21-05-2020, 02:24 AM
প্রায় মিনিট পনেরো পরে বাবা আর সন্দীপ দা ফিরে এলো। বাবা এসেই মাকে বলল আরেক রাউন্ড চা করতে। দুজনেই চেয়ার টেনে বসে পড়লো। দুজনের মুখই বেশ খুশি খুশি। বাবাই কথা শুরু করলো, "বুঝলে, সন্দীপের বেশ পছন্দই হয়েছে। পাপিয়ার সাথেও ওর কথা হয়ে গেছে। চার পাঁচ দিনের মধ্যেই ওরা শিফ্ট করবে।" মাকে দেখলাম, প্লেটে করে কয়েকটা মিষ্টি নিয়ে এলো। বিকাশ দা ওখান থেকেও তুলে খেতে শুরু করলো। আমরা সবাই বিকাশ দার কাণ্ড দেখে আবার হেঁসে উঠলাম। মা বললো, "হ্যাঁগো, পাপিয়া তো দেখলো না। ওর পছন্দ, অপছন্দের তো একটা ব্যাপার আছে।" সন্দীপ দা বললো, "কাকীমা, আপনি কিছু চিন্তা করবেন না। ও বলেই দিয়েছে, আমার পছন্দ হলে ওর ও পছন্দ হবে। তাই কোনো সমস্যাই নেই।" মা বললো, "যাক ভালোই হলো, আরেকটা ভালো ফ্যামিলি আসছে তাহলে।" সন্দীপ দা বলে উঠলো, "কাকু, অ্যাডভান্সটা নিয়ে নিন।" বলেই পকেট থেকে মানিব্যাগটা বার করলো। বাবা বললো, "দেখো সন্দীপ, আমি দশ হাজার ভাড়া নিই। কিন্তু, তোমাকে বেশ ভালো লেগেছে। তাছাড়া বিকাশের বন্ধু তুমি। তাই আট হাজার দিও। আমি সাধারণত যেদিন ফাইনাল করি সেদিনই নিয়ে নিই। কিন্তু তুমি শিফ্ট করার পরে সময় করে দিয়ো। কোনো অসুবিধে নেই আমার।" সন্দীপ দা বেশ খুশিই হলো বুঝতে পারলাম। মানিব্যাগটা আবার রেখে দিল। এর মধ্যে মা আরেক রাউন্ড চা নিয়ে হাজির। আমরা সবাই চা খেলাম। বাবা বাজারে বেরোবে। আর সন্দীপ দা, বিকাশ দাও আমাদের সবার থেকে বিদায় নিল।
ওরা বেরিয়ে যাওয়ার পর মা বাবাকে জিজ্ঞেস করলো, "কি বুঝলে? কেমন হবে?" বাবা বললো, "ভালোই হবে। জীবনে কম মানুষের সাথে তো আর মিশলাম না। বুঝতে পেরেছি ঠিকই আছে। কোনো অসুবিধে হবে না।" বাবা বাজারে বেরিয়ে গেলো। আজ রবিবার, একটু আধটু স্পেশাল মেনু হতেই হবে। মা আর বোন ডাইনিং এই বসে থাকলো। নিজেদের মধ্যে কি নিয়ে যেন কথা শুরু করলো। ওসবে আমি মাথা ঘামাই না। আমি উঠে চললাম নিজের ঘরে, দোতলায়। সিঁড়ি দিয়ে উঠে প্রথমেই পড়ে বোনের রুম। তারপর আমার। বোনের রুমের সামনে দিয়ে যাওয়ার সময় কি যেনো মনে করে হঠাৎ দাঁড়িয়ে গেলাম। বোনের বিছানার ওপরে বালিশের নিচে ওটা কি রাখা! যেনো কোনো কিছু লুকিয়ে রাখা হয়েছে, কিন্তু ঠিক ভাবে লুকোতে না পারায় একটু উঁকি দিচ্ছে। কৌতূহল দমন করতে পারলাম না। এগিয়ে গেলাম ওই দিকে।