18-05-2020, 10:10 PM
।।১৩।।
এত টেনশন হচ্ছে,একটা সিগারেট ধরায় দীপা।সন্ধ্যে বেলা আসবে,কটার সময় জিজ্ঞেস করা হয়নি।এমন নার্ভাস লাগছিল জিজ্ঞেস করবে কি, ভাল করে কথা বলতেই পারছিল না।মিতুর কথা মনে পড়ে দেখা হয়নি কতকাল।এতদিনে নিশ্চয়ই মাধ্যমিক পাস করে কলেজে পড়ছে।বাপি মাম্মি কেমন আছে কে জানে।তাদের মনে পড়ে কি দীপার কথা?চোখের পাতা ভিজে যায়।জানলা দিয়ে সিগারেটের টুকরো ফেলতে গিয়ে দেখলো সূর্য অস্ত গেছে।ঘন মেঘে ঢেকেছে আকাশ। দীপার মুখটা ম্লান হয়ে গেল।বিদ্যুৎ চমকাচ্ছে।এখন জুলাই মাস।কে যেন এক ফুয়ে আশার বাতিটা নিভিয়ে দিল এক নিমেষে।জানলাটা বন্ধ করে এসে উদাস মন হারিয়ে যায় অতীতে।ছোট বেলায় পড়া একটা কবিতার লাইন মনে এল,'নীল নব ঘন আষাঢ় গগনে তিল ঠাই আর নাই রে/ওগো আজ তোরা যাসনে,যাসনে ঘরের বাহিরে।'ঝমঝমিয়ে নামল বৃষ্টি।এই বাদলে আর কোন আশা নেই।ম্লান হাসি ফোটে ঠোটের ফাকে।একবার ফোন করে দেখবে নাকি?একটা সিগারেট ধরায় নেহাৎ অবহেলায়।অভাগা যেদিকে চায় সাগর শুকায়ে যায়।ভাল কিছু আশা করেনা,যতদিন বাঁচবে টেনে নিয়ে যেতে হবে এই জীবন।কে যেন দরজায় নক করছে?নাকি হাওয়ার দাপট?
কান খাড়া করে সজাগ হয় দীপা।তাড়াতাড়ি সিগারেট নিভিয়ে দরজার কাছে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করে,কে-এ-এ?
--দীপু আমি,দরজা খোলো।
কড় কড় করে কোথাও বাজ পড়ার শব্দ হল।বুকের ভিতর ধড়াস করে ওঠে।হৃৎস্পন্দন বন্ধ হয় আর কি।দরজা খুলতেই হুড়মুড়িয়ে ঢোকে নীল।জিন্সের প্যাণ্ট ব্লাক টি-শার্ট,ভিজে জবজব।খোলা দরজা পেয়ে এক ঝলক দমকা হাওয়া অন্ধকারে ঝাপিয়ে পড়ে ঘরে।দ্রুত দরজা বন্ধ করে নীলের দিকে তাকিয়ে বলে, ইস ভিজে একসা!একটা ছাতা নিয়ে বেরোতে পারোনি?
--কি করে জানবো,বেরোবার সময় আকাশ ছিল পরিস্কার।
--নাও জামাটা খোল।দীপা একেবারে কাছ ঘেষে নীলের জামা খুলতে যায়।একটা সুন্দর গন্ধ পায় নীল।
দীপার সামনে খালি গা হতে হবে ভেবে লজ্জায় কুকড়ে গিয়ে নীল বলে,না-না ঠিক আছে।ব্যস্ত হতে হবে না,এমনি শুকিয়ে যাবে।
সেই শান্ত লাজুক স্বভাব আমোদিত করে দীপুকে।তাকেই সব করতে হবে, অপেক্ষা করে ভুল করেছে।
--না ঠিক নেই।দীপা একরকম জোর করে জামা টেনে খুলে ফেলে।
নীল মাথা নীচু করে খালি গায়ে সঙ্কুচিত হয়ে বসে থকে।একটা তোয়ালে এনে দীপা ঘষে ঘষে নীলের মাথা মুছে দেয়।এখানেই থামল না,একটা শাড়ি এনে নীলকে বলল,এটা পরে প্যাণ্টটা খুলে দাও।
এই বাদলাতেও নীলের কপালে ঘাম দেখা দিল।নীল শাড়িটা হাতে নিয়ে বসে থাকে।
--কি হল বসে রইলে?আমি কি প্যাণ্টটাও খুলে দেব?
