17-05-2020, 02:58 PM
রিয়ানজী , যদিও এদেশের কান্ডকারখানায় অগ্রিম স্বীকৃতি অনেক সময়ই মিসফায়ার হয়ে যায় । তবু - আশা জেগে রয় প্রাণের ক্রন্দনে... - তাই আপনার এই সাধু-প্রয়াস ও সহভাগী-সঙ্কল্পে প্রীতি অভিনন্দন আর সালামের আল্পনা এঁকে দিলাম । নিয়মিত কিস্তির কথাটি না-হয় উহ্য-ই থাক । আপাতত ।