Thread Rating:
  • 7 Vote(s) - 3.14 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Adultery মেয়েমানুষের কেপ্ট by lekhak
#9
সতেরো
 
সুমন ফোনটা ছেড়ে বলল, কেয়াকে তো বলে দিলাম, এবার কি করবে?
 
শাস্বতী বলল, এবার আর কি? যা কিছু করার সব আমারই দায়িত্ব। তোমাকে বলেছি না, এই নিয়ে কোন চিন্তা করতে হবে না তোমাকে।
 
সুমন বলল, আমার আবার চিন্তা কি? তুমি তো সব চিন্তাই দূর করে দিয়েছ। আজ থেকে সুমন চিন্তা করাই ছেড়ে দেবে।
 
শাস্বতী বলল, এই তুমি ফ্রেশ হবে না? যাও এবার বাথরুমে যাও। আমি তো ফ্রেশ হয়েই এলাম। ততক্ষণে আমি স্নেহা ম্যামের সাথে কথা বলে নিচ্ছি। ওনাকে বললেই উনি রাজী হয়ে যাবেন।
 
সুমন বলল, স্নেহা ম্যাম তোমার বস?
 
শাস্বতী বলল, হ্যাঁ, উনিই তো আমায় চাকরিটা দিয়েছিলেন। এই মহিলাও অপরূপা সুন্দরী। তোমাকে দেখলে উনিও প্রেমে পড়ে যেতে পারেন হয়তো। তবে এবারে আমি আছি না? শেষমেষ তোমাকে মনে ধরলেও কিছু করতে পারবে না।
 
সুমন বলল, এই জানো তো খুব ভয় হয়। মেয়েরা আমাকে দেখলেই কেমন ছটফট করে ওঠে। ওদের হাত থেকে বাঁচবার জন্য আমিই বা যাই কোথায়?
 
শাস্বতী বলল, কেন ভয় হচ্ছে?
 
সুমন বলল, না ঠিক ভয় নয়। তবে উনি যদি ঠিক না থাকেন, তাহলে আমারো সমস্যা। বলা যায় না, নতুন করে বিপদ এসে জুটতে পারে কপালে।
 
একটু চুপ করে থেকে সুমন বলল, তোমার ম্যামের বয়স কত?
 
সুমন বলল, আমারই বয়সী হবে মনে হয়। আমি ওনাকে দেখে যেটুকু আন্দাজ করতে পেরেছি।
 
সুমন বলল, উনি থাকেন কোথায়?
 
শাস্বতী বলল, একচুয়াল লোকেশনটা ঠিক জানি না। তবে শুনেছি সাউথ ক্যালকাটাতে। ওনার নিজস্ব একটা বাড়ী আছে।
 
সুমন চুপ করে শুনছিল।
 
শাস্বতী বলল, তবে ওনারও একটা পাস্ট লাইফ আছে।
 
সুমন বলল, সেটা কী?
 
-উনিও ডিভোর্সী।
 
-ডিভোর্সী? সুমন যেন আঁতকে উঠল।
 
-হ্যাঁ স্বামীর সাথে থাকেন না। মনে তো হয় তাই ই। ঝগড়াঝাটি হয়েছে।
 
সুমন বলল, দেখলে তো? যেটার ভয় আমি করছিলাম।
 
শাস্বতী বলল, এ মা তাতে কি? আমারও তো ওই একই অবস্থা। তুমি সব দেখলে, বুঝলে, তাও ভয় পাচ্ছো?
 
কথাটা শুনেই সুমনের মুখটা কেমন ফ্যাকাসে হয়ে গেছে। শাস্বতীকে বলল, শাস্বতী আমি তাহলে আর যাচ্ছি না।
 
শাস্বতী বলল, কোথায়?
 
-তোমার অফিসে।
 
- এ মা, কেন?
 