--না-না আমি খুলছি।নীল চমকে উঠে বলে।
--তুমি যে কি করে পুলিশে ঢুকলে?ক্যবলাকান্ত কোথাকার।নীলের চুল ঘেটে দিয়ে বলে দীপা।
--তুমি একটু অন্যঘরে যাবে?নীল আকুলভাবে বলে।
দীপার ওষ্ঠাধরে হাসি ঝিলিক দিয়ে গেল বলল, কেন আমার সামনে লজ্জা? আচমকা নীলকে জড়িয়ে ধরে বিছানায় চিত করে ফেলে বুকে উপর উঠে নীলের ঠোটে ঠোট চেপ ধরে।
আষ্টেপিষ্ঠে জড়িয়ে ধরে যেন তৃষিত মরু আজন্ম তৃষ্ণা মেটাতে আকুল।শেষ রস কণিকা শুষে নিতে চায়।নীল কিছুটা হতচকিত নির্বাক দৃষ্টি মেলে তাকিয়ে থাকে দীপার দিকে কিন্তু বাঁধা দেয় না। একটা সময় সম্বিত ফিরতে দীপা উঠে বসল, লজ্জানত দৃষ্টি ওষ্ঠাধরে হাসি ঝিলিক বেশবাস ঠিক করে বলল,আচ্ছা আমি তোমার জন্য চা করে আনছি।তুমি প্যাণ্ট বদলাও।
দীপা চলে যেতে শাড়িটা লুঙ্গির মত করে পরে নীল।বেশ দামী শাড়ি,হালকা যেন মনে হচ্ছে কিছুই পরেনি।সোফায় জড়োসড়ো হয়ে বসে থাকল।একটা ট্রে-তে দু-কাপ চা নিয়ে ঢুকল দীপা,একটু ঝুকে থাকায় জামার ফাক দিয়ে পুরুষ্ট স্তনযুগল দেখা যাচ্ছে। বেশ সুন্দর লাগছে দীপাকে।ফর্সা রঙ যা পরে তাতেই মানায়।বাইরে বৃষ্টির শব্দ,নিঝুম পরিবেশ। চায়ের ট্রে নামিয়ে পাশে বসল দীপা।নীল চায়ের কাপ নিয়ে চুমুক দেয়।
--আচ্ছা নীল,বাপি মাম্মি আমার কথা বলে না? মিতু বোধহয় তার দিদিভাইকে ভুলে গেছে তাই না?
অপ্রস্তুত বোধ করে নীল,চোখ তুলে দীপার দিকে তাকাতে বুঝতে পারে দীপার চোখে বিপুল আগ্রহ।মৃদু স্বরে বলে,ও পাড়ায় যাওয়া হয় না বহুকাল।আমি এখন এসপির বাংলোয় থাকি।শিবেন বলছিল মিতু ডাক্তারি পড়ছে।
হতাশ স্বরে দীপা বলে,তাইতো আমিও কি বোকা দেখো,তোমার তো বাংলো পাবারই কথা।মাসীমাও নিশ্চয়ই তোমার সঙ্গে ---।
-- মা আমি আর মার এক ছেলে---।
--আর এক ছেলে?অবাক হয়ে তাকায় দীপা।
--আনোয়ার হোসেন দিলু।যখন ট্রেনিং-এ ছিলাম দিলুই তো মার দেখাশোনা করতো।বেটা এখন মার নয়নের মনি।আম্মু বলতে দিলু অজ্ঞান।আমি বলেছি শোনেনি কিন্তু দিলু মার কাজ করা বন্ধ করেছে।মা এখন আর লোকের বাড়ি কাজ করেনা।
--আনোয়ার হোসেন--মানে '.? মাসীমা জানে?
