21-05-2020, 12:09 PM
(18-05-2020, 05:29 PM)Damphu-77 Wrote: দাদা কিছু মনে করবেন না। আমি সচরাচর কাউকে দুঃখ দিতে চাই না। লেখক দাদার যবে ইচ্ছা আপডেট দিন কারন গল্পটা তার, আর গল্পটা এই সাইটের অন্যতম সেরা গল্প কিন্তু উনি যখন লেখেন আপডেট coming soon তখন ভয় লাগে কারন উনি প্রথম coming soon লেখার তিন মাস পরে সেদিন আবার লিখলেন coming soon। এবার কতদিন পরে আপডেট দিবেন না আবার coming soon লিখবেন সেটাই ভাবছি।
ভাই, কামিং সুন লিখে গল্প লিখলাম না কবে? মাঝখানে একবার পর্ব দিব বলেও দিতে পারি নি। চাকরি নিয়ে সমস্যায় পড়ে গিয়েছিলাম সেটা তখন জানিয়েওছি। আর এইবার গল্প কামিং সুন সেটা তো বলি নি। এপ্রিলের আট তারিখ বলেছি এখন গল্প লেখার মত সময় বা মুড দুটার কোনটাই নেই। সব ঠিক হলে আবার লিখব। তাই দয়া করে যেটা বলি নি সেটা আমার ঘাড়ে চাপাবেন না।