26-05-2020, 07:34 PM
(This post was last modified: 26-05-2020, 07:56 PM by kumdev. Edited 1 time in total. Edited 1 time in total.)
ভোর হতেই শেফালী বুচিকে খাইয়ে বেরিয়ে পড়ে।সবাই বলে সকাল সকাল যেতে তাকে পাঁচ বাড়ী কাজ সারতে হয়।যেতে যেতে তে-রাস্তার মোড়ে একটা আম গাছের নীচে এসে থমকে দাঁড়িয়ে উপরে কি যেন দেখতে থাকে।
--এ্যাই স্যাফালি দাঁড়িয়ে আছিস কাজে যাবিনা?
শেফালী দেখল তাদের বস্তির গীতাদি।উৎসাহিত হয়ে বলল,দ্যাখো দ্যাখো।গাছের মগডালের দিকে দৃষ্টী আকর্ষণ করে।গীতা তাকিয়ে দেখল গাছের ডালে একটা কাকের বাসা।সদ্য ডিমফোটা কয়েকটা বাচ্চা নিজেদের মধ্যে খেলা করছে।শেফালীর দিকে তাকিয়ে এমন ভাব করে গীতা কাকের বাচ্চার দেখার কি আছে।শেফালী বলল,গিতাদি দ্যাখো ঐটা কোকিলের ছা।
গীতা ভাল করে দেখে তারও মনে হল একটা বাচ্চা অন্য রকম।
--চল কাজে চল এইসব দেখলি হবে।
শেফালী অলতে চলতে বলে,আহা বেচারির মা নেই কাকের সংসারে বড় হচ্ছে।