নীল হেসে বলে,মা কি বলে জানো?জাত ধর্ম আমাদের অনেক কিছু বদলে দিলেও স্নেহ প্রেম ভালবাসা মায়া ভক্তির গায়ে আঁচড়টি কাটতে পারেনি।সব কালে সব দেশে তা একই রয়ে গেছে।
--তোমার মার সঙ্গে আলাপ নেই,ভীষণ ইচ্ছে করছে মাসীমাকে একবার দেখতে।
চা পান পর্ব শেষ।নীল এখন অনেকটা সহজ,আগের মত আড়ষ্টভাব নেই।দীপার হাত নীলের কোলে। পাশে বসা দীপার দিকে তাকিয়ে জিজ্ঞেস করে,তোমার কি জানার আছে বলছিলে তা কি জানা হয়েছে?
আশপাশে কোথাও প্রচণ্ড শব্দে বাজ পড়ে,চমকে জড়িয়ে ধরে নীলকে।দীপার নরম বুকের স্পর্শ নীলের বুকে, নীল বুঝতে পারছে বুকের উপর থর থর করে কাপছে দীপা।নীলের ভাল লাগে হাতটা দীপার পিঠে রাখে।দীপা কাধ থেকে মুখ তুলে নীলের দিকে তাকিয়ে বলল, উফ কি ভয় পেয়ে গেছিলাম।তারপর জিজ্ঞেস করল,তুমি কি জিজ্ঞেস করছিলে?
--আমি? হ্যা জিজ্ঞেস করছিলাম তোমার কি জানার ছিল জানা হয়েছে?
দীপার ঠোটের কোলে হাসি ঝলকে ওঠে।কি আর জানার আছে,একান্তে কথা বলার ইচ্ছে হয়েছিল তাই।আবার মনে হয় কত কি তো জানতে ইচ্ছে হয়,এখন সেসব জেনে কিইবা লাভ? তারপর ধীরে ধীরে দীপা জিজ্ঞেস করে,তুমি এখনো বিয়ে করোনি? করবে না?
জানলা খুলে জলের ছাট এসে পড়ে।দীপা দ্রুত উঠে জানলা বন্ধ করতে গেল। উফস যেন শব ভেঙ্গে চুরে তছনছ করে দেবে।আকাশ কাপিয়ে কড় কড় শব্দে বজ্র নির্ঘোষ।আঁচল খসে গেছে দীপার সুডৌল ভারী নিতম্ব,মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে।
দীপাকে তাকিয়ে দেখতে দেখতে ভাবে আরও সুন্দর হয়েছে দেখতে।একহাতে পাল্লা চেপে ছিটকানি দেবার চেষ্টা করে কিন্তু সামলাতে পারেনা।নীল উঠে গিয়ে জানলা চেপে বন্ধ করে দিল।দীপার শরীর নীলের বুকে সেটে আছে।নীল ফিরে এসে আবার সোফায় বসে।দীপা পাশে এসে জিজ্ঞেস করে,কই বললে নাতো?
একবার মনে হল বলে বিয়ে করেছে,কি প্রতিক্রিয়া হয় দীপার দেখতে ইচ্ছে করে। পরক্ষনে মনে হয় না অনেক কষ্ট পেয়েছে মেয়েটা,নীল তাকিয়ে দেখে দীপার উদ্গ্রীব দৃষ্টি হেসে বলে, তোমাকে তো বললাম বাংলোয় আমরা তিন জন থাকি।তুমি কি জিজ্ঞেস করবে বলেছিলে?
--আরেকবার চা খাও এই ওয়েদারে ভাল লাগবে।
দীপা চা করতে চলে গেল।
চায়ের জল ফুটছে দীপা দাঁড়িয়ে মনের মধ্যে এলোমেলো চিন্তা।অনেক কথা জিজ্ঞেস করতে ইচ্ছে হচ্ছে।বকুল তলায় কেন দাঁড়িয়ে থাকতো আবার মনে হল যখন জিজ্ঞেস করার তখন করেনি আজ সেসব তুলে কি লাভ।মনে হচ্ছে বৃষ্টি ধরে আসছে।চাএর পাতা ভিজিয়ে দিল।প্যান বসিয়ে ডিম ভাজলো সেই সঙ্গে মাইক্রোভেনে কয়েকপিস রুটী সেকে।কখন বেরিয়েছে খালি চা দেবে।একা একা কি ভাবছে নীল।তার সম্পর্কে কোনো কিছু জানার আগ্রহ কি নেই?
