01-05-2020, 01:58 PM
(This post was last modified: 26-04-2021, 04:15 PM by kumdev. Edited 2 times in total. Edited 2 times in total.)
[২৬]
পি এস সি থেকে চিঠি এল।খাম খুলে দেখল এ্যাডমিট কার্ড।সামনের রবিবার সকাল দশটা থেকে পরীক্ষা শুরু।ভেনু এমজি রোড,অন্ধকার নেমে আসে চোখে।বাড়ি থেকে বেরোতে হবে ভোরবেলা।বিকেল বেলা স্যরের আশির্বাদ নিতে যাবে ঠিক করল।ইদানীং পাড়ায় গোলমাল শুরু হয়েছে। লক্ষনবাবুর সঙ্গে গোবর্ধন বাবুর দ্বন্দ প্রকাশ্যে এসে পড়েছে।একটু বেশি রাতে লক্ষনবাবু নাকি লায়লির বাসায় এসেছিলেন,টের পেয়ে বোমকেষ্টর দলবল তাড়া করেছিল।পরদিনই বোমাবাজিতে কেপে উঠল পাড়া।পুলিশ এল,পাড়ায় দাবী উঠেছে লায়লিকে বাড়ি ছাড়তে হবে। নীলুর এসব ভাবার সময় নেই।নির্মল বাবু সান্ধ্য ভ্রমন সেরে সবে বাড়ি ঢুকছেন,নীলু গিয়ে প্রণাম করে।নির্মল স্যর জিজ্ঞেস করলেন, আরে কি খবর? পড়াশুনা কেমন চলছে?
–স্যর এ্যাডমিট কার্ড এসে গেছে,রবিবার পরীক্ষা।
–কোথায় পরীক্ষা হবে?
–কলকাতায় শিয়ালদা অঞ্চলে।
–এসো ভিতরে এসো।
স্যরের সঙ্গে নীলু বাড়ির মধ্যে ঢুকল।স্যর একটা টেবিলে বসে কাগজ কলম নিয়ে কি লিখতে বসলেন। নীলু চুপচাপ বসে অপেক্ষা করে।একটি মেয়ে চা দিয়ে গেল,মেয়েটি স্যরের নাতি।কিছুক্ষন পর স্যর লেখা শেষ করে নীলুকে বললেন,শোন এই চিঠীটা রাখ।অনিমেষ মজুমদার আমার ছাত্র কলকাতায় থাকে।বড় চাকরি করে,ভাল ছেলে।শনিবার তুই রওনা দে।
নীলু দেখল চিঠির উপর লেখা কল্যাণীয় অনিমেষ মজুমদার।অখিল মিস্ত্রি লেন।স্যর আবার বললেন,বেলা থাকতে বের হবি,বাড়ি খুজে বের করতে হবে।নে চা খা।
নীলু চায়ে চুমুক দেয়।চোখে জল চলে আসে।অবাক হয়ে নির্মল স্যরকে দেখে,কোন প্রচারের আড়ম্বর নেই।যার জন্য যতটুকু সম্ভব নীরবে করে চলেছেন। নীলুর চিৎকার করে বলতে ইচ্ছে হয়,হে ঈশ্বর এই শঠতা প্রলোভন মিথ্যাচারের পরিবেশে নির্মল স্যরের মত মানুষ পাঠিয়ে তুমি কি বার্তা দিতে চাও?
নির্মল স্যরকে আবার প্রণাম করে নীলু বেরিয়ে এল।বেরিয়ে আসতে গিয়ে শুনতে পেল স্যর বলছেন,নীলু মনে আছে তো মরণ বাঁচন সমস্যা?কাঁপা কাঁপা গলায় বলা অতি সাধারণ কথা শুনলে আত্মবিশ্বাস জাগে।দৃপ্ত ভঙ্গিতে নীলু বাড়ির পথ ধরল।
শনিবারের সকাল।নীলাঞ্জনার সংসারে ব্যস্ততা। অনির্বান যাবে না শুনে পারমিতা বলে, কি ব্যাপার অনু তুমি যাবে না?
–মিতু তাহলে আমাকে আবার মেসে গিয়ে জামা-কাপড় নিয়ে আসতে হবে।
–সে তোমাকে ভাবতে হবে না।মাম্মি তোমার জন্য ধুতি-পাঞ্জাবি কিনে রেখেছে।তাড়াতাড়ি স্নান সেরে রেডি হও।আমাকেও তৈরী হতে হবে।
অনির্বান বুঝতে পারে তাকে যেতেই হবে।নীলাদি তার জন্য পোষাক কিনে রেখেছে?তাকে সং সেজে যেতে হবে?
