16-05-2020, 08:41 PM
এক রবিবারের সকাল। মাস টা নভেম্বর। হালকা হালকা ঠান্ডা পড়েছে। এক কথায় বেশ আরামদায়ক। সকাল প্রায় সাড়ে আটটা বাজে। বাবা, মা, বোন আর আমি ব্রেকফাস্ট করছি। বাবা খবরের কাগজটা পড়তে পড়তেই ব্রেকফাস্ট সারছেন। আর আমি, মা, বোন বিভিন্ন ব্যাপার নিয়ে কথা বলেই চলেছি। তবে বেশি কথা মা আর বোনের মধ্যেই হচ্ছে। বাবা মাঝখানে শুধু একবার বোনের কলেজের ব্যাপারে জানতে চাইলো। বোনের উত্তর দেওয়ার আগেই কলিং বেল টা বেজে উঠলো। মালতী দি, অর্থাৎ আমাদের বাড়ির পরিচারিকা, গিয়ে দরজা খুলে দিল। বিকাশদা দরজার মুখে দাঁড়িয়েই জিজ্ঞেস করলো, "কাকু, বাড়ীতে আছেন মালতী দি?" মালতী দি উত্তর দেওয়ার আগেই বাবা বলে উঠলেন, "হ্যাঁ, আছি। বিকাশ ভেতরে আসো।" বিকাশ দা ভেতরে এলো। সাথে অচেনা একটি ছেলে। মোটামুটি ভালোই দেখতে। লম্বায় আমারই মত। ফর্সা, একটু লাজুক মত। বয়স বিকাশদার মতই হবে হয়তো। আমি আড়চোখে দেখলাম, বোন বেশ এক দৃষ্টিতেই তাকিয়ে আছে বিকাশ দার সাথে আসা ছেলেটিকে। আমি বাঁহাতের কনুই দিয়ে এক খোঁচা মারলাম ওকে। বিকাশ দার ব্যাপারে একটু বলে দি। বিকাশ দা আমাদের বাড়ির তিন চারটে বাড়ির পরেই থাকে। বেশ ভালো ছেলে। মিশুকে, উপকারী এবং শিক্ষিত। আমাদের পাড়ার ক্লাবের বেশ ভালো পদেই আছে। তবুও ওর ব্যাপারে কখনো বাজে কিছু শুনিনি। বাড়িতে বাবা, মা আর দুই বোন। আমার বাবা, মাকে খুব শ্রদ্ধা করে, আমাকে ভাই এর মত আর বোনকে নিজের বোনের মতোই দেখে। পাড়ার কিছু উঠতি নায়ক আমার বোনকে পছন্দ করলেও, এই বিকাশ দার কারণেই আর বেশী এগোনোর সাহস পায়নি। সোজা কথায় বলতে গেলে বিকাশ দা ছেলে হিসেবে বেশ ভালো এবং বিশ্বস্ত। বিকাশ দাই বলতে শুরু করলো, "কাকু, আপনাকে বলেছিলাম না, ওই ভাড়ার ব্যাপারে। এই সন্দীপ। ওই বাড়ি ভাড়া নিতে চায়।" সন্দীপদা বাবাকে নমস্কার করলো। বাবা ওদের দুজনকেই বসতে বললো। বিকাশ দা বসলেও, সন্দীপ দা একটু কিন্তু কিন্তু করছিল। বাবাই জোর করে বসতে বলাতে অবশেষে বসলো। বাবা বললো, "তোমাদের কথা সব শুনবো, কিন্তু আগে একটু চা জলখাবার খেতেই হবে।" সন্দীপ দা একটু জড়সড় হয়েই বললো, "কাকু আজ থাক না, আমাদের একটু তাড়া আছে। পরে না হয় কোনদিন... " বিকাশ দার অবশ্য কোনো লজ্জা দেখলাম না। অবশ্য আমাদের সাথে বিকাশ দার সম্পর্কের মধ্যে এগুলো খুবই সাধারণ ব্যাপার। বিকাশ দা আমাদের ঘরের ছেলের মত। বাবা বললো, "না পরে বললে হবে না সন্দীপ। রবিবার আমরা সবাই একসাথেই ব্রেকফাস্ট করি। তোমরা এসেছো, এতে আমার বা আমাদের কোনো আপত্তি নেই। বরং ভালোই