01-06-2020, 09:42 PM
[ত্রিশ]
মিসেস পানের কথায় এখন আর বিরক্ত হয়না।আঁখি মুখার্জির মজাই লাগে।পয়সার দেমাক থাকলেও কথাবার্তায় রাখঢাক নেই।জলিসেনের সঙ্গে কথা হচ্ছিল খিলকিন নারসিং হোমের ব্যাপারে।সবটা না শুনেই মিসেস পান বলে উঠল পয়সা নিলেও হাত হাতে ফল।
জলি জিজ্ঞেস করে,আপনি ওখানে দেখিয়েছেন?
কালকেই হাজবেনকে নিয়ে দেখিয়ে এলাম।ডা.এমার নাম শুনেছেন?
জলিসেন হেসে বলল।উনি তো গাইনি আপনার হাজবেণ্ডের কি হয়েছে?
ওর হবে কেন?আমার ওইখানে ব্যথা হচ্ছিল।ডাক্তার অসভ্য অসভ্য কথা জিজ্ঞেস করছিল।মুখ নীচু কোরে হাসল মিসেস পান।
আঁখির সঙ্গে দৃষ্টি বিনিময় করে হেসে জিজ্ঞেস করল জলি,কি অসভ্য কথা?
ওই আরকি ঐখানে কিছু ঢুকাই কিনা?আমি ম্যারেট আমার স্বামী আছে আমি কেন বেগুন মুলো ঢুকোতি যাবো কেন?বললে বিশ্বাস করবেন না ভিতরে ঘরে নিয়ে চকলেটের মত কি একটা ভিতরে ঢুকিয়ে দিল।সাবধানে পেচ্ছাপ করতে বলল,যাতে ঐটা বের হয়ে না যায়।ওষুধটা ভিতরেই গলে যাবে।একদিন পরেই দেখলাম ব্যথা বেদনা কিছু নেই।
ড.এমাকে আঁখিও দেখিয়েছে,অবাঙালি চমৎকার বাংলা বলেন মহিলা বয়স বেশি না।আঁখি জিজ্ঞেস করল,কি হয়েছিল?
বলল ঐখানে ইনজুরি।মানে ব্যথা পেয়েছি।
আঁখি বুঝতে পারে ভেজাইনাতে কিছু হয়েছিল।
ঐটা না থাকলি মেয়েদের কোনো দাম নেই।দার্শনিকের মত বলল মিসেস পান।
জলি মজা করার জন্য বলল,শুধু ঐটার জন্যই মেয়েদের দাম?
মুনি ঋষিরাও ওর কাছে বশ।রামায়নে পড়েন নি?লক্ষীপান বলল।
জলি সেন ভাবেন ভালই রামায়ণ পড়েছে।তবু এই মহিলাকে খারাপ লাগে না।বেশ খোলামেলা।ঘণ্টা বাজতে সবাই কলেজের গেটের কাছে জড়ো হয়।ঘণ্টা না পড়লে আরো অনেক কথা শোনা যেত।ঋষির দিদিকে দাঁড়িয়ে থাকতে দেখে মনে পড়ল আজ ঋষির আসার কথা।মিসেস পান কথাটা মন্দ বলেনি মুনিঋষিরাও ঐটার কাছে বশ।মিসেস পান মেয়েকে নিয়ে গাড়ীতে উঠে পড়ল।
ত্রিদিবেশ মাইতি নিজের কক্ষে বসে কাজ করছেন।বড় সাহেবকে বিদায় করে স্বস্তি।কদিন ধরে বাপ-বেটির মধ্যে যা চলছিল সামাল দিতে হিমসিম খাচ্ছিলেন।মেয়ের বিয়েতে মত নেই বাপ পাত্র নিয়ে হাজির।ফাইলগুলোয় চোখ বোলাতে থাকেন গভীর মনোযোগ দিয়ে এমন সময় ফোন বেজে উঠল কানে লাগিয়ে বললেন,হ্যালো খিনকিল নার্সিং হোম….হ্যা বলুন শান্তিদা…হে-হে-হে যেমন রেখেছেন দাদা…বাবুয়াকে পাঠিয়ে দেবেন বলার কি আছে..আজ্ঞে কি নাম বললেন মুন্না?..হ্যা-হ্যা চিনবো না কেন বাবুয়ার দলের…বাবুয়ার সঙ্গে নেই? ঠিক আছে দাদা..অধমকে মনে রেখেছেন আমার সৌভাগ্য..আচ্ছা দাদা।
ফোন রেখে দিয়ে মাইতিবাবু একটা অশ্রাব্য শব্দ উচ্চারণ করলেন।আবার ফোন বাজতে কানে লাগিয়ে তড়াক করে দাঁড়িয়ে বললেন, হ্যা ম্যাডাম বলুন..আচ্ছা বলছি।ফোন রেখে বেল বাজালেন।একটি ছেলে ঢুকতে মাইতি বাবু বললেন,রোহনকে গাড়ী বের করতে বল ম্যাডাম নামছেন।
