01-06-2020, 01:05 PM
"ঈশ্বর মুক্ত অঙ্গনে জীব জগৎ সৃষ্টি করেছিল।গাছে গাছে ফল নদীতে জল আকাশ ভরা বাতাস।কিন্তু মানুষ দেওয়াল তুলে নিজেই নিজেকে সংকীর্ণতায় আবদ্ধ করল।আকাশ ঢেকে মাথার উপর বানালো ছাদ।ঈশ্বর প্রমাদ গনল, একী মানুষ মুক্ত দুনিয়া হতে নিজেই নিজেকে বিচ্ছিন্ন কোরে ফেলছে!তখন মানুষকে দিল মন।যাতে মনের সওয়ারী হয়ে বহির্বিশ্বের সঙ্গে সম্পর্ক রাখতে পারে।"