-আর কোন ডিভোর্সী সুন্দরী মহিলার চোখের নজরে আমি পড়তে চাই না শাস্বতী। আমি সুমন, সুন্দরী নারীদের তুষ্ট করে করে আমি ক্লান্ত। ওরা ছিপ নিয়ে বসে থাকে বড়শীতে মাছ গাঁথার জন্য। মেয়েদের চোখের ভাষা দেখে দেখে আমি পাকাপোক্ত হয়ে গেছি। এমন নারীদের শরীর বলে একটা ব্যাপার থাকে। দিনের পর দিন চাহিদাকে অবদমিত করে ক্ষিধে কে তো আর চেপে পুষে রাখা যায় না। এরা তখন নিজের পথ বেছে নেয়। অন্য পুরুষের প্রতি আগ্রহ।
 
শাস্বতী বলল, এই তোমার, শুরু হল টেনশন। বলছি তো, সেরকম কিছু হবে না। আমি তো এমনি ইয়ার্কী মারছিলাম। তাছাড়া উনি এখন মেন্টালীও খুব ডিস্টার্ব। অফিসে বেশী সময় থাকেন না। যার মানসিক অবস্থাই ভালো নয়। সে আবার করবে প্রেম? হাজার হোক উনি তো আর ব্যাভিচারিনী নন।
 
সুমন বলল, শোন শাস্বতী, বিচিত্র সব নারী, আর বিচিত্র তাদের মন। সবাই তোমার মত নয়। মোহের আবর্তে পড়ে, এরা লাট্টুর মত পাক খেতে চায় জীবনে। রাস্তাটা সঠিক না ভুল, এরা জেনেও জানবার চেষ্টা করে না। তুমি এত কিছু শুনলে, তাও এরকম বলছ?
 
শাস্বতী বলল, তুমি মিছিমিছি ওনাকে সন্দেহ করছ। আমি বলছি তো, সেরকম কিছু নয়। সি ইজ ভেরী কোয়াপেরিটিভ। আমার দিকটা উনি বোঝেন। যখন শুনবে, তুমি আমার লাভার দেখবে কত খুশি হবেন।
 
সুমন অগত্যা মেনে নিল। বলল, ঠিক আছে। তুমি যখন বলছ, তাই নিশ্চই হবে। তোমার কথা তো আমি ফেলতে পারি না। শাস্বতী হল আমার জান, আমার বাকী জীবনে শাস্বতী আমাকে যা বলবে, আমি তাই করব।
 
সুমন শাস্বতীকে আষ্ঠেপৃষ্ঠে জড়িয়ে ধরে খুব করে চুমু খেতে লাগল। শাস্বতী বলল, এই দাঁড়াও, স্নেহাম্যামকে ফোনটা করে নিই। গাড়ীর ব্যাপারটা বলতে হবে।
 
নিজের সেলফোন থেকে ওর বসকে ধরার চেষ্টা করল শাস্বতী। সুমন সবই শুনছে, সামনে থেকে। শাস্বতী ফোনটা ধরে বলল, ম্যাম, আমি শাস্বতী। আমার একটা রিকোয়েস্ট আছে। কাল একটু অশোক কে বলে, অফিসের গাড়ীটা আমাকে দিতে পারবেন? দুজনকে আনতে একটু পাঠাবো।
 
অপর প্রান্ত থেকে ম্যাম বললেন, কোথায়?
 
শাস্বতী সুমনের কাছ থেকে জেনে নিয়ে বলল, জায়গাটার নাম রায়না। একটা গ্রাম। বর্ধমান শহর থেকে কিছুটা দূরে। অশোক গাড়ীটা নিয়ে যাবে, ওখান থেকে দুজনকে নিয়ে আসবে।
 
ম্যাম বললেন, কাকে নিয়ে আসবে?
 
শাস্বতী বলল, আমার খুব আপন তারা।
 
স্নেহা ম্যাম বললেন, রায়নাতে তোমার কে থাকে?
 
