Thread Rating:
  • 8 Vote(s) - 3.5 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
গল্পের মত বাস্তব
ক্যান্টিন থেকে বেরিয়ে আর এক মুহূর্তও দাঁড়াতে ইচ্ছা করছিল না, তাই কাউকে কিছু না বলেই বেরিয়ে এলাম | আজ উনি আমাকে এই ভাবে সবার সামনে বলতে পারলেন কথা গুলো!!! একবার আমায় জিজ্ঞেস তো করতে পারতেন যে আমি অয়নের সাথে কোথায় গিয়েছিলাম, কেন গিয়েছিলাম | উনি আমাকে আগেও অনেকবার বলেছেন এই কথা গুলো | তখন আমি মনে করতাম সেই রাগের কথা গুলোর আড়ালে ওনার আমার জন্য চিন্তা, না বলা ভালোবাসা লুকিয়ে আছে | উনি যে সেগুলো মন থেকে বলতেন ভাবতে পারি নি, ভাবতে পারি নি নিজে নিজের কাছে এতটা ছোটো হয়ে যাব | 

ছোটো বেলায় মা বাবা কে হারানোর পর ভালোবাসা কি, কাছের মানুষ বলতে কি বোঝায় কোনোদিন বুঝিনি | জানতাম না | যেদিন থেকে বুঝতে শিখেছি, সেদিন থেকে কাকু কাকীমার লাথি ঝাঁটা খেয়েই বড় হওয়া | লোকে বলে বড় দাদা দিদি থাকা ভাগ্যের, আমারও খুড়তুতো দিদি ছিল, কিন্তু সে থাকা যে ভাগ্যের চেয়ে বেশি দুর্ভাগ্যের ছিল | চিরকাল অন্যের ফেলে দেওয়া জিনিস কুড়িয়েই বড় হয়েছি, সে জামা কাপড় বই খাতাই হোক আর খাবার দাবার ই হোক | নিজের বলতে থাকার মধ্যে ছিল একটু রুপ, কিন্তু তাও চিরকাল গলার কাঁটার মত বিধত | বাড়িতে কাকুর পার্টির অথবা কাজের যখনই মিটিং বসত, নানা অছিলায় কাকীমা আমায় তাদের সামনে পাঠাতেন | কারণটা কি আমি আর বুঝতাম না আর তাই হয়ত ছোটো থেকে লড়াই করে নিজের সন্মান বাঁচানোটা শিখে ফেলে ছিলাম | যখন রুপসা দি কাকীমার গা ঘেঁসে বসে কিছু আবদার করত আর কাকীমা মাথায় হাত বুলিয়ে সেই আবদার পূরণ করত, তখন আমারও খুব ইচ্ছে করত এমন ভাবেই আবদার করতে | না না কিছু জিনিসের নয়, একটু ভালোবাসা পাওয়ার | প্রথম প্রথম বুঝতাম না, ছোটো ছিলাম, তো কাকীমা কেই মা ভেবে ছুটে যেতাম | একটু বড় হতে শিখে যাই সবার কপালে ভালোবাসা থাকে না | তাই ছুট্টে চলে আসতাম নিজের ঘরে | বাবা মার ছবিটার দিকে তাকিয়ে খুব কাঁদতাম আর অভিযোগ করতাম কেন ফেলে গেলে আমায় একলা এইখানে!!! কেন নিয়ে গেলে না আমায়!!!! তোমরাও কি আমায় ভালোবাসতে না??!!! 