আজ ম্যাডামের বসার দিন নয় হয়তো মিশন টিশন যাবেন।আগে শনিবার শনিবার যেতেন।যতদিন যাচ্ছে মিশনের প্রতি ম্যাডামের আসক্তি বাড়ছে।উনি রোজ বসলেও পেষেণ্টের অভাব হতনা কিন্তু সপ্তাহে তিনদিনের বেশি বসেন না।অবশ্য অপারেশন শনি-রবিবার ছাড়া সব দিনই করেন।বিভিন্ন জায়গায় ডাক পড়ে সেখানেও যান। একটা জিনিস লক্ষ্য করেছেন গ্রামের দিকের কলগুলো উনি মিস করতে চান না।সেটাই মাইতিবাবুর চিন্তা কখন কিহয় কে বলতে পারে।কিন্তু ম্যাডামকে বোঝাবে সাধ্য কার।মেয়ে মানুষ এত জিদ্দি হতে পারে মাইতি বাবুর জানা ছিল না।আবার ফোন বেজে উঠতে বিরক্ত হয়ে ফোন ধরে বলল,খিনকিল নার্সিং হোম…হ্যা দাদা বলুন?মাইতিবাবু ভাবেন একটু আগে ফোন করল আবার কি হল?মাইতিবাবু বলল,হ্যা শুনছি বলুন…কিযে বলেন আপনার অনুরোধ আমার কাছে নির্দেশ…এ্যাবর্শন?মাইতিবাবু ঘামতে থাকে আমতা আমতা করে বলল,অন্যকিছু হলে অসুবিধে হতনা কিন্তু এটা সরাসরি ড.এমার ব্যাপার উনি কিছুতেই রাজি হবে না…শান্তিদা খামোখা রাগ করছেন… হ্যালো.. হ্যালো…। মনে হচ্ছে ফোন কেটে দিয়েছে।
গভীর সমস্যায় পড়া গেল। শান্তিবাবু একটা মেয়ের পেট খসাতে বলছে।ড.এমার কানে গেলে তাকে আর কোরে খেতে হবে না।একদিকে শান্তিদা অন্যদিকে ড.এমা।একটা পথ বের করতে হবে।অন্যকোনো নার্সিং হোমে যদি ব্যবস্থা করা যায়।ত্রিদিবেশ মাইতি নম্বর টিপে ফোন করল,আমি দেবেশ দাদা ফোন রাখবেন না কথাটা শুনুন…পারব না বলিনি তো আমি…না মানে ড.এমা এই ব্যাপারে ভীষণ…না না আপনি শুনুন অন্য নার্সিং হোমে দেখছি …আপনাকে ভাবতে হবেনা আমিই করছি..শান্তিদা আমি সামান্য কর্মচারি আচ্ছা রাখছি?ফোন রেখে পকেট থেকে রুমাল বের করে ঘাম মোছে।
শান্তি ভট্টাচার্যের একতলায় বৈঠকখানা।বিশাল টেবিলের একদিকে শান্তিবাবু বসে।সামনে চেয়ারে মুন্না আর জয়ন্তী বসে আছে।জয়ন্তী বছর পচিশ-ছাব্বিশ বয়স লাইনধারে বস্তিতে থাকে।শান্তিবাবু ফোন রেখে মুন্নাকে বলল,তুই একটু বাইরে বোস।মুন্না চলে যেতে ইশারায় জয়ন্তীকে কাছে ডাকল।জয়ন্তী টেবিলের ওপাশে শান্তিবাবুর চেয়ার ঘেষে দাড়াল।পেটের কাপড় সরিয়ে জয়ন্তীর পেটে হাত বুলিয়ে বলল,কই কিছু তো বোঝা যাচ্ছে না।
তালি কি আমি মিথ্যে বলছি?
যাক ব্যবস্থা হয়ে গেল।মুন্না তোকে নিয়ে যাবে।সকালে ভর্তি হবি বিকেলে ছেড়ে দেবে।
কিন্তু অপারেশন করলি পেটে দাগ থাকবে না?আমারে কেউ বিয়ে করবে?
তাহলে ওষুধ খাসনি কেন?
পেত্যেকবার খেয়েছি শুধু একবারই খেতি ভুলে গেছি।
শান্তিবাবু ড্রয়ার খুলে কিছু টাকা বের করে হাতে দিয়ে বলল,বলবি এ্যাপেন্ডিক্স হয়েছিল। এখন যা মুন্না তোকে নিয়ে যাবে।
টাকা দিয়ে কি করব?আপনি বলিছিলেন চাকরি দেবেন?
চাকরি গাছের ফল?তুই মুন্নাকে বিয়ে করবি?
