07-05-2020, 02:59 PM
(07-05-2020, 02:02 PM)Sonabondhu69 Wrote: কনিকা ম্যামকে খারাপ বলতে পারবো না। আমার মনে হয়েছে পরিস্থিতির স্বীকার। তবে বাচ্চাদের হেনস্থা করায় মনঃক্ষুন্ন হলাম।
উনি তো সুখ পেতে গিয়ে গা ভাসিয়ে দিয়েছিলেন তাতেই এই বিপত্তি।
সে দিক থেকে দেখতে গেলে নিলুও কম দোষী নয়।
কণিকা খারাপ ছিল না, তবে সবেতে over aggressive ba possessive ছিল। " আহত নাগিন " গল্পে ও যে ভুল করেছিল, এখানেও সেই একই ভুল। তবে কিছু মহিলা থাকে এরকম যারা femdom স্বভাবের হয়, বিশেষ করে স্বামী পরিত্যক্তারা। আর নীল কখনো কাউকে জোর করেনি, মেয়েরাই বিভিন্ন সময় স্বেচ্ছায় আহ্বান করেছে ওকে।