নীলাদি বললেন,এখন না,বরযাত্রী যাবার সময়।
ট্রেন চলেছে গ্রামের পর গ্রাম পেরিয়ে দু-ধারে ধান ক্ষেত।প্রায় তিনটে নাগাদ ট্রেন ঢূকল শিয়ালদা স্টেশন। এর আগে কত শুনেছে আজ প্রথম সেই শিয়ালদাকে দেখল স্বচক্ষে।গিজগিজ করছে লোক সকলেই ব্যস্ত সমস্ত হন্তদন্ত হয়ে ছুটছে।আমি কোথায় যাবো? বুক পকেট থেকে চিঠিটা বের করে কালো কোট গায়ে একজন টিকিট চেকারকে জিজ্ঞেস করি,অখল মিস্ত্রি লেন?
ভদ্রলোক হাত দিয়ে বাইরে দেখিয়ে দিলেন।স্টেশন থেকে বেরোতে একদল হকার ছেকে ধরে।নীলু জিজ্ঞেস করল,অখিল মিস্ত্রি লেন।সবাই তাকে ছেড়ে অন্যদের দিকে ধাওয়া করল।একটি ছেলে যেতে গিয়ে ফিরে আসে জিজ্ঞেস করে,অখিল মিস্ত্রি লেন যাবেন?
–হ্যা ভাই।
ছেলেটি হাত নেড়ে বুঝিয়ে দিল।একের পর এক গলি পেরিয়ে নির্দিষ্ট ঠিকানায় পৌছালাম।পুরানো সব বাড়ি তারই মাঝে কোথাও মাথা উচু করে বিশাল অট্টালিকা, ঝকঝকে নতুন। গেটের দিকে এগোতে দারোয়ান বাধা দেয়,কাঁহা যায় গা?
–অনিমেষ মজুমদার।
–এখুন দেখা মিলবে নাই।পাঁচ বাজে আইয়ে।
আচমকা একটা গাড়ির হর্ণ শুনে দেখি আমার গা ঘেষে দাঁড়িয়ে একটি গাড়ি।দারোয়ান আমাকে ধমক দিল,হাট যাইয়ে।
গাড়িটা গ্যারাজে ঢুকে গেল।দারোয়ান গিয়ে কি যেন বলল,গাড়ি থেকে সাহেবী পোষাকে এক ভদ্রলোক নেমে জিজ্ঞাসু দৃষ্টিতে আমাকে দেখেন।দারোয়ান আমাকে বলে,কেয়া কাম বলিয়ে।
আমি সঙ্কুচিতভাবে স্যরের চিঠিটা এগিয়ে দিলাম।মনে হচ্ছে ইনিই অনিমেষ,চিঠিটা পড়ে আমার দিকে তাকালেন,তারপর আমার কাছে এসে জিজ্ঞেস করলেন,মাস্টার মশায় কেমন আছেন?
–উনি রিটায়ার করেছেন।
অনিমেষবাবু মনে মনে কি হিসেব করে বলেন,হুউম।তুমি আমার সঙ্গে এসো।
আমরা লিফটে উঠলাম,অনিমেষবাবু বললেন,তুমি ওর ছাত্র তাহলে আমরা গুরুভাই।
এইসব সাহেবী পোষাক পরা মানুষ সম্পর্কে আমার একটা ভীতি ছিল।ব্যারিষ্টার মৃন্ময় বসুকে দেখেছি সারাক্ষন অবজ্ঞার দৃষ্টি মেলে আছেন।আমাকে গুরুভাই বলায় চোখে জল এসে গেল। অনিমেষবাবু জিজ্ঞেস করেন,স্যর তোমাকে বিসিএসের জন্য ট্রেনিং দিয়েছেন?
–সেভাবে নয়।মাঝে মাঝে দু-একটা উপদেশ দিয়েছেন।
–এনাফ।ঐ দু-একটা কথাই যথেষ্ট।অনিমেষ বাবু দরজার কলিং বেল টিপতে দরজা খুলে গেল।
ভিতরে ঢুকে একটা ঘরে বসতে বলে চলে গেলেন।যে মহিলা দরজা খুলে দিলেন তাকে জিজ্ঞেস করেন,সুদেষ্ণা আছে?
–দিদিমণি আজ বের হয়নি।
–তুমি যাও,একটু চা করো।
চুপচাপ বসে আছি,স্যরের কথামত একটা ছোট চিঠী সম্বল করে বেশ দ্বিধা নিয়ে বেরিয় ছিলাম।স্যরের এই চিঠি কে কতখানি গুরুত্ব দেবে এরকম একটা শঙ্কা ছিল না তা নয়। এরকম ম্যাজিকের মত কাজ করবে ভাবিনি। পায়জামা-পাঞ্জাবি পরে অনিমেষবাবু এলেন।
–আছা নীলাভ–তোমার নাম তো নীলাভ?
–আজ্ঞে হ্যা নীলাভ সেন।
–কোথায় তোমার সিট পড়েছে?
–এম.জি রোডে পি.এস.সি হলে।
–তাহলে কাছেই।জানো নীলাভ খুব খারাপ লাগছে কতদিন হয়ে গেল স্যরের কোন খোজ না নিলেও তাঁর আমার প্রতি গভীর আস্থা বিন্দুমাত্র বিচলিত হয়নি।নির্মল মানে জানো?