শান্তিদা আপনি যা ভাবতিছেন আমি সেরকম মেয়ে না।মেট্রিক পাস।
হি-হি-হি।মেট্রিক পাস তো কি হয়েছে? তোদের বস্তিতে প্লাম্বার বীরেনের মেয়ে কি নাম–্?
কল্পনা।
হ্যা কল্পনা সেতো শুনলাম কলেজে ভর্তি হয়েছে।
তাই বলে একটা সমাজ বিরোধীকে–।
শান্তিবাবু হঠাৎ জয়ন্তীকে ঠেলে দিয়ে বলল,গায়ের উপর পড়ছিস কেন?ওদিকে গিয়ে বোস।
বৈঠকখানার পাশ দিয়ে বাইরে যাবার প্যাসেজ সেখানে মায়া দাড়িয়ে।শান্তিবাবু মায়াকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করল,তুমি কোথাও গেছিলে?
বাজারে গেছিলাম।মায়া জিজ্ঞেস করল,মেয়ে ছুটিতে হোস্টেল থেকে কেন বাড়ী এলনা খোজ নিয়েছো?
এসব কথা কি এখানে দাঁড়িয়ে আলোচনা করবে?
মায়া কথা না বলে উপরে উঠে গেল।শান্তিবাবু ভাবলেন জয়ন্তীর কোমর জড়িয়ে ধরে থাকা জানলা দিয়ে কি দেখতে পেয়েছে?অবশ্য টেবিলের আড়াল ছিল।কতবার বলেছে বাজারে গাড়ি নিয়ে যেতে শুনবেই না।দলের কাজে লাগাবার চেষ্টা করেছেন বলে রাজনীতি ওর পছন্দ নয়।মায়া রাজি হলে এতদিনে এম এল এ না হোক কাউন্সিলর কোরে দিতে পারত।জয়ন্তীর দিকে তাকিয়ে বলল,দেখছি চাকরির কি করা যায়।এখন যা মুন্না তোকে নিয়ে যাবে।ভয় নেই পেট কাটবে না ওর মধ্যে সাড়াশি ঢুকিয়ে টেনে বের করে দেবে।যাবার সময় মুন্নাকে ডেকে দিয়ে যাস।
জয়ন্তী চলে গেল।শান্তিবাবুর মেজাজ খারাপ।সতীপনা মারানো হচ্ছে।ঢোকাতে দিয়ে যদি চাকরি হত কোনো মেয়ে বেকার থাকত না।মুন্না ঢুকে জিজ্ঞেস করল,বস কিছু বলবে?
তোর বৌদি কখন এসেছেরে?
একটু আগে ঢুকল।বস একটা কথা বলবো?
শান্তিবাবু চোখ তুলে তাকাল।মুন্না বলল,বৌদির সঙ্গে বাবুয়ার কানেকশন আছে।
শুয়োরের বাচ্চা একচড়ে তোমার দাত ফেলে দেবো।যত বড় মুখ নয় তত বড় কথা।
একদিন বাজারে কথা বলতে দেখেছি।মুন্না কাচুমাচু হয়ে বলল।
আমার সামনে থেকে যা।
কানেক্শন আছে শালা ইংরেজি বলে।বাবুয়া ছেলেটা অন্য রকম।মায়াকে খুব সমীহ করে মায়াও ওকে স্নেহ করে।মায়ার খবরের সূত্র ছিল বাবুয়া।বাবুয়ার জন্য সংসারে অশান্তি লেগে থাকতো।বাবুয়া খবর না দিলে মায়ার পক্ষে ঐসব কথা জানা সম্ভব ছিলনা। অশিক্ষিত মুন্নার কথায় উত্তেজিত হওয়া ঠিক হলনা।বল বৌদির সঙ্গে বাবুয়ার দেখা হলে কথা বলে তানা কানেকশন আছে।শুনেই মাথাটা গরম হয়ে গেল।পরে মুন্নাকে ডেকে বুঝিয়ে দিলেই হবে।
ঋষি খেতে বসেছে।মনীষা পাশে বসে জিজ্ঞেস করল,কেমন দেখলি?
ভালই তো।দেবুদা ছোড়দিকে কোনো কাজ করতে দিচ্ছে না।
টাকা দিলি কিছু বলল না?
ঋষী ভাবছে কি বলবে?মনীষা তাগাদা দিল,কিরে কিছু বলেছে?
বড়দি তোমাকে খুব ভালবাসে ছোড়দি।
তোকে যা জিজ্ঞেস করলাম তাই বল।
প্রথমে নিতে চাইছিল না।অনেক বলার পর নিল।বলল,মনিদি বোনকে টাকা দিতেই পারে কিন্তু কেন লুকিয়ে দেবে?
