12-05-2020, 06:56 PM
(This post was last modified: 12-05-2020, 07:07 PM by rimpikhatun. Edited 3 times in total. Edited 3 times in total.)
কুন্তল থেকে কামিনী
অতীতের কুন্তল ...... বর্তমানের কামিনী
নমস্কার পাঠকবৃন্দ, আমি রিম্পি, আশা করি আমাকে মনে আছে । অনেকদিন পরে আবার একটা নতুন গল্পে হাত দিলাম। আমার আগের গল্প 'আমি সুজাতা বলছি ....' https://xossipy.com/showthread.php?tid=18290 অনেকেই উপভোগ করেছেন। অনেকেই তাদের ভালো লাগার কথা কমেন্টে জানিয়েছেন। আপনাদের প্রশংসা ও ভালোবাসায় আমি আপ্লুত, গর্বিত। আমি যখন কোন ইরোটিক স্টোরি লিখি বা লেখায় হাত দিই তখন চেষ্টা করি তাতে নিজের ব্যাক্তিগত অনুভূতি ও আবেগ মিশ্রণ করতে। সেইসঙ্গে সিন্ বর্ণনায় যতটা সম্ভব বাস্তবসম্মত বিবরণ পেশ করতে সচেষ্ট হই । জানিনা আমি তাতে কতটা সফল কিন্তু একটা কথা জানি এবং মানি যে মন থেকে কিছু করতে চাইলে এবং হৃদয় দিয়ে কোন কাজকে ভালোবাসলে সেই কর্মফল ফল একেবারে ব্যৰ্থ হয়না। একজন লেখক/লেখিকা তখনই নিজেকে সফল মনে করে যখন সে উপলব্ধি করতে পারে তার লেখনী দ্বারা কেউ বা কারা মজা পেয়েছেন, আনন্দিত হয়েছেন। আর আর একটা কথা আমি বিশ্বাস করি। গল্প/উপন্যাসে কল্পনার সঙ্গে কিছু তা নিজস্ব ফিলিংস এর মিশ্রণ ঘটাতে সমর্থ হলে সেক্ষেত্রে সৃষ্টিতে প্রাণের সঞ্চার হবার সম্ভাবনা থাকে। আমি এই নীতি অনুসরণ করেই সাধারণতঃ কোন কাজে হাত দিই।
বর্তমানে আমরা গোটা বিশ্ববাসী একটা খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি। একটা আতঙ্কের পরিবেশে আমরা বসবাস করছি বা করতে বাধ্য হচ্ছি। আশা করছি আপনারা বুঝতে পারছেন কোন আতঙ্কের কথা বলছি। এটা একটা ভয়াবহ ভাইরাস ঘটিত রোগ যার নাম করোনা ব্যাধি। এটি একটি সংক্রামক রোগ যাতে গোটা বিশ্ববাসী আক্রান্ত হচ্ছে /হবার সম্ভাবনায় আছে। আজ আমরা সবাই নিজেদের ইচ্ছার বিরুদ্ধে নিজেদের ঘরে বন্দি/বন্দিনী। এই একঘেয়ে ও মনমরা পরিবেশে যদি একটা ইরোটিক গল্প পরিবেশনার মাধ্যনে আপনাদের কিছুটা আনন্দ দান করতে পারি বা আপনাদের একঘেয়েমি কাটাতে কিছুটা সক্ষম হই তাহলে ভেবে নেব যে আমার তুচ্ছ প্রচেষ্টা কিছুটা হলেও সফল। আশা করি এই গল্প পরিবেশনার পুরোটা সময় আমার পাশে থাকবেন ও আমাকে সহযোগিতা করবেন। যদিও এই গল্পটা খুবই ছোট। কিন্তু আগেই বলেছি আমি আবেগ দিয়েই লিখি। তা সে ছোট গল্পই হোক বা বড় উপন্যাসই হোক। যদি আপনারা আমার গল্প পরে একটু হলেও আনন্দ উপভোগে সমর্থ হন তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না। চাইলে রেপুও দিতে পারেন।
আমার এবারের গল্পটা একটু অন্যরকম। এই ফোরামে সচরাচর যে ধরণের গল্প পরিবেশিত হয় এটা তাদের থেকে সম্পূর্ণ আলাদা। এটা ইনসেস্ট, কাকোল্ড, থ্রিলার বা ঐধরণের কিছু নয়। গল্পের নাম দেখে হয়তো কিছুটা আন্দাজ করতে পারছেন।
গল্পের নায়ক একটা কিশোর। যে দেখতে খুবই মিষ্টি। এত মিষ্টি যে একটু সাজালেই সবাই মহিলা ভেবে ভুল করবে। বাহ্যিক ভাবে কিছুটা মেয়েলি সে ঠিকই। তবে এটাও ঠিক যে সে অন্তরে অন্তরে পুরোপুরি নারী। সে নিজেকে নারীরূপে কল্পনা করে আনন্দ পায়। আত্মরতি করার সময় সে নিজেকে মহিলা ভেবে রাগমোচন করে। ব্যাপারটা মজাদার শোনালেও আমরা অনেকেই জানি এ ধরণের মনোভাবের পুরুষ অনেক আছে আমাদের সমাজে। কিন্তু তারা শুধু লোকলজ্জার ভয়ে এসব জনসমক্ষেপ্রকাশ করতে সাহস পায়না।সে একান্তে মেয়েদের পোশাক, অন্তর্বাস পরিধান করে অনাবিল আনন্দ লাভ করে। এই বয়সে যেটা সবচেয়ে স্বাভাবিক অর্থাৎ সমবয়সী মেয়েদের প্রতি আকর্ষণ অনুভব করা সেগুলো তার মধ্যে নেই। বরং, শক্তিশালী পুরুষের প্রতি সে একটা অদ্ভুত টান অনুভব করে। সেই হিসেবে গল্পটিকে Crossdresser ক্যাটাগরিতে ফেলা যেতে পারে। এই গল্পটি সম্ভবত দু-তিনটে কিস্তিতে শেষ করব। আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে আমাকে জানান পরবর্তী পর্বগুলি পোস্ট করব। অন্যথায় আপনাদের অযথা বিরক্ত/বিব্রত করব না।