08-05-2020, 11:26 PM
(08-05-2020, 09:04 PM)shovank Wrote: দাদা, বাংলা সাইট এর লেখক রা কোনো টাকা পান না এই গল্পগুলো লেখার জন্য, তাদের কে অন্ন বস্ত্র, সংসার সংস্থান করার জন্য অন্য পেশা তে সময় দিতে হই। তাই আমার মনে হয় তাদের দিক টা একটু ভেবে ধৈয্য ধরা উচিত। আর যারা গল্পটা পড়ে আনন্দ পারা তাদের মধ্যে খুব ই অল্প সংখ্যক মানুষ উৎসাহ দেন , রিপ্লাই করেন । উৎসাহ না পেলে লেখক ই বা লিখতে চাইবেন কেনো ?দাদা আপনার কথাই ঠিক। এই সাইটের লেখকরা হয়তো কোন টাকা পান না শুধু নিজের মনের অভিলাষা পূর্ণ করার জন্য গল্পগুলি লেখেন ও আমাদের মনকেও তৃপ্ত করেন। তাছাড়া লেখকদের একটু মুডি হতে হয়, না হলে তাদের হাত থেকে ভালো লেখা কেন বেড় হবে? এর জন্য আমরা যারা পাঠক তাদেরও ধর্য্যশীল হতে হবে।কিন্তু যেহেতু এখন লকডাউন চলছে ফলে আমার মতো অনেকে বেকার বসে আছে। ফলে তারা তাদের প্রিয় গল্পগুল তাড়াতাড়ি বেশি বেশি করে পড়তে চাইছেন। কিন্তু লেখক হচ্ছেন মানুষ উনার লেখার মুড না থাকলে উনি লিখবেন কি করে? এটা আমাদের মতো পাঠকদের বুঝা উচিৎ।