মনীষা চোখের জল আড়াল করে।মায়েরও এইরকম আত্মমর্যাদাবোধ ছিল।দিশাটা বরাবরই এই রকম জিদ্দি মনীষা ভাবে। তারপর বলল,এখনো সেই ছেলেমানুষী গেলনা।সুদেব সুবি কেমন আছে?
ভালই।দেবুদা একটু পাগলাটে ধরণের কি সব ওষুধ আবিষ্কার করেছে।
মস্ত কবিরাজ নগেন সেনের বংশের ছেলে সুদেব।এখন আর সেদিন নেই মানুষের এখন এ্যালোপ্যাথিতে ভরসা।মনীষা জিজ্ঞেস করল,আমার কথা কিছু বলল?
ঋষি মনে মনে ভাবে ছোড়দি বলছিল জীবনের একটা লক্ষ্য স্থির করে নেবার কথা।একথা বললে অন্য কথা এসে যাবে সেজন্য চেপে গিয়ে বলল,আসার সময় বলল,মনিদিকে বলিস ভাল আছি। বেশি চিন্তা করতে মানা করিস।
ঋষি খেয়ে উঠে পড়ল।আজ আবার আঁখি মুখারজিকে পড়াতে যাবার কথা।
নিজের ডেরায় উদাসভাবে বসে আছে বাবুয়া।ভজা সিগারেট ধরিয়ে গুরুর দিকে এগিয়ে দিল। কেতো জিজ্ঞেস করল,গুরু তখন থেকে কি ভাবছো বলতো?
বসের কোনো খবর পেলি?
আগেই বুঝেছি গুরু কেন এত বেচাইন?ভজা বলল।
বাবুয়ার ফোন বেজে উঠতে হাত তুলে সবাইকে থামিয়ে দিয়ে ফোন কানে লাগিয়ে বলল, হ্যালো?
খিনকিল নার্সিং হোম থেকে ত্রিদিবেশ মাইতি বলছি,চিনতে পারছো?
কি মাইতি?
দেবেশ মাইতি।
এক মুহূর্ত ভেবে বাবুলাল বলল,ও হ্যা বলুন দেবেশদা।অনেকদিন পর,কোনো ঝামেলা?
হা-হা-হা।না না ঝামেলা নয় হঠাৎ মনে পড়ল অনেকদিন দেখা হয়না তাই ভাবলাম একটু খোজ নিই কেমন আছো?
আর কেমন?আপনাকে বলেছিলাম আমার কয়েকটা ছেলের ব্যাপারে–আপনি কোনো খবরই দিলেন না।
আসলে কি জানো ভাই লেখাপড়া জানলে অসুবিধে হতনা।
ছাড়ুন তো ফালতু কথা।আমি কি বলেছি অফসারের চাকরি দিন?ভজা মেট্রিক পাশ।
রাগ কোরনা আমি দেখছি–আচ্ছা সিকিউরিটি গার্ডের চাকরি চলবে?
যে কোন কাজ দাদা খুব ভাল হয়।
তোমার নেতা শান্তিবাবুকে বলো না।
উষ্ণ কণ্ঠে বাবুলাল বলল,আমার কোনো নেতা নেই।তারপর কি ভেবে জিজ্ঞেস করল, হঠাৎ ওর কথা বললেন কেন?
তোমাকে আগে শান্তিদার সঙ্গে দেখেছি তাই বললাম।
বাবুলাল একটু ভেবে বলল,আমার বস বলেছে মানুষ ভুল করে আবার ভুল শুধারতে ভি পারে। ছাড়ুন ওসব কথা,আপনি কি পারবেন সেইটা বলুন।
বললাম তো দেখছি অত রাগ করলে চলে?
অনেকদিন পর ফোন করলেন ভাল লাগল।যা বলেছি একটু দেখবেন। রাখছি?
ভজা বলল,গুরু এই শালা চাকরি-ফাকরি আমাদের পোষাবে?
ত্রিদিবেশ বাবু ফোণ রেখে মাথা নাড়ে।এখন শান্তিবাবুর সঙ্গে নেই বাবুলাল।কে এক বসের কথা বলল বোঝা গেলনা।বাবুলালের সঙ্গে যোগাযোগ রাখতে হবে ছেলেটার হিম্মত আছে। ভজারা গভীর ভাবনায় ডুবে যায়।গুরু কেমন চেঞ্জ হয়ে যাচ্ছে।সবার দিকে তাকিয়ে বাবুলাল হেসে বলল,তোরা আমাকে ছেড়ে গেলেও তোদের ছেড়ে গুরু কোনদিন যাবে না।কথাটা ইয়াদ রাখবি।
পরিবেশ মুহূর্তে কেমন বিষণ্ণ হয়ে গেল।বসের জন্য এসব হচ্ছে।কোথায় শালা ঘাপ্টি মেরে বসে আছে গুরুর মনটা তাই বেচাইন।
মিসেস পানের কথায় এখন আর বিরক্ত হয়না।আঁখি মুখার্জির মজাই লাগে।পয়সার দেমাক থাকলেও কথাবার্তায় রাখঢাক নেই।জলিসেনের সঙ্গে কথা হচ্ছিল খিলকিন নারসিং হোমের ব্যাপারে।সবটা না শুনেই মিসেস পান বলে উঠল পয়সা নিলেও হাত হাতে ফল।
জলি জিজ্ঞেস করে,আপনি ওখানে দেখিয়েছেন?