–বিশুদ্ধ।
–এই ভেজালের যুগে এমন একটা শুদ্ধ আত্মার মানুষ আজ পর্যন্ত আমার নজরে পড়েনি।
পশ্চিম আকাশে কেদরে পড়েছে সুর্য। কিছুক্ষনের মধ্যে দিনান্তের শেষ আলোটুকু মুছে সন্ধ্যে নামবে।ট্রেন যত এগিয়ে চলেছে সুচিস্মিতার মনে চলছে আশা-নিরাশার আন্দোলন।কতদিন পর আবার দেখা হবে বুদ্ধুটার সঙ্গে।জানলে হয়তো স্টেশনে এসে দাঁড়িয়ে থাকতো।আবার মনে হল মাম্মী যা বলল তা যদি সত্যি হয়। স্টেশন আসতে সবাই উঠে পড়ল।পারুটা অনির্বানের সঙ্গে লেগে আছে।পারুকে নিয়ে নামে অনির্বান তারপর মামি আর মাসীমণি সুচিস্মিতা সবার শেষে।বুকের মধ্যে ধুকপুক করছে।স্টেশন থেকে বেরোতে নজরে পড়ল গাড়ি দাড়িয়ে আছে মাম্মিকে দেখে ড্রাইভার দরজা খুলে দিল।পারু আর অনির্বান সামনে মেয়েকে নিয়ে দুই বোন পিছনে বসেন। কালাহারির জঙ্গল ক্যারাটে ক্লাবের পাস দিয়ে যাবে গাড়ি নীলু এদিকটায় ঘুরতে আসে। রাস্তায় দেখলে মাসীমণিকে দেখাবে।আগ্রহ নিয়ে তাকিয়ে থাকে রাস্তার দিকে।সুচিস্মিতার চোখে জল চলে আসে।গাড়ি বাক নিয়েছে আর দেখা হবার সম্ভবনা নেই। দূর থেকে দেখা যায় আলো ঝলমল করছে বোসবাড়ি।রাস্তায় লোকজন কম। সুরঞ্জনা জিজ্ঞেস করেন,পাড়ায় কিছু হয়েছে নাকি?
ড্রাইভার বলে,বোমাকেষ্টকে পুলিশ ধরেছে। কদিন আগে বোমাবাজি হল।
–এ পাড়া ভাবছি ছাড়তে হবে।সুরঞ্জনা বলেন।
সামনে থেকে অনির্বান বলেন,বড়দি সর্বত্র একই অবস্থা কোথায় যাবেন?
সুচিস্মিতা শঙ্কিত হয়,নীলু ভাল আছে তো?বাড়ির সামনে গাড়ি থামতে চিন্ময় ছুটে আসেন।বৌদি এসেছো তুমি ছিলে না বাড়িটা ফাকা ফাকা লাগছিল।
–ঠাকুর-পো দ্যাখো কাদের এনেছি।পারু একাই মাতিয়ে রাখবে।
চিন্ময় সবাইকে দেখেন,নীলাঞ্জনাকে দেখে গম্ভীর হয়ে যান।সঙ্গে লোকটি কে অনুমান করার চেষ্টা করেন।অনির্বান এগিয়ে গিয়ে হাত বাড়িয়ে বলেন,হাই আমি অনির্বান।আপনি নিশ্চয়ই চিন্ময়?
চিন্ময় বোকার মত হাত বাড়িয়ে দেয়।অনুর স্মার্টভাবটা পারমিতার ভাল লাগে।সবাই বাড়ির মধ্যে ঢুকে গেল।নীলাঞ্জনাকে দেখে ব্যারিষ্টার মৃন্ময় এগিয়ে এসে বলেন,হাই ছোট গিন্নি তুমি তো আমাদের ভুলে গেছো।
–জামাইবাবু আপনিও তো আমাদের ওদিকে যেতে পারতেন?
সুরঞ্জনা বলেন,ছোট গিন্নি বোল না।একজন গোসা করতে পারে।
মৃন্ময় কিছুটা সময় নিয়ে বললেন,এ্যাবডাকশন? তাহলে আমি কেস ফাইল করবো। হা-হা-হা।
সুচিস্মিতার মনে হয় যাত্রা দলের রাবণ হাসছে।বাবাকে পাস কাটিয়ে ভিতরে চলে গেল।ব্যাপারটা নীলাঞ্জনার দৃষ্টি এড়ায় না।বোন-ঝির পিছন পিছন গিয়ে চুপি চুপি বলেন, বোকা মেয়ে মাথা গরম করে না।কৌশলে কাজ হাসিল করতে হয়।
মাসীমণি বলে নীলাঞ্জনাকে জড়িয়ে ধরে সুচিস্মিতা।মৃদু স্বরে বলে, মাসীমণি আমি নীলুকে ছাড়া কি করে বাঁচবো?