25-05-2020, 02:20 AM
না, আপুকে আর দেখা হলো না। সেয়ানা হাবিবের উপর খুব রাগ হলো আমাদের। হাবিবদের পাড়ায় জাফরদের বাসা। অতাই পরবর্তী গন্তব্যস্থল। জাফরদের বাসায় কেউ নেই। শুধু জাফরের আম্মা। জাফরের আব্বা মারা গেছেন ২ বছর হল - রোড এক্সিডেন্টে। জাফর না থাকায় ইদে খালাম্মার খোঁজ নেওয়া অনেকটা দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে। আমাদের দেখে যেন তিনি নিজের ছেলেকে কাছে পেলেন। তিনি আজ কাওকেই অতিথি হিসেবে আশা ক্রেন নি। আর তাই হয়ত তার পড়নে সাদা সুতি শাড়ি। পোশাকে কোনো উৎসব উৎসব ভাব নেই কিন্তু দুটো বিষয় সবার দৃষ্টি আকর্ষণ করেছে।