কালকেই হাজবেনকে নিয়ে দেখিয়ে এলাম।ডা.এমার নাম শুনেছেন?
জলিসেন হেসে বলল।উনি তো গাইনি আপনার হাজবেণ্ডের কি হয়েছে?
ওর হবে কেন?আমার ওইখানে ব্যথা হচ্ছিল।ডাক্তার অসভ্য অসভ্য কথা জিজ্ঞেস করছিল।মুখ নীচু কোরে হাসল মিসেস পান।
আঁখির সঙ্গে দৃষ্টি বিনিময় করে হেসে জিজ্ঞেস করল জলি,কি অসভ্য কথা?
ওই আরকি ঐখানে কিছু ঢুকাই কিনা?আমি ম্যারেট আমার স্বামী আছে আমি কেন বেগুন মুলো ঢুকোতি যাবো কেন?বললে বিশ্বাস করবেন না ভিতরে ঘরে নিয়ে চকলেটের মত কি একটা ভিতরে ঢুকিয়ে দিল।সাবধানে পেচ্ছাপ করতে বলল,যাতে ঐটা বের হয়ে না যায়।ওষুধটা ভিতরেই গলে যাবে।একদিন পরেই দেখলাম ব্যথা বেদনা কিছু নেই।
ড.এমাকে আঁখিও দেখিয়েছে,অবাঙালি চমৎকার বাংলা বলেন মহিলা বয়স বেশি না।আঁখি জিজ্ঞেস করল,কি হয়েছিল?
বলল ঐখানে ইনজুরি।মানে ব্যথা পেয়েছি।
আঁখি বুঝতে পারে ভেজাইনাতে কিছু হয়েছিল।
ঐটা না থাকলি মেয়েদের কোনো দাম নেই।দার্শনিকের মত বলল মিসেস পান।
জলি মজা করার জন্য বলল,শুধু ঐটার জন্যই মেয়েদের দাম?
মুনি ঋষিরাও ওর কাছে বশ।রামায়নে পড়েন নি?লক্ষীপান বলল।
জলি সেন ভাবেন ভালই রামায়ণ পড়েছে।তবু এই মহিলাকে খারাপ লাগে না।বেশ খোলামেলা।ঘণ্টা বাজতে সবাই কলেজের গেটের কাছে জড়ো হয়।ঘণ্টা না পড়লে আরো অনেক কথা শোনা যেত।ঋষির দিদিকে দাঁড়িয়ে থাকতে দেখে মনে পড়ল আজ ঋষির আসার কথা।মিসেস পান কথাটা মন্দ বলেনি মুনিঋষিরাও ঐটার কাছে বশ।মিসেস পান মেয়েকে নিয়ে গাড়ীতে উঠে পড়ল।
ত্রিদিবেশ মাইতি নিজের কক্ষে বসে কাজ করছেন।বড় সাহেবকে বিদায় করে স্বস্তি।কদিন ধরে বাপ-বেটির মধ্যে যা চলছিল সামাল দিতে হিমসিম খাচ্ছিলেন।মেয়ের বিয়েতে মত নেই বাপ পাত্র নিয়ে হাজির।ফাইলগুলোয় চোখ বোলাতে থাকেন গভীর মনোযোগ দিয়ে এমন সময় ফোন বেজে উঠল কানে লাগিয়ে বললেন,হ্যালো খিনকিল নার্সিং হোম….হ্যা বলুন শান্তিদা…হে-হে-হে যেমন রেখেছেন দাদা…বাবুয়াকে পাঠিয়ে দেবেন বলার কি আছে..আজ্ঞে কি নাম বললেন মুন্না?..হ্যা-হ্যা চিনবো না কেন বাবুয়ার দলের…বাবুয়ার সঙ্গে নেই? ঠিক আছে দাদা..অধমকে মনে রেখেছেন আমার সৌভাগ্য..আচ্ছা দাদা।
ফোন রেখে দিয়ে মাইতিবাবু একটা অশ্রাব্য শব্দ উচ্চারণ করলেন।আবার ফোন বাজতে কানে লাগিয়ে তড়াক করে দাঁড়িয়ে বললেন, হ্যা ম্যাডাম বলুন..আচ্ছা বলছি।ফোন রেখে বেল বাজালেন।একটি ছেলে ঢুকতে মাইতি বাবু বললেন,রোহনকে গাড়ী বের করতে বল ম্যাডাম নামছেন।