এই অবহেলিত অবাঞ্ছিত জীবনে একঝলক মুক্ত বাতাসের মতন এসেছিলেন অনিরুদ্ধ স্যার | ভগবান যেন আমার ওপর করুণা করে পাঠিয়ে ছিলেন ওনাকে আমার স্বপ্ন পূরণের সারথী হিসাবে | ওনার আকর্ষণীয় পুরুষালী ব্যক্তিত্ব, দৃঢ় সাবলীল স্বচ্ছ ব্যবহারে মুহূর্তে আমি ওনার অনুরাগিনী হয়ে উঠেছিলাম | ওনার পাশে দাঁড়ানোর যোগ্যতা না থাকা সত্ত্বেও উনি যখন নিজে থেকে দায়িত্ব নিয়ে আমার পড়াশোনার স্বপ্ন পূরণের জন্য এগিয়ে এসেছিলেন, ওনার প্রতি শ্রদ্ধায় আমার মাথা নুইয়ে গিয়েছিল | ওনার পড়া বোঝানোর ধরন, মানুষ কে তার প্রাপ্য সন্মান দিয়ে আপন করে নেওয়ার ক্ষমতা, বিশেষ করে ওনার ওই দুটি দীর্ঘ গভীর চোখ আমাকে ওনার প্রতি আকর্ষণ করত | উনি নিজের পদমর্যাদা, বয়সের গাম্ভীর্যতা বজায় রাখতে কম কথা বললেও যখন আমার ছেলে মানুষী গুলোতে ওনার ঠোঁটের কোণে এক ঝলক হাসির রাখা ফুটে উঠত, আমি হারিয়ে যেতাম | আমার কল্পনায়, ভালোবাসা পাওয়ার সুপ্ত ইচ্ছে গুলো হাজার দমিয়ে রাখলেও বার বার মাথা চাড়া দিয়ে উঠত | ওনার অতীত জীবন সম্পর্কে সব জেনেও, ওনার সম্পর্কে আমার এই অনুভূতি গুলো পাপ, অনৈতিক জেনেও আমি ভালোবেসে ফেলি ওনাকে | 

তবে আমি কোনো দিনও চাই নি ওনার সামনে নিজের অনুভূতি গুলো প্রকাশিত হোক | কারন এই ভালোবাসা যে একান্ত ভাবে আমার | এতে না ছিল কোনো শারীরিক চাহিদা, না কোনো অধিকার বোধ, না কোনো প্রতিশ্রুতি | এ ছিল ওনার প্রতি আমার জানানো শ্রদ্ধা, আমার নিত্য পূজার পবিত্র ফুল | আর তাই তো যখন কাকু কাকীমা আমার বিয়ের প্রস্তাব নিয়ে আসে, আমি নি:শর্তে রাজি হয়ে যাই | চেষ্টা করি ওনাকে ভুলতে, ওনার থেকে দূরে চলে যেতে, যাতে আমার মত অভাগীর জন্য কোনো দিন ওনাকে কোনো রকম অসুবিধা, অপমানের সম্মুখীন হতে না হয় | সরেও গিয়েছিলাম | কিন্তু উনিই আবারও আমার পরিত্রাতার রুপে ফিরে এসেছিলেন আমাকে সম্পর্কের চোরাবালি থেকে উদ্ধার করতে |

আমার মত একজন সামান্য মেয়ের জন্যও যে ওনার মত একজন এত বড় মাপের মানুষ এতটা ভাবতে পারেন, এটা ভেবেই আমি কৃতজ্ঞতায় মাটিতে মিশে গিয়ে ছিলাম | সেদিন ওনার চোখে দেখেছিলাম আমার জন্য চিন্তা, রাগ, দু:খ,কষ্ট | আমার জন্য, একান্ত আমার জন্য হয় ওনার অনুভূতি গুলো, আমি আমার হৃদয়ে অনুভব করেছিলাম | তারপর ওনার সাথে থাকতে থাকতে ওনাকে আরও নতুন ভাবে চিনতে শুরু করেছিলাম, অনুভব করছিলাম কিছু আছে যেটা একান্ত ভাবে শুধু আমার | 

তবে আজ যখন উনি কথা গুলো বলছিলেন, বড় অচেনা ঠেকছিল ওনার চোখের ভাষা, মুখের অভিব্যক্তি | এতটা অস্থির, অবিশ্বাসী চোখের ভাষা এর আগে কখনও দেখিনি ওনার চোখে | এতদিনের চেনা মানুষটা এক ঝটকায় এতটা বদলে যেতে পারে কি করে, এ যে অবিশ্বাস্য!!! সেদিন বৃষ্টির রাতে দেখা ওনার চোখের ওই মায়া ভরা চাওনি, ভালোবাসা মাখা কন্ঠস্বর, এত দ্রুত কি করে বদলে যেতে পারে!!! এ যে অকল্পনীয়!!!! 