লাগবে। একটু কথাও বলা যাবে। বসো তোমরা।" তারপরেই মালতী দিকে ডেকে চা, জলখাবার দিতে বললো। তারপর সন্দীপ দার সাথে আমাদের সবার আলাপ করিয়ে দিল। "ইনি হলেন, আমার সুপুত্র, সিদ্ধার্থ। কেমিস্ট্রিতে মাস্টার্স করে এখন এখানকারই একটি কলেজে পড়াচ্ছে। যদিও পার্ট টাইম। তবে মনে হয় খুব তাড়াতাড়ি পার্মানেন্ট হয়ে যাবে। আর ইনি হলেন আমার নায়িকা কন্যা। শতরূপা। ফ্যাশনে যেকোনো নায়িকাকেই হার মানাবে। তবে লেখাপড়াটা খারাপ করে না। এখন বিএসসি পড়ছে। ফিজিক্স নিয়ে।" বোন এই কথা শুনে খুবই লজ্জা পেলো বলাই বাহুল্য। বাবা আবার শুরু করলো, "আর ওই যে সুন্দরী মহিলাটিকে দেখছো, উনি আমার সহধর্মিণী বা সহমর্মিনী বলতে পারো। দেখতে শান্ত সিষ্ট হলে কি হবে, এই সংসারের সবাইকে নাকে দড়ি বেঁধে ঘোরাতে পারেন উনি।" বাবার এমন পরিচয় পর্বের ফলে আমরা সবাই হাসতে শুরু করলাম। ওদিকে সন্দীপ দা হাসতে হাসতে প্রায় পড়ে যাওয়ার অবস্থা। বিকাশ দার অবশ্য কোনো ভাবান্তর নেই। ও একমনে জলখাবারের লুচি তরকারি খেয়ে চলেছে। বাবা সন্দীপ দাকে জিজ্ঞেস করলো, "তা সন্দীপ বলো, তোমার ব্যাপারে। কি ঠিক করলে?" সন্দীপ দা বলতে শুরু করলো, "কাকু, আসলে আমি বিকাশ এর সাথেই চাকরি করি। একই অফিসে, সল্টলেকে। একই ডিপার্টমেন্ট। আমার বাড়ি বর্ধমানে। ওখান থেকে আগে যাতায়াত করতাম। কিন্তু ব্যাপারটা বড্ডো কষ্টকর হয়ে যাওয়াতে আমি কলকাতাতেই একটি বাড়িতে পেয়িং গেস্ট থাকি আরো দুটি ছেলের সাথে। ওরা অন্য সেক্টরে কাজ করে। জাস্ট মাস খানেক আগে বিয়ে করেছি আমি বাবা মায়ের পছন্দে। কিন্তু সমস্যা টা এখানেই। বউকে নিয়ে আমি কাছাকাছি কোথাও একটা শিফ্ট করতে চাই। তাই আমি বিকাশ কে বলেছিলাম যদি একটা রেন্ট এ বাড়ি বা ফ্ল্যাট পাওয়া যায়। তখন বিকাশই আপনার কথা বলে। তাই আজ এসেছি। আর দুই বন্ধু কাছাকাছি থাকলে সুবিধেই হবে।" বাবা বললো, "তোমার শশুরবাড়ি কোথায়?" সন্দীপ দা বললো, "আমার শশুরবাড়ি উত্তরপাড়া। আমি চেয়েছিলাম ওখানেই একটা ব্যবস্থা করতে, কিন্তু পাপিয়া, মানে আমার বউ বললো, বাপের বাড়ির কাছাকাছি ও থাকবে না। যদি আপনি একটা কিছু ব্যবস্থা করে দেন, তাহলে খুব ভালো হয়।" বাবা বললো, "দেখো সন্দীপ, আমার কিছু আপত্তি নেই। ছোট্ট ফ্যামিলি, ভালোই হয়। কোনো বিশেষ ঝামেলা থাকে না। তবে আমার কিছু নিয়ম আছে। আশা করি ওগুলোতে তোমাদের কোনো আপত্তি হবে না। আগে চলো, আমাদের বাড়ি দেখে আসবে। তারপর না হয় বাকি ব্যাপার নিয়ে আলোচনা করা যাবে।"


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)