আজ ম্যাডামের বসার দিন নয় হয়তো মিশন টিশন যাবেন।আগে শনিবার শনিবার যেতেন।যতদিন যাচ্ছে মিশনের প্রতি ম্যাডামের আসক্তি বাড়ছে।উনি রোজ বসলেও পেষেণ্টের অভাব হতনা কিন্তু সপ্তাহে তিনদিনের বেশি বসেন না।অবশ্য অপারেশন শনি-রবিবার ছাড়া সব দিনই করেন।বিভিন্ন জায়গায় ডাক পড়ে সেখানেও যান। একটা জিনিস লক্ষ্য করেছেন গ্রামের দিকের কলগুলো উনি মিস করতে চান না।সেটাই মাইতিবাবুর চিন্তা কখন কিহয় কে বলতে পারে।কিন্তু ম্যাডামকে বোঝাবে সাধ্য কার।মেয়ে মানুষ এত জিদ্দি হতে পারে মাইতি বাবুর জানা ছিল না।আবার ফোন বেজে উঠতে বিরক্ত হয়ে ফোন ধরে বলল,খিনকিল নার্সিং হোম…হ্যা দাদা বলুন?মাইতিবাবু ভাবেন একটু আগে ফোন করল আবার কি হল?মাইতিবাবু বলল,হ্যা শুনছি বলুন…কিযে বলেন আপনার অনুরোধ আমার কাছে নির্দেশ…এ্যাবর্শন?মাইতিবাবু ঘামতে থাকে আমতা আমতা করে বলল,অন্যকিছু হলে অসুবিধে হতনা কিন্তু এটা সরাসরি ড.এমার ব্যাপার উনি কিছুতেই রাজি হবে না…শান্তিদা খামোখা রাগ করছেন… হ্যালো.. হ্যালো…। মনে হচ্ছে ফোন কেটে দিয়েছে।
গভীর সমস্যায় পড়া গেল। শান্তিবাবু একটা মেয়ের পেট খসাতে বলছে।ড.এমার কানে গেলে তাকে আর কোরে খেতে হবে না।একদিকে শান্তিদা অন্যদিকে ড.এমা।একটা পথ বের করতে হবে।অন্যকোনো নার্সিং হোমে যদি ব্যবস্থা করা যায়।ত্রিদিবেশ মাইতি নম্বর টিপে ফোন করল,আমি দেবেশ দাদা ফোন রাখবেন না কথাটা শুনুন…পারব না বলিনি তো আমি…না মানে ড.এমা এই ব্যাপারে ভীষণ…না না আপনি শুনুন অন্য নার্সিং হোমে দেখছি …আপনাকে ভাবতে হবেনা আমিই করছি..শান্তিদা আমি সামান্য কর্মচারি আচ্ছা রাখছি?ফোন রেখে পকেট থেকে রুমাল বের করে ঘাম মোছে।
শান্তি ভট্টাচার্যের একতলায় বৈঠকখানা।বিশাল টেবিলের একদিকে শান্তিবাবু বসে।সামনে চেয়ারে মুন্না আর জয়ন্তী বসে আছে।জয়ন্তী বছর পচিশ-ছাব্বিশ বয়স লাইনধারে বস্তিতে থাকে।শান্তিবাবু ফোন রেখে মুন্নাকে বলল,তুই একটু বাইরে বোস।মুন্না চলে যেতে ইশারায় জয়ন্তীকে কাছে ডাকল।জয়ন্তী টেবিলের ওপাশে শান্তিবাবুর চেয়ার ঘেষে দাড়াল।পেটের কাপড় সরিয়ে জয়ন্তীর পেটে হাত বুলিয়ে বলল,কই কিছু তো বোঝা যাচ্ছে না।
তালি কি আমি মিথ্যে বলছি?
যাক ব্যবস্থা হয়ে গেল।মুন্না তোকে নিয়ে যাবে।সকালে ভর্তি হবি বিকেলে ছেড়ে দেবে।
কিন্তু অপারেশন করলি পেটে দাগ থাকবে না?আমারে কেউ বিয়ে করবে?
তাহলে ওষুধ খাসনি কেন?
পেত্যেকবার খেয়েছি শুধু একবারই খেতি ভুলে গেছি।
শান্তিবাবু ড্রয়ার খুলে কিছু টাকা বের করে হাতে দিয়ে বলল,বলবি এ্যাপেন্ডিক্স হয়েছিল। এখন যা মুন্না তোকে নিয়ে যাবে।
টাকা দিয়ে কি করব?আপনি বলিছিলেন চাকরি দেবেন?
চাকরি গাছের ফল?তুই মুন্নাকে বিয়ে করবি?
