08-06-2020, 10:25 AM
(Upload No.59)
১৯৮৩ সালের এপ্রিল মাসে একমাসের ট্রেনিং নিতে যেতে হয়েছিলো শিলঙে। তখন আমার পোস্টিং ছিলো পশ্চিম গারো পাহাড়ের ছোটো একটা গ্রাম্য জায়গায় । নভেম্বরের ২১ তারিখ থেকে ডিসেম্বর মাসের ১৭ তারিখ পর্যন্ত ট্রেনিং ছিলো । আমার জায়গা থেকে তুরা এসে পৌঁছলাম বেলা ১০টা নাগাদ। শিলং যাবার নাইট সুপার বাসের টিকিট কেটে রাত ৮টায় তুরা থেকে রওনা হলাম । তখনকার দিনের বাস গুলোতে বসবার সীটের arrangement এখনকার মতো ছিলোনা । ওই বাসটার মাঝের সরু প্যাসেজের একদিকে তিনটে অন্য দিকে দুটি করে সীট ছিলো । যেহেতু অগ্রিম টিকিট কাটার সুযোগ হাতে ছিলোনা তাই থ্রি সীটারের প্যাসেজের দিকের সীটটাতে বসতে হলো আমাকে । আমি বাসে উঠে আমার নির্ধারিত সীটে গিয়ে দেখতে পেলাম ওই থ্রি সীটারের বাকী দুটো সীটে একটা ছোটো ৯/১০ বছরের মেয়েকে নিয়ে একটা গারো যুবতী মেয়ে বসে আছে । আবছা আলোয় মনে হলো বড় মেয়েটার বয়স ত্রিশের কাছাকাছি হবে । সাধারণ গারো মেয়েদের তুলনায় সুন্দরী বলা যায় ।
আমি গিয়ে আমার সীটের সামনে দাঁড়াতেই মেয়েটি তাদের নিজস্ব গারো ভাষায় আমাকে জিজ্ঞেস করলো, “ইয়া নাংনি সীট মা? অর্থাৎ, এটা কি তোমার সীট?”
মেয়েটির প্রশ্ন বুঝতে পারলেও আমার পক্ষে তাদের ভাষায় জবাব দেওয়া সম্ভব ছিলোনা । তবে মেয়েটিকে দেখে শিক্ষিতা বলে মনে হওয়াতে আমি ইংরেজিতে জবাব দিলাম, “হ্যা ম্যাডাম, এটা আমার সিট। কিন্তু কিছু মনে করবেন না ম্যাডাম, আমি গারো ভাষা বলতে পারিনা। তা আপনাদের সঙ্গে কি আর কেউ আছে এখানে বসবার মতো”?
মেয়েটি সামান্য হেসে ইংরেজিতেই বললো, “না না, আমাদের সাথে আর কেউ নেই। আপনি এখানে স্বচ্ছন্দে বসতে পারেন”।
আমি মেয়েটিকে থ্যাংকস জানিয়ে আমার লাগেজটাকে ওপরের বার্থে ভালো করে রেখে সীটে বসলাম । আমি মনে মনে ভাবছিলাম যে এই বিবাহিতা ভদ্রমহিলার সাথে সারা রাত পাশাপাশি সীটে বসে যেতে হবে। ১৩ ঘণ্টার রাস্তায় ঘুমের ঘোরে ওর শরীরের কোথাও হাত ফাত লেগে গেলে বিপদ হতে পারে।
ভাবতে ভাবতে আমি চোখের একপাশ দিয়ে মেয়েটার দিকে চাইতেই মেয়েটা মিষ্টি করে হেসে হাত বাড়িয়ে দিয়ে বললো, “হাই, আমি ক্রিসিথা, ক্রিসিথা ডি সাংমা”।
আমি মেয়েটির সংগে হ্যান্ড-সেক করে বললাম, “আমার নাম বিশ্বদীপ সাহা, আপনার সঙ্গে পরিচিত হয়ে খুশী হলাম ম্যাডাম”।
মেয়েটিও আমার হাতে ঝাঁকি দিয়ে বললো, “আমিও খুশী হয়েছি। তা আপনি জাচ্ছেন কোথায়? শিলং না গৌহাটি”? তুরা থেকে শিলং যাবার সমস্ত গাড়ীকেই গৌহাটি হয়ে যেতে হয়।
আমি জবাবে বললাম, “আমি শিলং যাচ্ছি ম্যাম। আপনি”?