কলেজ থেকে বেরিয়ে ভাবনার মধ্যে হাঁটতে হাঁটতে এতটা দূর চলে এসেছি বুঝতেই পারিনি | দুপুর বেলা, তার ওপর আবার গরম কাল, তাই রাস্তা ঘাটও বেশ ফাঁকা | এমনিই এদিকে বিশেষ বাড়ি ঘর না থাকায় ফাঁকাই থাকে | টুকটাক যা আছে তারাও এই রোদের হাত থেকে বাঁচতে যে যার বাড়িতে ঢুকে পড়েছে | তাই চারিদিক বেশ শুনশান | মাঝে মাঝে শুধু দু-একটা গাড়ি ঝড়ের গতিতে ছুটে যাচ্ছে |

রাস্তার ওপারে একটা টিউবওয়েল দেখতে পাচ্ছি | এই গরমে এতটা পথ হেঁটে গলাটা বেশ শুকিয়ে গিয়েছে | বোতলের জল তো অনেক আগেই শেষ হয়ে গিয়েছিল | দুদিক দেখে তাড়াতাড়ি রাস্তাটা পার হয়ে টিউবওয়েলটার কাছে এসে সবে দু-এক ঝাপটা জল মুখে দিয়ে আজলা করে একটু জল খেতে যাব, সামনে একটা খয়েরি রঙের টাটা সুমো খুব জোরে এসে থামল | আচমকা এমন একটা গাড়ি সামনে এসে পড়ায় বেশ চমকেই গিয়েছিলাম | গাড়ির ভিতরটা ভালো করে দেখা যাচ্ছে না | মোটামুটি মানুষ আছে আন্দাজ করে বললাম............

- চোখে দেখতে পান না নাকি?? এভাবে কেউ গাড়ি চালায়??!!! 

আমার কথাটা শেষ হওয়ার সাথে সাথেই গাড়ি থেকে যে নামল তাকে দেখেই আমার চক্ষু চড়কগাছ......... 

- এ কি রাঘব তুমি!!! তু.... তুমি এখানে কি করছো??!!!!

- হে হে, চিনতে পেরেছো তাহলে | আর চোখে তো ঠিকই দেখতে পাই মামনি, তাই তো ঠিক জায়গায় গাড়ি থামিয়েছি | কি!!!! 

- কিন্তু তুমি তো জেলে..... তোমায় তো ধরে নিয়ে গিয়েছিল!!!! 

- ঠিক, কিন্তু কতদিন আর ধরে রাখবে বলো সোনা | তোমায় ছাড়া যে আমার রাতে ঘুম আসত না জানেমান |

- একদম কাছে আসবে না, দূরে.... দূরে থাকো বলছি!!! 

- আর কতদিন দূরে রাখবে সোনা, এবার তো একটু তেষ্টা টা মেটাতে দাও | সেই প্রথম রাঘবের নাগাল থেকে কোনো মেয়ে পালিয়ে ছিল, এবার তো সব সুদে আসলে তুলব | সেদিন তোর আর ওই কুত্তা অনিরুদ্ধ টার জন্য আমায় অনেক অপমানিত হতে হয়েছিল | তোদের জন্য আমার ব্যবসার অনেক লোকসান হয়ে যায় | তোর জন্য যে পার্টিরা আমায় মাল দিয়েছিল তারা আমায় হন্যে হয়ে খুঁজছে | কাল তোকে তাদের হাতে তুলে দিতে পারলেই ব্যাস | শালী তোর পিছনে অনেক দিন ধরে ঘুরছি, সব সময় কেউ না কেউ, কোনো না কোনো নাগর ঘিরে রয়েছে তোকে | তবে আজ নাগাল পেয়েছি |

- আগের বারের কথাটা নিশ্চয়ই ভুলে গিয়েছিস না?? অনিরুদ্ধ স্যারের চড় টা মনে নেই বুঝি??? তাই আবার এসেছিস আমার দিকে হাত বাড়াতে |

- এই শালী একদম বড় বড় কথা বলবি না, খুব মনে আছে | রাঘব এত সহজে কিছু ভুলে যায় না | এবার সব পাওনা মিটিয়ে দেব দেখে নিস | এই কোথায় রে সব, তোল মালটাকে!!! 

- এই একদম গায়ে হাত দিবি না, দূরে সর বলছি!!! 

- না সোনা হাত না, এবার সোজা ঠোঁট দেব | হা হা হা!!! 