এত টেনশন হচ্ছে,একটা সিগারেট ধরায় দীপা।সন্ধ্যে বেলা আসবে,কটার সময় জিজ্ঞেস করা হয়নি।এমন নার্ভাস লাগছিল জিজ্ঞেস করবে কি, ভাল করে কথা বলতেই পারছিল না।মিতুর কথা মনে পড়ে দেখা হয়নি কতকাল।এতদিনে নিশ্চয়ই মাধ্যমিক পাস করে কলেজে পড়ছে।বাপি মাম্মি কেমন আছে কে জানে।তাদের মনে পড়ে কি দীপার কথা?চোখের পাতা ভিজে যায়।জানলা দিয়ে সিগারেটের টুকরো ফেলতে গিয়ে দেখলো সূর্য অস্ত গেছে।ঘন মেঘে ঢেকেছে আকাশ। দীপার মুখটা ম্লান হয়ে গেল।বিদ্যুৎ চমকাচ্ছে।এখন জুলাই মাস।কে যেন এক ফুয়ে আশার বাতিটা নিভিয়ে দিল এক নিমেষে।জানলাটা বন্ধ করে এসে উদাস মন হারিয়ে যায় অতীতে।ছোট বেলায় পড়া একটা কবিতার লাইন মনে এল,'নীল নব ঘন আষাঢ় গগনে তিল ঠাই আর নাই রে/ওগো আজ তোরা যাসনে,যাসনে ঘরের বাহিরে।'ঝমঝমিয়ে নামল বৃষ্টি।এই বাদলে আর কোন আশা নেই।ম্লান হাসি ফোটে ঠোটের ফাকে।একবার ফোন করে দেখবে নাকি?একটা সিগারেট ধরায় নেহাৎ অবহেলায়।অভাগা যেদিকে চায় সাগর শুকায়ে যায়।ভাল কিছু আশা করেনা,যতদিন বাঁচবে টেনে নিয়ে যেতে হবে এই জীবন।কে যেন দরজায় নক করছে?নাকি হাওয়ার দাপট?
কান খাড়া করে সজাগ হয় দীপা।তাড়াতাড়ি সিগারেট নিভিয়ে দরজার কাছে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করে,কে-এ-এ?
--দীপু আমি,দরজা খোলো।
কড় কড় করে কোথাও বাজ পড়ার শব্দ হল।বুকের ভিতর ধড়াস করে ওঠে।হৃৎস্পন্দন বন্ধ হয় আর কি।দরজা খুলতেই হুড়মুড়িয়ে ঢোকে নীল।জিন্সের প্যাণ্ট ব্লাক টি-শার্ট,ভিজে জবজব।খোলা দরজা পেয়ে এক ঝলক দমকা হাওয়া অন্ধকারে ঝাপিয়ে পড়ে ঘরে।দ্রুত দরজা বন্ধ করে নীলের দিকে তাকিয়ে বলে, ইস ভিজে একসা!একটা ছাতা নিয়ে বেরোতে পারোনি?
--কি করে জানবো,বেরোবার সময় আকাশ ছিল পরিস্কার।
--নাও জামাটা খোল।দীপা একেবারে কাছ ঘেষে নীলের জামা খুলতে যায়।একটা সুন্দর গন্ধ পায় নীল।
দীপার সামনে খালি গা হতে হবে ভেবে লজ্জায় কুকড়ে গিয়ে নীল বলে,না-না ঠিক আছে।ব্যস্ত হতে হবে না,এমনি শুকিয়ে যাবে।
সেই শান্ত লাজুক স্বভাব আমোদিত করে দীপুকে।তাকেই সব করতে হবে, অপেক্ষা করে ভুল করেছে।
--না ঠিক নেই।দীপা একরকম জোর করে জামা টেনে খুলে ফেলে।
নীল মাথা নীচু করে খালি গায়ে সঙ্কুচিত হয়ে বসে থকে।একটা তোয়ালে এনে দীপা ঘষে ঘষে নীলের মাথা মুছে দেয়।এখানেই থামল না,একটা শাড়ি এনে নীলকে বলল,এটা পরে প্যাণ্টটা খুলে দাও।
এই বাদলাতেও নীলের কপালে ঘাম দেখা দিল।নীল শাড়িটা হাতে নিয়ে বসে থাকে।
--কি হল বসে রইলে?আমি কি প্যাণ্টটাও খুলে দেব?
