27-05-2020, 10:51 PM
প্রতিবার যখন অসভ্য শব্দটা পড়ি অন্যরকম এক অনূভুতির সৃষ্টি হয়।যৌনতার দৃশ্যে এই শব্দটি গল্পটাকে বাস্তবিক এবং অনন্যমাত্রায় নিয়ে গেছে। বর্তমান লেখকদের মাঝে আপনার যৌনতার দৃশ্য আমার কাছে সেরা মনে হয়েছে। একেক লেখকের বৈশিষ্ট্য যেমন একেক রকম একেক লেখকের গুণ ও বোধ হয় একেক রকম। আপনার কাছে একটা অনুরোধ রয়েছে কলেজ জীবন এবং একজোড়া কপোত-কপোতী নিয়ে একটা রোমান্টিক গল্প লিখুন দাদা।এই গল্প শেষ হওয়ার পর।যদি লিখেন কৃতজ্ঞ হব।লেখা না লেখা আপনার ব্যাপার।ধন্যবাদ আপডেট টা ছোট হলেও খুব ভাল লেগেছে।