সামনের ছেলেটাকে এক ধাক্কা মেরে পালাতে যাব, হঠাৎ মনে হল মাথায় যেন খুব ভারী কিছু দিয়ে কেউ আঘাত করল | ধীরে ধীরে চোখের সামনে সব ঝাপসা হয়ে যাচ্ছে | অচৈতন্য অবস্থায় বুঝতে পারছি ওরা আমার মুখ, হাত পা বেঁধে গাড়িতে তুলছে | শেষ মুহূর্তে একবার অনিরুদ্ধ স্যারের মুখটা ভেসে উঠল |

***********************************

আঁখিকে তখন ওভাবে সবার সামনে বলাটা ঠিক হয়নি | কিন্তু ওর একবার আমাকে বলে যেতে কি হয়েছিল!!! আমি কি ওকে কিছুতে বাঁধা দিই??!! তবে এবার হয়ত একটু বেশিই বাড়াবাড়ি করে ফেলেছি, সবার সামনে এভাবে বলাটা আমার ঠিক হয়নি | মনে হয় খুব খুব কষ্ট পেয়েছে, তাই পরের হাফের ক্লাসেও আসে নি | উফফফ কি যে করি!!! আসলে ওকে আর অয়নকে একসাথে দেখলে যে আমি মাথার ঠিক রাখতে পারি না | ভেবেছিলাম এতদিন যে অনুভূতি গুলো নিজের কাছে লুকিয়ে ছিলাম, আজ কলেজ থেকে ফেরার পথে ওকে সব বলে দেব | বলে দেব যে সেই প্রথম দিন থেকেই ওকে আমি কতটা ভালোবেসে ফেলেছি | বলে দেব রোজ নতুন করে ওর প্রেমে পড়তে, ওকে ভালোবাসতে আমার ভালো লাগে | ও শুধু আমার, ওর প্রতিটা দুষ্টুমি, অভিমান, আবদার পূরণ করার অধিকার শুধু আমার | ওর প্রতিটা স্বপ্ন পূরণের দায়িত্ব, অধিকার শুধু আমার | কিন্তু সকালের ওই ঘটনাটাই সব গোলমাল করে দিল |

কিন্তু কলেজ প্রায় ফাঁকা হতে চলল, মেয়েটা গেল কোথায়!!! করিডোর দিয়ে অয়নকে যেতে দেখে জিজ্ঞাসা করলাম........ 

- তুমি আঁখিকে দেখেছো?? ও কি তোমার সাথে?? 

- না স্যার, ওর সাথে সেই ক্যান্টিনেই কথা হয়েছিল | তারপর তো ও ক্লাসেও আসে নি, আর অন্য কোথাও ও তেমন দেখেছি বলে মনে পড়ছে না | কেন স্যার কিছু হয়েছে??? 

- না তেমন কিছু না | আচ্ছা শোনো, আজ সকালে তোমরা একসাথে কোথায় গিয়েছিলে বল তো??!!! 

- আঁখি আপনাকে এখনও বলে নি??!! 
আসলে আমি একটি মেয়েকে ভালোবাসি, সেই ছোটো বেলা থেকে | বাড়িতেও সকলে জানে কিন্তু কিছুদিন হল পড়াশোনার চাপে একদম ওকে সময় দিয়ে উঠতে পারছিলাম না | আর তাতেই মহারানীর রাগ হয়ে যায় | কথা বলা, দেখা করা সব বন্ধ করে দেয় | ও আমার সিচুয়েশন টা বুঝতে চায় না বলে আমারও একটু রাগ হয় | তাইই আঁখি কয়দিন ধরে আমার আর ওর মধ্যে ভাব করানোর জন্য....... আর আজও ওর সাথে দেখা করে সামনা সামনি কথা বলতে আমি আর আঁখি দুজনে ওর কলেজের সামনে গিয়েছিলাম | তবে এই কথা গুলো আমিই ওকে ভয়ে বলতে না করি | যদি আপনি...... ও কিন্তু খুব কষ্ট পেত আপনার থেকে কথা গুলো লুকিয়ে | কিন্তু আঁখি আমাদের জন্য যা করল তার প্রতিদান আমরা সারা জীববেও দিতে পারব না, আর দিতেও চাই না | শুধু এভাবেই ওর পাশে বন্ধুর মত থাকতে চাই | আসলে কি জানেন তো স্যার...... ভালো তো আমরা সবাই বাসি, কিন্তু সেই ভালোবাসাকে বিশ্বাস করে সময় দিতে আমরা পারি না বা চাই না | তাই সম্পর্কে এত জটিলতা চলে আসে | আর এই বিষয় টা আমি আমার জীবন দিয়ে অনুভব করলাম | তবে আমি লাকি যে আঁখির মত একজন বন্ধু পেয়েছি |
এ কি স্যার আপনার চোখে জল!!! আমি কি কিছু ভুল কথা বলে ফেললাম??!!! খুব খুব সরি!!! 