মেয়েটি আরেকটু হেসে বললো, “আমিও তাই। ওহ থ্যাঙ্ক গড, গৌহাটি থেকে আর অন্য অজানা কেউ এসে আর আমার পাশে বস্তে পারবেনা”।
সময়মতোই বাস ছেড়ে দিলো । খুব ঠাণ্ডা ছিলো বলে আমি ফুলহাতা জ্যাকেট, মাফলার আর টুপি পড়ে ছিলাম I তুরার চেয়ে শিলঙে অনেক বেশী ঠাণ্ডা । শুনেছি শিলঙে এখন ৩/৪ ডিগ্রী নীচে নেমে আসে তাপমাত্রা I কিন্তু মেয়েটার দিকে চেয়ে দেখলাম গারো মেয়েদের traditional দাগবান্ধার ওপরে একটু মোটা ধরনের একটা টপ পড়ে আছে। আর ছোটো মেয়েটা দেখলাম একটা ফুলহাতা সোয়েটার পড়েছে।
বাসটা স্ট্যান্ড থেকে ছাড়তেই মেয়েটি আমাকে জিজ্ঞেস করলো, “আপনি কি কোনও অফিসিয়াল ট্যুরে জাচ্ছেন শিলং”?
আমি বললাম, “হ্যা ম্যাম, আমি একটা প্রিলিমিনারি ট্রেনিং নিতে যাচ্ছি সেখানে”।
মেয়েটি খুশী হয়ে বললো, “প্রিলিমিনারি ট্রেনিং? তার মানে আপনি নতুন চাকরীতে যোগ দিয়েছেন”? তা কোন ডিপার্টমেন্টে ঢুকলেন”? বলে আবার আমার দিকে হাত বাড়িয়ে দিলো।
আমি আবার ওর সংগে হ্যান্ড-সেক করে বললাম, “ধন্যবাদ ম্যাম। আমি ... ব্যাঙ্কে জয়েন করেছি গত মাসে। শিলঙে এখন প্রচুর ঠাণ্ডা, তাই এ ট্রেনিং-এ যাবার ইচ্ছে ছিলোনা। কিন্তু আপনি বুঝতেই পারছেন প্রিলিমিনারি ট্রেনিং সবার জন্যে অপরিহার্য। না এসে উপায় নেই। তা আপনি কি কাজে শিলং যাচ্ছেন ম্যাম? আপনাকে দেখে তো মনে হয় আপনার বাড়ী গারো পাহাড়েই। শিলং কি তাহলে ঘুরতে যাচ্ছেন”?
মেয়েটি আমার হাত ধরে রেখেই জবাব দিলো, “হ্যা, আপনি ঠিকই অনুমান করেছেন। একচুয়ালি আমি শিলঙে ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে সারভিস করছি। আমার বাড়ী গারোবাধাতে। আমার বাবা অসুস্থ বলে তাকে দেখতে এসেছিলাম ক’দিনের ছুটি নিয়ে। বাবা এখন মোটামুটি ভালো আছেন, তাই ছুটি শেষ না হলেও ফিরে যাচ্ছি। ক’দিন পরেই তো আবার ক্রিসমাসের ছুটিতে বাড়ী আসতে হবে। আপনি তো আশা করি জানেন যে আমাদের ক্রিসমাস উৎসবটা প্রায় আপনাদের দুর্গাপূজোর মতো। চার্চে জাওয়া ছাড়াও তিন চার দিন ধরে আমরা আত্মীয় স্বজনদের সাথে খুব মজা করি”।
আমি প্রশ্ন করলাম, “আপনার স্বামীও কি শিলঙেই সার্ভিস করেন”?
মেয়েটি আমার হাতে আবার ঝাঁকি দিয়ে বললো, “ও গড, মিঃ সাহা, আমি এখনও বিয়ে করিনি”।
আমি সংগে সংগে তার হাতে চাপ দিয়ে বললাম, “ওঃ, সরি ম্যাডাম। আমি সত্যি দুঃখিত। কিছু মনে করবেন না প্লীজ”?