শাস্বতী কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আমার হবু শাশুড়ি আর অবিবাহিতা ননদ। ওরা আসবে রায়না থেকে।
 
-তুমি আবার বিয়ে করছ, সেটা তো বলোনি?
 
-এখনও তো করিনি ম্যাম, তবে করব। ছেলেটা খুব ভালো, অনেক কষ্ট করে ওকে পেয়েছি। আপনি দেখলে খুশি হবেন।
 
ম্যাম বললেন, কি নাম?
 
-সুমন।
 
-সুমন? বাঃ বেশ সুন্দর নাম তো। নামটা খুব শোনা শোনা মনে হচ্ছে। যাই হোক উইশ ইউ অল দ্য বেস্ট। তোমার নতুন জীবন আরো সুখময় হোক।
 
-থ্যাঙ্ক ইউ ম্যাম। তাহলে অশোককে?
 
-হ্যাঁ আমি ওকে বলে দিচ্ছি। কাল সকালে ওকে তোমার বাড়ীতে চলে যেতে বলছি। আর অশোককে বলছি, মোবাইলে তোমার সাথে কথা বলে নিতে।
 
স্নেহা ম্যাম ফোনটা রাখতেই যাচ্ছিল, শাস্বতী বলল, ম্যাম, আর একটা কথা। আপনি কি কাল অফিসে আসছেন?
 
-হ্যাঁ আসব। তবে একটু দেরীতে। কেন?
 
-আমার সুমনের জন্য একটা রিকোয়েস্ট আছে। ওকে যদি একটা চাকরী-
 
-চাকরী? কার?
-আমি সুমনের জন্য বলছি। ঐ যে পোষ্টটা খালি আছে। সুমনের যদি ওখানে একটা জায়গা করে দেন।
 
স্নেহা ম্যাডাম বললেন, তোমার সুমন করে কি?
 
শাস্বতী কি বলবে, এই ভেবে একটু চুপ করে রইল। তারপর ম্যামকে বলল, ও আগে একটা ব্যবসা করত। এখন ব্যবসাটা নষ্ট হয়ে গেছে। তাই একটা চাকরীর খুব প্রয়োজন। আপনি যদি ওকে একটু ফেভার করেন। আপনি চাইলেই চাকরিটা হবে।
 
ম্যাম সঙ্গে সঙ্গে বললেন, তুমি বলছ, আমি কি না করতে পারি? কাল ছেলেটাকে নিয়ে এস। দেখব। তারপর কালকেই অ্যাপোয়েন্টমেন্ট লেটার লিখে দিয়ে দেবখন। আর আনলে ওকে একটু তাড়াতাড়ি এনো। আমি আবার অফিসে বেশীক্ষণ থাকবো না।
 
শাস্বতী হ্যাঁ বলে ফোনটা ছেড়ে দিল। সুমনের দিকে তাকিয়ে বলল, নাও এবার তোমার চাকরিটাও পাকা হয়ে গেল।
 
এরপর?
 
সুমন এরপরে বাথরুমে গেল। ফ্রেশ হয়ে বেরিয়েই দেখল, শাস্বতী বিছানায় শুয়ে পড়েছে। ওর দৃষ্টিটা উপরের দিকে। শুয়ে শুয়ে কি যেন ভাবছে শাস্বতী। নিজের জীবনটাকে নতুন করে কিভাবে সাজাবে, সেটাই হয়তো ভাবছে। কি ভালো স্বভাবের মেয়েটা। যেন একটা মহত্ববোধ, অপরের দূঃখে সমবেদনা জাগাবার সহিষ্ণুতা ও সহনশীলতা কাজ করছে মনে। মিথ্যে আস্বাস নেই, নেই শুধু স্বার্থ, সুমনের হৃদয়ে যেন একটা গভীর ছাপ ফেলে দিয়েছে শাস্বতী।
 