- না ভুল তুমি কর নি, ভুল যা করার করেছি আমি আঁখিকে অবিশ্বাস করে | তুমি ঠিক বলেছ, শুধু ভালোবাসলেই হয় না, ভালোবাসার ওপর বিশ্বাস ও রাখতে হয় | 

আমার মনে হয় আঁখি বাড়ি চলে গিয়েছে, আমি আর দেরি করতে চাই না | আমাকে আমার ভুলটা শুধরে নিতেই হবে, আর সেটা আজই করতে হবে |

**************************************

একি!! বাড়ি এত অন্ধকার কেন!!! তাহলে কি আঁখি এখনও ফেরে নি??!! কিন্তু সন্ধ্যে হতে চলল ও গেল কোথায়??!! একটা ফোন করে দেখি |

ফোনটা বার করতেই দেখি থানার বড়বাবুর পাঁচটা মিসড কল | কি হল উনি হঠাৎ এতবার!!! ভাবতে ভাবতে আগে ওনাকেই ফোন টা করলাম...... 

- হ্যালো, বড়বাবু কথা বলছেন?? আমি অনিরুদ্ধ কথা বলছি | আপনি ফোন করছিলেন, গাড়ি চালাচ্ছিলাম তাই ধরতে পারি নি | বলুন স্যার কি হয়েছে??

- আরে আপনাকে এবং আঁখি ম্যাডাম কে সাবধান করার জন্য ফোন করছিলাম | কারণ রাঘব কে অন্য সেল এ ট্রান্সফার করার সময় ও পালিয়েছে | আর বর্তমানে আপনাদের ওপরেই ওর রাগ বেশি, তাই একটু সাবধানে থাকবেন | বিশেষ করে রাতের দিকে একলা না ঘোরাই ভালো | তবে আমরা চারিদিকে পাহারা বাড়িয়ে দিয়েছি, খুব তাড়াতাড়ি ও আবার ধরা পড়বে | ততদিন আপনারা একটু সাবধানে..... এই জন্যই ফোন করেছিলাম | কিন্তু আপনার ফোন ব্যাস্ত ছিল আর ওনার ও তো ফোন বন্ধ |

ফোন বন্ধ!!!! কিন্তু কেনো???!!! 

- হ্যালো, হ্যালো....... অনিরুদ্ধ বাবু শুনতে পাচ্ছেন??? 

- হ্যাঁ মানে...... আসলে একটু বিপদ হয়েছে যে আঁখি দুপুরের দিকে কলেজ থেকে বেড়িয়েছে কিন্তু এখনও বাড়ি ফেরে নি | আমি ওর বন্ধুবান্ধব দের থেকে খোঁজ নিচ্ছি আর আপনি যদি একটু দেখেন তো......

- কি:!!!!! এটা কিন্তু সত্যিই চিন্তার বিষয় | ঠিক আছে আপনি আপনার মত খোঁজ চালান, আমি এদিকটা দেখছি কি করা যায় | কিছু জানতে পারলেই জানাবেন |

- হ্যাঁ অবশ্যই আর অনেক অনেক ধন্যবাদ আপনাকে |

ফোনটা রেখে আমার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে | পায়ের তলা থেকে যেন মাটি সরে যাচ্ছে | আঁখি কোথায়??!! ওর কোনো বিপদ হল না তো???!!! 

মিনিট দুয়েক একটু ধাতস্থ হয়েই ফোন করলাম অয়ন কে | আঁখির পরিচিত যারা আছে সবার কাছে খোঁজ নিতে বললাম ওকে আর আমি ছুটলাম ওর কাকু কাকীমার বাড়ি, ওনারা নিশ্চয়ই কিছু জানবেন |
[+] 1 user Likes eklasayan's post
Like Reply


Messages In This Thread
RE: গল্পের মত বাস্তব - by eklasayan - 02-05-2020, 04:29 AM



Users browsing this thread: 1 Guest(s)