শান্তিদা আপনি যা ভাবতিছেন আমি সেরকম মেয়ে না।মেট্রিক পাস।
হি-হি-হি।মেট্রিক পাস তো কি হয়েছে? তোদের বস্তিতে প্লাম্বার বীরেনের মেয়ে কি নাম–্?
কল্পনা।
হ্যা কল্পনা সেতো শুনলাম কলেজে ভর্তি হয়েছে।
তাই বলে একটা সমাজ বিরোধীকে–।
শান্তিবাবু হঠাৎ জয়ন্তীকে ঠেলে দিয়ে বলল,গায়ের উপর পড়ছিস কেন?ওদিকে গিয়ে বোস।
বৈঠকখানার পাশ দিয়ে বাইরে যাবার প্যাসেজ সেখানে মায়া দাড়িয়ে।শান্তিবাবু মায়াকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করল,তুমি কোথাও গেছিলে?
বাজারে গেছিলাম।মায়া জিজ্ঞেস করল,মেয়ে ছুটিতে হোস্টেল থেকে কেন বাড়ী এলনা খোজ নিয়েছো?
এসব কথা কি এখানে দাঁড়িয়ে আলোচনা করবে?
মায়া কথা না বলে উপরে উঠে গেল।শান্তিবাবু ভাবলেন জয়ন্তীর কোমর জড়িয়ে ধরে থাকা জানলা দিয়ে কি দেখতে পেয়েছে?অবশ্য টেবিলের আড়াল ছিল।কতবার বলেছে বাজারে গাড়ি নিয়ে যেতে শুনবেই না।দলের কাজে লাগাবার চেষ্টা করেছেন বলে রাজনীতি ওর পছন্দ নয়।মায়া রাজি হলে এতদিনে এম এল এ না হোক কাউন্সিলর কোরে দিতে পারত।জয়ন্তীর দিকে তাকিয়ে বলল,দেখছি চাকরির কি করা যায়।এখন যা মুন্না তোকে নিয়ে যাবে।ভয় নেই পেট কাটবে না ওর মধ্যে সাড়াশি ঢুকিয়ে টেনে বের করে দেবে।যাবার সময় মুন্নাকে ডেকে দিয়ে যাস।
জয়ন্তী চলে গেল।শান্তিবাবুর মেজাজ খারাপ।সতীপনা মারানো হচ্ছে।ঢোকাতে দিয়ে যদি চাকরি হত কোনো মেয়ে বেকার থাকত না।মুন্না ঢুকে জিজ্ঞেস করল,বস কিছু বলবে?
তোর বৌদি কখন এসেছেরে?
একটু আগে ঢুকল।বস একটা কথা বলবো?
শান্তিবাবু চোখ তুলে তাকাল।মুন্না বলল,বৌদির সঙ্গে বাবুয়ার কানেকশন আছে।
শুয়োরের বাচ্চা একচড়ে তোমার দাত ফেলে দেবো।যত বড় মুখ নয় তত বড় কথা।
একদিন বাজারে কথা বলতে দেখেছি।মুন্না কাচুমাচু হয়ে বলল।
আমার সামনে থেকে যা।
কানেক্শন আছে শালা ইংরেজি বলে।বাবুয়া ছেলেটা অন্য রকম।মায়াকে খুব সমীহ করে মায়াও ওকে স্নেহ করে।মায়ার খবরের সূত্র ছিল বাবুয়া।বাবুয়ার জন্য সংসারে অশান্তি লেগে থাকতো।বাবুয়া খবর না দিলে মায়ার পক্ষে ঐসব কথা জানা সম্ভব ছিলনা। অশিক্ষিত মুন্নার কথায় উত্তেজিত হওয়া ঠিক হলনা।বল বৌদির সঙ্গে বাবুয়ার দেখা হলে কথা বলে তানা কানেকশন আছে।শুনেই মাথাটা গরম হয়ে গেল।পরে মুন্নাকে ডেকে বুঝিয়ে দিলেই হবে।
ঋষি খেতে বসেছে।মনীষা পাশে বসে জিজ্ঞেস করল,কেমন দেখলি?
ভালই তো।দেবুদা ছোড়দিকে কোনো কাজ করতে দিচ্ছে না।
টাকা দিলি কিছু বলল না?
ঋষী ভাবছে কি বলবে?মনীষা তাগাদা দিল,কিরে কিছু বলেছে?
বড়দি তোমাকে খুব ভালবাসে ছোড়দি।
তোকে যা জিজ্ঞেস করলাম তাই বল।
প্রথমে নিতে চাইছিল না।অনেক বলার পর নিল।বলল,মনিদি বোনকে টাকা দিতেই পারে কিন্তু কেন লুকিয়ে দেবে?
