27-05-2020, 11:29 PM
দাদা আপনার আপডেট গুলো যথেষ্ট দীর্ঘ কিন্তু কেন যেন সবচেয়ে ছোট মনে হয়।প্রতিবারই আপডেট এর প্রত্যাশা যেন অসীমে চলে যায় মনে হয় যেন গল্পের এই মূহুর্তগুলো শেষ না হয়। আর ঐশি ইজ লাভ।কত সহজ সরল নিষ্পাপ এক চরিত্র ফুটিয়ে তুলেছেন আর সৌমিত্রের কথা বলতে গেলে বলত্র হয় একজন আদর্শবান পুরুষ।বুঝাই যাচ্ছে সোমিত্রের ঐশির প্রতি বাইরের রূঢ় আবরণ টা ধীরে ধীরে ভাঙ্গতে চলেছে কিন্তু অন্যদিকেন মনের সাথে যুদ্ধ অনন্যার জন্য।সব মিলিয়ে গল্পটা জমে খিড়।