সুমন এগিয়ে যেতেই শাস্বতী বলল, এসো, আমার কাছে এসো।
 
সুমন আরো কাছে গেল। শাস্বতী বলল, আমাকে জড়িয়ে ধরো। সুমন তাই করল।
 
শাস্বতী বলল,পৃথিবীতে যদি সত্যি কাউকে ভালবেসে থাকি, সে শুধু তুমি। সবসময় আমার ওপরে বিশ্বাস রেখো। আমি কোনদিন ঠকাবো না তোমাকে, তুমিও না।
 
সুমন বলল, তোমাকে ঠকানোর কথা আমি ভাবতে পারি না শাস্বতী। আমি কাউকে কোনদিন ঠকাইনি। সুন্দরীকেও নয়। ও তো পাকে চক্রে সেদিন হয়ে গেছিল। তখন কি বুঝেছিলাম, আমার জীবনে চরম বিপর্যয় ঘনিয়ে আসবে?
 
শাস্বতী বলল, পৃথিবীতে এমন কোন মানুষ নেই যে জোর গলায় বলতে পারে, ভাগ্য বিপর্যয়ের হাত থেকে সে সবসময়ই রেহাই পেতে পারে। ঈশ্বরের দান হিসেবে আমরা যতটুকু পেয়েছি,তাই দিয়ে যদি সন্তুষ্ট থাকতে পারি, তাহলেই তো এই ভাগ্য বিপর্যয়কে অনায়াসেই এড়িয়ে যেতে পারব, তাই না? তুমি এত দূঃখ কষ্ট করেছ, আমাকে তোমার জীবনের কাহিনী শোনালে। চোখের জল তো আমিও সামলে রাখতে পারিনি। এত দূঃখ কষ্ট কি কেউ সহ্য করতে পারে? ঐ নিষ্ঠুর পাপিনীটার প্রতি আমার ভীষন রাগ হচ্ছিল।
 
সুমন হেসে বলল, কে গৌরী?
 
শাস্বতী বলল, হ্যাঁ। আবার কে? ঐ তো তোমার জীবন নষ্ট করার মূলে।
 
এরপর নিজেই শাস্বতী বলল, থাক, পুরোনো ওসব কথা আর তুলে। চরম সর্বনাশ যারা করে, তাদেরকে খুব তাড়াতাড়ি ভুলে যেতে হয়। এখন তোমার অন্যরকম জীবন। তুমি নতুন ভাবে শুরু করো।
 
সুমন বলল, কালকে তাহলে আমরা কখন বেরোচ্ছি?
 
শাস্বতী বলল, ম্যাম তো বললেন, তাড়াতাড়ি পৌঁছোতে। কাল সকালে অশোক গাড়ী নিয়ে চলে এলেই আমরা নয় বেরিয়ে যাব। অশোককে তুমি সব বুঝিয়ে দেবে। বাড়ীর ঠিকানা দিয়ে দেবে। বলবে, ওখানে পৌঁছেই তোমাকে ফোন করতে। আর যাবার পথে অশোক আমাদের ড্রপ করে দেবে অফিসে। আমরা তার আগে তৈরী হয়ে থাকবো।
 
সুমন বলল, বাঃ ভালই হবে তাহলে। একদিনেই সব কাজগুলো হয়ে যাচ্ছে। এই না হলে তুমি? আমার শাস্বতী ডারলিং।
 
বলেই শাস্বতীর ঠোঁটদুটো টুপ করে মুখে পুরে নিয়ে ভালবাসার চুমু খেতে লাগল সুমন। দুটো ঠোঁট মিলে মিশে একাকার হয়ে যাচ্ছে। ভালোবাসার প্রতিশ্রুতি দিয়ে যেন চুম্বনের তাল মেলাচ্ছে দুজনে।
Like Reply


Messages In This Thread
RE: মেয়েমানুষের কেপ্ট by lekhak - by pcirma - 04-06-2020, 11:26 AM



Users browsing this thread: 6 Guest(s)