28-05-2020, 12:56 PM
এই লক ডাউন কারো জন্য অফুরন্ত সময় এবং সুযোগ করে দিয়েছে আবার আমার মতো কিছু মানুষ এর জন্য প্রাইভেসি কে নির্বাসনে পাঠিয়েছে । যাই হোক আজ থেকে একটু নিস্তার লাভ করলাম । শনিবার থেকে পুরোপুরি নিস্তার লাভ করবো আশা রাখি । অনেক কমেন্ট পরেছে দেখলাম । আসল কথায় আসি
যেখান থেকে আমি কপি পেস্ট করতাম সেখানে লেখা বন্ধ হয়ে গিয়েছিলো বলে আমি আর গল্পের আপডেট দিতে পারিনি, কথা একশো ভাগ সত্যি এক রত্তি মিথ্যা নেই এতে । যেখান থেকে আমি কপি পেস্ট করি সেখানকার ঠিকানা হচ্ছে আমার ভাগের নোট বুক এর D drive এ stimpank নামক folder এর ভিতরে bin নামক আর একটি folder এর ভিতর অপুর কথা নামক একটি word document আছে । ওই খান থেকেই আমি কপি করে এখানে পেস্ট করি । কিন্তু ঠিকানা দিয়েও লাভ হবে না কারন এখানে যতটুকু আছে সেখানে এর চেয়ে অল্প একটু বেশি আছে সুধু । তবে সুখের সংবাদ ( অন্তত আমার জন্য, অন্যদের কথা জানি না কারন এতো বিরতির পর গল্পটি পড়ার আগ্রহ আছে কিনা কারো সে ব্যাপারে আমার ব্যাপক সন্দেহ রয়েছে) হলো সেখানে আবার লেখা শুরু হয়েছে আমি আবার কপি পেস্ট করতে পারবো। যদি কেউ আগ্রহ বোধ করেন তবে শনিবার একটা ঢু মেরে যাবেন ।
কারো কমেন্ট এ আমি দুঃখ পাইনি , সুধু মাত্র আমার উপস্থিতি জাননো টা একটু ফানি করার জন্য এমনটি লেখা কেউ মনে দুঃখ পাবেন না ।
যেখান থেকে আমি কপি পেস্ট করতাম সেখানে লেখা বন্ধ হয়ে গিয়েছিলো বলে আমি আর গল্পের আপডেট দিতে পারিনি, কথা একশো ভাগ সত্যি এক রত্তি মিথ্যা নেই এতে । যেখান থেকে আমি কপি পেস্ট করি সেখানকার ঠিকানা হচ্ছে আমার ভাগের নোট বুক এর D drive এ stimpank নামক folder এর ভিতরে bin নামক আর একটি folder এর ভিতর অপুর কথা নামক একটি word document আছে । ওই খান থেকেই আমি কপি করে এখানে পেস্ট করি । কিন্তু ঠিকানা দিয়েও লাভ হবে না কারন এখানে যতটুকু আছে সেখানে এর চেয়ে অল্প একটু বেশি আছে সুধু । তবে সুখের সংবাদ ( অন্তত আমার জন্য, অন্যদের কথা জানি না কারন এতো বিরতির পর গল্পটি পড়ার আগ্রহ আছে কিনা কারো সে ব্যাপারে আমার ব্যাপক সন্দেহ রয়েছে) হলো সেখানে আবার লেখা শুরু হয়েছে আমি আবার কপি পেস্ট করতে পারবো। যদি কেউ আগ্রহ বোধ করেন তবে শনিবার একটা ঢু মেরে যাবেন ।
কারো কমেন্ট এ আমি দুঃখ পাইনি , সুধু মাত্র আমার উপস্থিতি জাননো টা একটু ফানি করার জন্য এমনটি লেখা কেউ মনে দুঃখ পাবেন না ।