17-05-2020, 10:01 PM
(16-05-2020, 06:30 PM)Mr Fantastic Wrote: এই তো এবার খানিকটা ঠিক ধরেছেন। নীলের প্রতি একটা দুর্বলতা দীপার মনের গভীরে লুকিয়ে আছে, আবার বলুর আগ্রাসী আচরণও ওকে টানে। কিন্তু দীপা একপ্রকার ধর্ষিতা হওয়ার পরেও যেভাবে বলুর প্রতি মোহভঙ্গ হয়নি বরং ওর সাথে ভবিষ্যত পরিকল্পনা করছে সেটা দীপার অপরিণত মনের পরিচয় দেয়।
আমার প্রতিটি লেখা সত্য ঘটনা অবলম্বনে তবে তার উপর কল্পনার প্রলেপ দেওয়া হয়।ঘটনার যেটুকু সামনে আসেনা সেই ফাকগুলো নিজের মত করে ভরাট করতে হয়।অন্তত ২৫% সত্য এই গল্পে নিহিত।বিশ্বাস করা না করা ব্যক্তিগত।