11-05-2020, 02:14 PM
(11-05-2020, 08:12 AM)buddy12 Wrote: ভারতীর কথা কি আগে বলা হয়েছে ?
কে খুন করলো রঞ্জনাকে ? আশীষ ?
প্রশ্নগুলো মাথায় ঘুরপাক খাচ্ছে।
সুন্দর গল্পটির জন্য অনেক ধন্যবাদ।
রঞ্জনার ভেতর মানসিক অন্তর্দ্বন্দ্ব চলছিল। যার জন্য এতো sacrifice করলো সেই আশীষ ছাড়া পাওয়ার পর তার কাছে যেতে পারছে না, কারণ জনার্দন পাত্র ওকে আটকে রেখেছে। আর জনার্দন একা রঞ্জনাকে ভোগ করে ক্ষান্ত থাকে নি বোধ হয়। তাই জাগতিক দুঃখ কষ্ট থেকে মুক্তি পাবার জন্য রঞ্জনার ওই একটা পথই ছিল। লায়লি আর রঞ্জনার কেসটা খুবই pathetic, আসলে কর্মফল পিছু ছাড়ে না কখনো।