--না-না আমি খুলছি।নীল চমকে উঠে বলে।
--তুমি যে কি করে পুলিশে ঢুকলে?ক্যবলাকান্ত কোথাকার।নীলের চুল ঘেটে দিয়ে বলে দীপা।
--তুমি একটু অন্যঘরে যাবে?নীল আকুলভাবে বলে।
দীপার ওষ্ঠাধরে হাসি ঝিলিক দিয়ে গেল বলল, কেন আমার সামনে লজ্জা? আচমকা নীলকে জড়িয়ে ধরে বিছানায় চিত করে ফেলে বুকে উপর উঠে নীলের ঠোটে ঠোট চেপ ধরে।
আষ্টেপিষ্ঠে জড়িয়ে ধরে যেন তৃষিত মরু আজন্ম তৃষ্ণা মেটাতে আকুল।শেষ রস কণিকা শুষে নিতে চায়।নীল কিছুটা হতচকিত নির্বাক দৃষ্টি মেলে তাকিয়ে থাকে দীপার দিকে কিন্তু বাঁধা দেয় না। একটা সময় সম্বিত ফিরতে দীপা উঠে বসল, লজ্জানত দৃষ্টি ওষ্ঠাধরে হাসি ঝিলিক বেশবাস ঠিক করে বলল,আচ্ছা আমি তোমার জন্য চা করে আনছি।তুমি প্যাণ্ট বদলাও।
দীপা চলে যেতে শাড়িটা লুঙ্গির মত করে পরে নীল।বেশ দামী শাড়ি,হালকা যেন মনে হচ্ছে কিছুই পরেনি।সোফায় জড়োসড়ো হয়ে বসে থাকল।একটা ট্রে-তে দু-কাপ চা নিয়ে ঢুকল দীপা,একটু ঝুকে থাকায় জামার ফাক দিয়ে পুরুষ্ট স্তনযুগল দেখা যাচ্ছে। বেশ সুন্দর লাগছে দীপাকে।ফর্সা রঙ যা পরে তাতেই মানায়।বাইরে বৃষ্টির শব্দ,নিঝুম পরিবেশ। চায়ের ট্রে নামিয়ে পাশে বসল দীপা।নীল চায়ের কাপ নিয়ে চুমুক দেয়।
--আচ্ছা নীল,বাপি মাম্মি আমার কথা বলে না? মিতু বোধহয় তার দিদিভাইকে ভুলে গেছে তাই না?
অপ্রস্তুত বোধ করে নীল,চোখ তুলে দীপার দিকে তাকাতে বুঝতে পারে দীপার চোখে বিপুল আগ্রহ।মৃদু স্বরে বলে,ও পাড়ায় যাওয়া হয় না বহুকাল।আমি এখন এসপির বাংলোয় থাকি।শিবেন বলছিল মিতু ডাক্তারি পড়ছে।
হতাশ স্বরে দীপা বলে,তাইতো আমিও কি বোকা দেখো,তোমার তো বাংলো পাবারই কথা।মাসীমাও নিশ্চয়ই তোমার সঙ্গে ---।
-- মা আমি আর মার এক ছেলে---।
--আর এক ছেলে?অবাক হয়ে তাকায় দীপা।
--আনোয়ার হোসেন দিলু।যখন ট্রেনিং-এ ছিলাম দিলুই তো মার দেখাশোনা করতো।বেটা এখন মার নয়নের মনি।আম্মু বলতে দিলু অজ্ঞান।আমি বলেছি শোনেনি কিন্তু দিলু মার কাজ করা বন্ধ করেছে।মা এখন আর লোকের বাড়ি কাজ করেনা।
--আনোয়ার হোসেন--মানে '.? মাসীমা জানে?