মনীষা চোখের জল আড়াল করে।মায়েরও এইরকম আত্মমর্যাদাবোধ ছিল।দিশাটা বরাবরই এই রকম জিদ্দি মনীষা ভাবে। তারপর বলল,এখনো সেই ছেলেমানুষী গেলনা।সুদেব সুবি কেমন আছে?
ভালই।দেবুদা একটু পাগলাটে ধরণের কি সব ওষুধ আবিষ্কার করেছে।
মস্ত কবিরাজ নগেন সেনের বংশের ছেলে সুদেব।এখন আর সেদিন নেই মানুষের এখন এ্যালোপ্যাথিতে ভরসা।মনীষা জিজ্ঞেস করল,আমার কথা কিছু বলল?
ঋষি মনে মনে ভাবে ছোড়দি বলছিল জীবনের একটা লক্ষ্য স্থির করে নেবার কথা।একথা বললে অন্য কথা এসে যাবে সেজন্য চেপে গিয়ে বলল,আসার সময় বলল,মনিদিকে বলিস ভাল আছি। বেশি চিন্তা করতে মানা করিস।
ঋষি খেয়ে উঠে পড়ল।আজ আবার আঁখি মুখারজিকে পড়াতে যাবার কথা।
নিজের ডেরায় উদাসভাবে বসে আছে বাবুয়া।ভজা সিগারেট ধরিয়ে গুরুর দিকে এগিয়ে দিল। কেতো জিজ্ঞেস করল,গুরু তখন থেকে কি ভাবছো বলতো?
বসের কোনো খবর পেলি?
আগেই বুঝেছি গুরু কেন এত বেচাইন?ভজা বলল।
বাবুয়ার ফোন বেজে উঠতে হাত তুলে সবাইকে থামিয়ে দিয়ে ফোন কানে লাগিয়ে বলল, হ্যালো?
খিনকিল নার্সিং হোম থেকে ত্রিদিবেশ মাইতি বলছি,চিনতে পারছো?
কি মাইতি?
দেবেশ মাইতি।
এক মুহূর্ত ভেবে বাবুলাল বলল,ও হ্যা বলুন দেবেশদা।অনেকদিন পর,কোনো ঝামেলা?
হা-হা-হা।না না ঝামেলা নয় হঠাৎ মনে পড়ল অনেকদিন দেখা হয়না তাই ভাবলাম একটু খোজ নিই কেমন আছো?
আর কেমন?আপনাকে বলেছিলাম আমার কয়েকটা ছেলের ব্যাপারে–আপনি কোনো খবরই দিলেন না।
আসলে কি জানো ভাই লেখাপড়া জানলে অসুবিধে হতনা।
ছাড়ুন তো ফালতু কথা।আমি কি বলেছি অফসারের চাকরি দিন?ভজা মেট্রিক পাশ।
রাগ কোরনা আমি দেখছি–আচ্ছা সিকিউরিটি গার্ডের চাকরি চলবে?
যে কোন কাজ দাদা খুব ভাল হয়।
তোমার নেতা শান্তিবাবুকে বলো না।
উষ্ণ কণ্ঠে বাবুলাল বলল,আমার কোনো নেতা নেই।তারপর কি ভেবে জিজ্ঞেস করল, হঠাৎ ওর কথা বললেন কেন?
তোমাকে আগে শান্তিদার সঙ্গে দেখেছি তাই বললাম।
বাবুলাল একটু ভেবে বলল,আমার বস বলেছে মানুষ ভুল করে আবার ভুল শুধারতে ভি পারে। ছাড়ুন ওসব কথা,আপনি কি পারবেন সেইটা বলুন।
বললাম তো দেখছি অত রাগ করলে চলে?
অনেকদিন পর ফোন করলেন ভাল লাগল।যা বলেছি একটু দেখবেন। রাখছি?
ভজা বলল,গুরু এই শালা চাকরি-ফাকরি আমাদের পোষাবে?
ত্রিদিবেশ বাবু ফোণ রেখে মাথা নাড়ে।এখন শান্তিবাবুর সঙ্গে নেই বাবুলাল।কে এক বসের কথা বলল বোঝা গেলনা।বাবুলালের সঙ্গে যোগাযোগ রাখতে হবে ছেলেটার হিম্মত আছে। ভজারা গভীর ভাবনায় ডুবে যায়।গুরু কেমন চেঞ্জ হয়ে যাচ্ছে।সবার দিকে তাকিয়ে বাবুলাল হেসে বলল,তোরা আমাকে ছেড়ে গেলেও তোদের ছেড়ে গুরু কোনদিন যাবে না।কথাটা ইয়াদ রাখবি।
পরিবেশ মুহূর্তে কেমন বিষণ্ণ হয়ে গেল।বসের জন্য এসব হচ্ছে।কোথায় শালা ঘাপ্টি মেরে বসে আছে গুরুর মনটা তাই বেচাইন।