24-05-2020, 04:36 AM
(23-05-2020, 10:14 AM)Isiift Wrote: অসাধারণ লাগছে আপনার গল্প এই প্রথম পড়ছি।খুব সুন্দর বর্ণনা।তবে একটা প্রশ্ন ছিল আপনি একটা গল্প অসমাপ্ত রেখেছিলেন ওই গল্প টা অসমাপ্তই থাকবে? ওই স্টোরি টা ভাল লেগেছিল তাই জিজ্ঞেস করলাম।আশা করি এটা সমাপ্ত হলে ওই গল্পটারও একটা ব্যবস্থা করবেন।আর আপনার গল্পগুলো পড়ে গসিপ এর এক গুনী লেখক রনক দাদার কথা মনে পড়ছে।
অনেক ধন্যবাদ। আমার আগের "গল্পের মত বাস্তব" গল্পটাও পড়বেন। আশা করি ভালো লাগবে। আর অবশ্যই জানাবেন কেমন লাগলো। আর অসমাপ্ত গল্পটা শেষ করবো তবে মাথায় নতুন কিছু চিন্তা ভাবনা রয়েছে। তাই ওটা আপাততঃ বন্ধ রেখেছি। তবে সুযোগ পেলে অবশ্যই চেষ্টা করবো শেষ করার। আর আমি নিজেই রনক দার লেখনীর খুব বড় ভক্ত। তাই আপনার কথায় নিজেকে স্বার্থক মনে হচ্ছে।