নীল হেসে বলে,মা কি বলে জানো?জাত ধর্ম আমাদের অনেক কিছু বদলে দিলেও স্নেহ প্রেম ভালবাসা মায়া ভক্তির গায়ে আঁচড়টি কাটতে পারেনি।সব কালে সব দেশে তা একই রয়ে গেছে।
--তোমার মার সঙ্গে আলাপ নেই,ভীষণ ইচ্ছে করছে মাসীমাকে একবার দেখতে।
চা পান পর্ব শেষ।নীল এখন অনেকটা সহজ,আগের মত আড়ষ্টভাব নেই।দীপার হাত নীলের কোলে। পাশে বসা দীপার দিকে তাকিয়ে জিজ্ঞেস করে,তোমার কি জানার আছে বলছিলে তা কি জানা হয়েছে?
আশপাশে কোথাও প্রচণ্ড শব্দে বাজ পড়ে,চমকে জড়িয়ে ধরে নীলকে।দীপার নরম বুকের স্পর্শ নীলের বুকে, নীল বুঝতে পারছে বুকের উপর থর থর করে কাপছে দীপা।নীলের ভাল লাগে হাতটা দীপার পিঠে রাখে।দীপা কাধ থেকে মুখ তুলে নীলের দিকে তাকিয়ে বলল, উফ কি ভয় পেয়ে গেছিলাম।তারপর জিজ্ঞেস করল,তুমি কি জিজ্ঞেস করছিলে?
--আমি? হ্যা জিজ্ঞেস করছিলাম তোমার কি জানার ছিল জানা হয়েছে?
দীপার ঠোটের কোলে হাসি ঝলকে ওঠে।কি আর জানার আছে,একান্তে কথা বলার ইচ্ছে হয়েছিল তাই।আবার মনে হয় কত কি তো জানতে ইচ্ছে হয়,এখন সেসব জেনে কিইবা লাভ? তারপর ধীরে ধীরে দীপা জিজ্ঞেস করে,তুমি এখনো বিয়ে করোনি? করবে না?
জানলা খুলে জলের ছাট এসে পড়ে।দীপা দ্রুত উঠে জানলা বন্ধ করতে গেল। উফস যেন শব ভেঙ্গে চুরে তছনছ করে দেবে।আকাশ কাপিয়ে কড় কড় শব্দে বজ্র নির্ঘোষ।আঁচল খসে গেছে দীপার সুডৌল ভারী নিতম্ব,মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে।
দীপাকে তাকিয়ে দেখতে দেখতে ভাবে আরও সুন্দর হয়েছে দেখতে।একহাতে পাল্লা চেপে ছিটকানি দেবার চেষ্টা করে কিন্তু সামলাতে পারেনা।নীল উঠে গিয়ে জানলা চেপে বন্ধ করে দিল।দীপার শরীর নীলের বুকে সেটে আছে।নীল ফিরে এসে আবার সোফায় বসে।দীপা পাশে এসে জিজ্ঞেস করে,কই বললে নাতো?
একবার মনে হল বলে বিয়ে করেছে,কি প্রতিক্রিয়া হয় দীপার দেখতে ইচ্ছে করে। পরক্ষনে মনে হয় না অনেক কষ্ট পেয়েছে মেয়েটা,নীল তাকিয়ে দেখে দীপার উদ্গ্রীব দৃষ্টি হেসে বলে, তোমাকে তো বললাম বাংলোয় আমরা তিন জন থাকি।তুমি কি জিজ্ঞেস করবে বলেছিলে?
--আরেকবার চা খাও এই ওয়েদারে ভাল লাগবে।
দীপা চা করতে চলে গেল।
চায়ের জল ফুটছে দীপা দাঁড়িয়ে মনের মধ্যে এলোমেলো চিন্তা।অনেক কথা জিজ্ঞেস করতে ইচ্ছে হচ্ছে।বকুল তলায় কেন দাঁড়িয়ে থাকতো আবার মনে হল যখন জিজ্ঞেস করার তখন করেনি আজ সেসব তুলে কি লাভ।মনে হচ্ছে বৃষ্টি ধরে আসছে।চাএর পাতা ভিজিয়ে দিল।প্যান বসিয়ে ডিম ভাজলো সেই সঙ্গে মাইক্রোভেনে কয়েকপিস রুটী সেকে।কখন বেরিয়েছে খালি চা দেবে।একা একা কি ভাবছে নীল।তার সম্পর্কে কোনো কিছু জানার আগ্রহ কি নেই?