26-04-2020, 08:45 PM
থ্রিলার মানেই কি শুধু খুনোখুনি। স্মাগলার আর গুন্ডা দের আখড়া! যেখানেই রহস্য আছে তাই থ্রিলার। আমাদের সাধারন দৃষ্টিভঙ্গির একটা জীবনের আড়ালে এরম কত রহস্য লুকিয়ে আছে। যা হয়ত আমার চোখেও পড়েনা। এরম ই বেশকিছু এক্সপেরিমেন্টাল আইডিয়া নিয়েই এই গল্পটা শুরু করলাম। শুধুই কি যৌনতা দিয়ে একটা থ্রিলার গল্প লেখা যায়, এই ভেবে। আর হ্যাঁ, এই লেখাটার মধ্যে আরেকটা অভিনবত্ব আনার চেষ্টা করছি, তা হোল প্রিকোয়েল। গসিপে বেশ কিছু সিকোয়েল গল্প ছিল। কিন্তু শেষ থেকে শুরু এভাবে ঠিক মনে পড়ছে না।
আমি গসিপে লিখতাম এবং পড়তাম ও। এই ধরনের অনলাইন লেখালিখির একটা দিক হোল পাঠক ও লেখক এর মধ্যে সম্পর্ক আর তার থেকে লেখার গুনমান এর পরিবর্তন। গসিপে তাই ভালো মন্দ দুই অভিজ্ঞতাই আছে। কিন্তু তাও ওখানে পাঠক রা পড়তেন। এখানে সেভাবে রেসপন্স নেই।
এই পোস্ট টা অনুরোধ মুলক। লকডাউন চলছে। তাই কিছুটা সময় পেলাম। আপনারা যদি পড়েন লেখা স্বার্থক হবে।
আমি গসিপে লিখতাম এবং পড়তাম ও। এই ধরনের অনলাইন লেখালিখির একটা দিক হোল পাঠক ও লেখক এর মধ্যে সম্পর্ক আর তার থেকে লেখার গুনমান এর পরিবর্তন। গসিপে তাই ভালো মন্দ দুই অভিজ্ঞতাই আছে। কিন্তু তাও ওখানে পাঠক রা পড়তেন। এখানে সেভাবে রেসপন্স নেই।
এই পোস্ট টা অনুরোধ মুলক। লকডাউন চলছে। তাই কিছুটা সময় পেলাম। আপনারা যদি পড়েন লেখা স্বার্থক হবে।