by pcirma - 25-02-2019, 12:24 PM
RE: মৌ কথা কও Raunak_3 - by pcirma - 25-02-2019, 12:25 PM
RE: মৌ কথা কও Raunak_3 - by pcirma - 25-02-2019, 12:26 PM
RE: মৌ কথা কও Raunak_3 - by pcirma - 25-02-2019, 12:26 PM
RE: মৌ কথা কও Raunak_3 - by pcirma - 25-02-2019, 12:27 PM
RE: মৌ কথা কও Raunak_3 - by pcirma - 25-02-2019, 12:29 PM
RE: মৌ কথা কও Raunak_3 - by pcirma - 25-02-2019, 12:30 PM
RE: মৌ কথা কও Raunak_3 - by pcirma - 25-02-2019, 12:31 PM
RE: মৌ কথা কও Raunak_3 - by pcirma - 25-02-2019, 12:32 PM
RE: মৌ কথা কও Raunak_3 - by pcirma - 25-02-2019, 12:40 PM
RE: মৌ কথা কও Raunak_3 - by pcirma - 25-02-2019, 12:42 PM
RE: মৌ কথা কও Raunak_3 - by pcirma - 25-02-2019, 12:43 PM
RE: মৌ কথা কও Raunak_3 - by pcirma - 25-02-2019, 12:44 PM
RE: মৌ কথা কও Raunak_3 - by pcirma - 25-02-2019, 12:46 PM
RE: মৌ কথা কও Raunak_3 - by pcirma - 25-02-2019, 12:50 PM
RE: মৌ কথা কও Raunak_3 - by pcirma - 25-02-2019, 12:50 PM
RE: মৌ কথা কও Raunak_3 - by pcirma - 25-02-2019, 12:56 PM
RE: মৌ কথা কও Raunak_3 - by pcirma - 25-02-2019, 12:56 PM



Users browsing this thread: 9 Guest(s)