মেয়েটা খিলখিল করে হেসে বললো, “ঠিক আছে, ঠিক আছে। আমি কিছু মনে করছি না। রিল্যাক্স। এতে আপনার কোনও দোষ নেই তো। আপনি তো এখনও ভালো করে আমার দিকে তাকিয়েই দেখেননি। তাছাড়া বাসের ভেতরে আলোও যথেষ্ট নয়” । মেয়েটা আমার হাতটাকে তার হাত থেকে না ছেড়েই বললো ।
আমি তবুও অপ্রস্তুতের মতো বললাম, “হ্যা তা অবশ্য ঠিক। আপনার মুখে আলো খুব কমই পড়ছে। কিন্তু তবু বলছি আমাকে ক্ষমা করবেন। এই ছোটো মেয়েটাকে আপনার সঙ্গে দেখে ভেবেছিলাম ও বুঝি ......” আমি কথাটা শেষ না করেই থেমে গেলাম ।
মেয়েটা আমার হাতটাকে আরেকটু চেপে ধরে বলতে লাগলো, “ওহ মাই গড! আপনি ভেবেছেন ও আমার মেয়ে!” বলে সারা শরীর ঝাঁকাতে ঝাঁকাতে হাসতে লাগলো ।
আমি আরও অপ্রস্তুত হয়ে তোতলাতে তোতলাতে বললাম, “সরি ম্যাম। কিন্তু আমি সত্যি তাই ভেবেছিলাম। সেজন্যেই আমি আবার ক্ষমা চাইছি আপনার কাছে। আসলে ভেবেছিলাম আপনার মতো বয়সের এক মহিলার এই বয়সের একটা মেয়ে থাকতেই পারে, তাই অমনটা ভেবেছিলাম”।
মেয়েটা আরও কিছুক্ষণ আমার হাত চেপে ধরেই হাসতে থাকলো। বেশ কিছুক্ষণ পর হাসি থামিয়ে বললো, “উঃ বাবা। আবশ্য আপনার ভাবনাটা যে একেবারে অবাস্তব তা তো নয়। আমাদের সমাজে সাধারণত যে বয়সে মেয়েদের বিয়ে দেওয়া হয় আমি যদি সে বয়সে বিয়ে করতাম তাহলে আমারও এমন একটা মেয়ে থাকতেই পারতো। আমার বাড়ীর সবাই আমাকে বিয়ে করবার জন্যে প্রচুর চাপ দিচ্ছে। কিন্তু মনের মতো কাউকে খুঁজে পাইনি এখনও, তাই বিয়েও হয় নি। জানিনা আমি জেমন্টা চাইছি তা কোনোদিন আদৌ আমার কপালে জুটবে কি না!” মেয়েটা আমার হাতটা ধরেই ছিলো । আমাদের দুজনের ঠাণ্ডা ঠাণ্ডা হাতগুলো এতো সময় ধরে রাখার ফলে বেশ গরম হয়ে উঠেছিলো ।
______________________________
ss_sexy
(চ)ক্রিসিথা
(আমার স্বামীর জবানীতে)
১৯৮৩ সালের এপ্রিল মাসে একমাসের ট্রেনিং নিতে যেতে হয়েছিলো শিলঙে। তখন আমার পোস্টিং ছিলো পশ্চিম গারো পাহাড়ের ছোটো একটা গ্রাম্য জায়গায় । নভেম্বরের ২১ তারিখ থেকে ডিসেম্বর মাসের ১৭ তারিখ পর্যন্ত ট্রেনিং ছিলো । আমার জায়গা থেকে তুরা এসে পৌঁছলাম বেলা ১০টা নাগাদ। শিলং যাবার নাইট সুপার বাসের টিকিট কেটে রাত ৮টায় তুরা থেকে রওনা হলাম । তখনকার দিনের বাস গুলোতে বসবার সীটের arrangement এখনকার মতো ছিলোনা । ওই বাসটার মাঝের সরু প্যাসেজের একদিকে তিনটে অন্য দিকে দুটি করে সীট ছিলো । যেহেতু অগ্রিম টিকিট কাটার সুযোগ হাতে ছিলোনা তাই থ্রি সীটারের প্যাসেজের দিকের সীটটাতে বসতে হলো আমাকে । আমি বাসে উঠে আমার নির্ধারিত সীটে গিয়ে দেখতে পেলাম ওই থ্রি সীটারের বাকী দুটো সীটে একটা ছোটো ৯/১০ বছরের মেয়েকে নিয়ে একটা গারো যুবতী মেয়ে বসে আছে । আবছা আলোয় মনে হলো বড় মেয়েটার বয়স ত্রিশের কাছাকাছি হবে । সাধারণ গারো মেয়েদের তুলনায় সুন্দরী বলা যায় ।
আমি গিয়ে আমার সীটের সামনে দাঁড়াতেই মেয়েটি তাদের নিজস্ব গারো ভাষায় আমাকে জিজ্ঞেস করলো, “ইয়া নাংনি সীট মা? অর্থাৎ, এটা কি তোমার সীট?”
