কিছু মানুষের লেখা এমন যে পড়লেই মুগ্ধতার আমেজ আসে, আমাদের এই ক্ষুদ্র সমষ্টিতেও তেমন লেখকের অভাব নেই। তাদের লেখার ভাবই আলাদা। তেমনই এক লেখকের গল্পের মধ্যে কিছু মনি মানিক্য ছড়িয়ে আছে যা আমি কুড়িয়ে এক জায়গায় করার চেষ্টা করছি। এটা আমার তার প্রতি শ্রদ্ধার্ঘ্য।