মেয়েটির প্রশ্ন বুঝতে পারলেও আমার পক্ষে তাদের ভাষায় জবাব দেওয়া সম্ভব ছিলোনা । তবে মেয়েটিকে দেখে শিক্ষিতা বলে মনে হওয়াতে আমি ইংরেজিতে জবাব দিলাম, “হ্যা ম্যাডাম, এটা আমার সিট। কিন্তু কিছু মনে করবেন না ম্যাডাম, আমি গারো ভাষা বলতে পারিনা। তা আপনাদের সঙ্গে কি আর কেউ আছে এখানে বসবার মতো”?
মেয়েটি সামান্য হেসে ইংরেজিতেই বললো, “না না, আমাদের সাথে আর কেউ নেই। আপনি এখানে স্বচ্ছন্দে বসতে পারেন”।
আমি মেয়েটিকে থ্যাংকস জানিয়ে আমার লাগেজটাকে ওপরের বার্থে ভালো করে রেখে সীটে বসলাম । আমি মনে মনে ভাবছিলাম যে এই বিবাহিতা ভদ্রমহিলার সাথে সারা রাত পাশাপাশি সীটে বসে যেতে হবে। ১৩ ঘণ্টার রাস্তায় ঘুমের ঘোরে ওর শরীরের কোথাও হাত ফাত লেগে গেলে বিপদ হতে পারে।
ভাবতে ভাবতে আমি চোখের একপাশ দিয়ে মেয়েটার দিকে চাইতেই মেয়েটা মিষ্টি করে হেসে হাত বাড়িয়ে দিয়ে বললো, “হাই, আমি ক্রিসিথা, ক্রিসিথা ডি সাংমা”।
আমি মেয়েটির সংগে হ্যান্ড-সেক করে বললাম, “আমার নাম বিশ্বদীপ সাহা, আপনার সঙ্গে পরিচিত হয়ে খুশী হলাম ম্যাডাম”।
মেয়েটিও আমার হাতে ঝাঁকি দিয়ে বললো, “আমিও খুশী হয়েছি। তা আপনি জাচ্ছেন কোথায়? শিলং না গৌহাটি”? তুরা থেকে শিলং যাবার সমস্ত গাড়ীকেই গৌহাটি হয়ে যেতে হয়।
আমি জবাবে বললাম, “আমি শিলং যাচ্ছি ম্যাম। আপনি”?
মেয়েটি আরেকটু হেসে বললো, “আমিও তাই। ওহ থ্যাঙ্ক গড, গৌহাটি থেকে আর অন্য অজানা কেউ এসে আর আমার পাশে বস্তে পারবেনা”।
সময়মতোই বাস ছেড়ে দিলো । খুব ঠাণ্ডা ছিলো বলে আমি ফুলহাতা জ্যাকেট, মাফলার আর টুপি পড়ে ছিলাম I তুরার চেয়ে শিলঙে অনেক বেশী ঠাণ্ডা । শুনেছি শিলঙে এখন ৩/৪ ডিগ্রী নীচে নেমে আসে তাপমাত্রা I কিন্তু মেয়েটার দিকে চেয়ে দেখলাম গারো মেয়েদের traditional দাগবান্ধার ওপরে একটু মোটা ধরনের একটা টপ পড়ে আছে। আর ছোটো মেয়েটা দেখলাম একটা ফুলহাতা সোয়েটার পড়েছে।
বাসটা স্ট্যান্ড থেকে ছাড়তেই মেয়েটি আমাকে জিজ্ঞেস করলো, “আপনি কি কোনও অফিসিয়াল ট্যুরে জাচ্ছেন শিলং”?
আমি বললাম, “হ্যা ম্যাম, আমি একটা প্রিলিমিনারি ট্রেনিং নিতে যাচ্ছি সেখানে”।
মেয়েটি খুশী হয়ে বললো, “প্রিলিমিনারি ট্রেনিং? তার মানে আপনি নতুন চাকরীতে যোগ দিয়েছেন”? তা কোন ডিপার্টমেন্টে ঢুকলেন”? বলে আবার আমার দিকে হাত বাড়িয়ে দিলো।
আমি আবার ওর সংগে হ্যান্ড-সেক করে বললাম, “ধন্যবাদ ম্যাম। আমি ... ব্যাঙ্কে জয়েন করেছি গত মাসে। শিলঙে এখন প্রচুর ঠাণ্ডা, তাই এ ট্রেনিং-এ যাবার ইচ্ছে ছিলোনা। কিন্তু আপনি বুঝতেই পারছেন প্রিলিমিনারি ট্রেনিং সবার জন্যে অপরিহার্য। না এসে উপায় নেই। তা আপনি কি কাজে শিলং যাচ্ছেন ম্যাম? আপনাকে দেখে তো মনে হয় আপনার বাড়ী গারো পাহাড়েই। শিলং কি তাহলে ঘুরতে যাচ্ছেন”?
মেয়েটি আমার হাত ধরে রেখেই জবাব দিলো, “হ্যা, আপনি ঠিকই অনুমান করেছেন। একচুয়ালি আমি শিলঙে ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে সারভিস করছি। আমার বাড়ী গারোবাধাতে। আমার বাবা অসুস্থ বলে তাকে দেখতে এসেছিলাম ক’দিনের ছুটি নিয়ে। বাবা এখন মোটামুটি ভালো আছেন, তাই ছুটি শেষ না হলেও ফিরে যাচ্ছি। ক’দিন পরেই তো আবার ক্রিসমাসের ছুটিতে বাড়ী আসতে হবে। আপনি তো আশা করি জানেন যে আমাদের ক্রিসমাস উৎসবটা প্রায় আপনাদের দুর্গাপূজোর মতো। চার্চে জাওয়া ছাড়াও তিন চার দিন ধরে আমরা আত্মীয় স্বজনদের সাথে খুব মজা করি”।
আমি প্রশ্ন করলাম, “আপনার স্বামীও কি শিলঙেই সার্ভিস করেন”?
মেয়েটি আমার হাতে আবার ঝাঁকি দিয়ে বললো, “ও গড, মিঃ সাহা, আমি এখনও বিয়ে করিনি”।
আমি সংগে সংগে তার হাতে চাপ দিয়ে বললাম, “ওঃ, সরি ম্যাডাম। আমি সত্যি দুঃখিত। কিছু মনে করবেন না প্লীজ”?
মেয়েটা খিলখিল করে হেসে বললো, “ঠিক আছে, ঠিক আছে। আমি কিছু মনে করছি না। রিল্যাক্স। এতে আপনার কোনও দোষ নেই তো। আপনি তো এখনও ভালো করে আমার দিকে তাকিয়েই দেখেননি। তাছাড়া বাসের ভেতরে আলোও যথেষ্ট নয়” । মেয়েটা আমার হাতটাকে তার হাত থেকে না ছেড়েই বললো ।
আমি তবুও অপ্রস্তুতের মতো বললাম, “হ্যা তা অবশ্য ঠিক। আপনার মুখে আলো খুব কমই পড়ছে। কিন্তু তবু বলছি আমাকে ক্ষমা করবেন। এই ছোটো মেয়েটাকে আপনার সঙ্গে দেখে ভেবেছিলাম ও বুঝি ......” আমি কথাটা শেষ না করেই থেমে গেলাম ।
মেয়েটা আমার হাতটাকে আরেকটু চেপে ধরে বলতে লাগলো, “ওহ মাই গড! আপনি ভেবেছেন ও আমার মেয়ে!” বলে সারা শরীর ঝাঁকাতে ঝাঁকাতে হাসতে লাগলো ।
আমি আরও অপ্রস্তুত হয়ে তোতলাতে তোতলাতে বললাম, “সরি ম্যাম। কিন্তু আমি সত্যি তাই ভেবেছিলাম। সেজন্যেই আমি আবার ক্ষমা চাইছি আপনার কাছে। আসলে ভেবেছিলাম আপনার মতো বয়সের এক মহিলার এই বয়সের একটা মেয়ে থাকতেই পারে, তাই অমনটা ভেবেছিলাম”।
মেয়েটা আরও কিছুক্ষণ আমার হাত চেপে ধরেই হাসতে থাকলো। বেশ কিছুক্ষণ পর হাসি থামিয়ে বললো, “উঃ বাবা। আবশ্য আপনার ভাবনাটা যে একেবারে অবাস্তব তা তো নয়। আমাদের সমাজে সাধারণত যে বয়সে মেয়েদের বিয়ে দেওয়া হয় আমি যদি সে বয়সে বিয়ে করতাম তাহলে আমারও এমন একটা মেয়ে থাকতেই পারতো। আমার বাড়ীর সবাই আমাকে বিয়ে করবার জন্যে প্রচুর চাপ দিচ্ছে। কিন্তু মনের মতো কাউকে খুঁজে পাইনি এখনও, তাই বিয়েও হয় নি। জানিনা আমি জেমন্টা চাইছি তা কোনোদিন আদৌ আমার কপালে জুটবে কি না!” মেয়েটা আমার হাতটা ধরেই ছিলো । আমাদের দুজনের ঠাণ্ডা ঠাণ্ডা হাতগুলো এতো সময় ধরে রাখার ফলে বেশ গরম হয়ে উঠেছিলো ।
______________________________
ss_sexy