18-02-2019, 07:21 PM
(18-02-2019, 02:24 PM)Nilpori Wrote: [img] [/img]
আমার চোখে আপনার
সুমিতা ।
স্বপনচরিতাষু নীলপরি... আপনার চোখে সুমিতাকে দেখে আমি মুগ্ধ... এত স্বপ্নিল হয়তো আমিও আমার চরিত্রকে আঁকতে পারিনি আমার ক্ষুদ্র ক্ষমতা দিয়ে... আমি ধন্য... তবে একটা কথাই এখানে বলতে পারি আমার বন্ধু Geralt of Rivia'ত কথার প্রাসঙ্গিকতায়, যে আমার সুমিতাকে আমি চিত্রায়িত করার চেষ্টা করেছি বাস্তবরূঢ়তায়... সেখানে স্বপনচারিতার কোন অবকাশ রাখি নি... অবস্য সেটা আমার দৃষ্টিভঙ্গিতে... পাঠক/পাঠিকার দৃষ্টিভঙ্গি ভিন্নতর হতেই পারে... সেখানে আমি কখনই হস্তক্ষেপ করতে পারি না...
তবে এ যদি আপনার মনের মণিকোঠায় সুমিতার চিত্রায়ণ হয়ে থাকে... তবে আমি স্বীকার করতে বাধ্য যে আমি মুগ্ধ... আপনার অন্তরের শৈল্পিক গুণাবলীতে... অসংখ্য ধন্যবাদ আপনাকে আমার গল্পের পাতাই এই রকম একটা স্বপ্নিল নারীর অবয়েব উপহার দেবার জন্য...
এখনো কি তুমি হাসো, এখনো কি কিছুটা প্রেম আমার জন্য আঁকো;
দ্যাখো নিবিড় নক্ষত্রের সাথে চলে আমার দ্রোহের কবিতা
মাঝরাতে আমার সাথে ছলনা দেখায় পূর্ণিমা;
নীলিমারা কত রঙে সাজে, অদ্ভুত রকমে খেলে
আমিও লুকিয়ে লুকিয়ে হাসি, প্রেম কলসির গান মুখে তুলি!
শরীরও বুঝে অন্তিম-আদি নেশা, মনও বুঝে আদিত্যপনার মায়াজালে স্বপ্ন কতখানি ভাসে
তুমিও জানো সভ্যতা দিয়ে যাচ্ছে লম্পট স্বার্থপরতা,
আমিও জানি মন ভেজা নীলের আকাশে উড়ছে শিশিরে ভেজা বেমালুম হাওয়া;
তবুও কেন মুঠোমুঠো কোলাহল, তবুও কেন নৈশব্দের রেখাপাত এঁকে যায় নিরেট আশা,
এক একটি গুমোট ভালোবাসা?
কখনো মেঘ, কখনো বৃষ্টি ছুঁয়ে যায় আমার বিশ্রি মনের দাগ
নিমজ্জিত বেদনা গুঁটিয়ে তুলে বিশ্বাসহীনতার অতীত,
এ আমার অভিজ্ঞতা ছিল না বন্ধু প্রতিদিনের অসুখ!
ইচ্ছেগুলো অদৃশ্য কালবৈশাখি ঝড়ে হারিয়ে যায় অচেনা শহরে,
নিশ্বাসের পারদ পোঁছে যায় চূড়ান্ত চূড়ায়; আমি অবাক হই, ভাঙনের দ্বিধাগ্রস্তে ব্যাকুল হই
তবুও মন, তবুও যৌবন আর একবার জেগে উঠে ধারণের অক্ষমতায়।
যদিও বর্ণনাতীত রাত বলে যেত সূর্যের অস্তমিত কথা,
যদিও বিষণ্ণতার স্মৃতি দিয়ে যেত জ্যান্ত পদ্মপাতার ব্যথা
তবুও আমি যত্ন করে সাজিয়ে নিতাম গীটারের ছন্দমিল, হারমনিয়ামের সুর;
অতঃপর... অতঃপর তাও একদিন সেই প্রতীক্ষার দরোজায় জেগে উঠতে চাইনি
অপেক্ষার চরাভূমীতে নিজেকে মিঠেল রোদে হাসার ইচ্ছে জাগাইয়নি!
পুরনো চিঠি, পুরনো চিরকুট প্রতিনিয়ত জুড়ে দেয় মাতলামি
আবৃত্তির ভাব ছুঁয়ে যায় আমার হাত, মুখ, পুরো শরীর;
আর আমি ভাবি ভালোবাসার স্বাদ, শস্যক্ষেত্র, আমার গল্পের পাড়াগাঁয়,
অথচ এই তৃষ্ণাত্ব আমাকে শুধু পোড়ায়নি, স্নান করাই, বেঁধে ফেলে যৌবনের ঋণ;
ধীরে ধীরে সর্বগ্রাসী ক্ষুধা আমায় ডাকে মনের আদালতে, চিকিৎসালয়, স্বশানে,
অথচ কত দিন পেরিয়ে রাত,মাস পেরিয়ে বছর, কত দিন পেরিয়ে মহা উৎসব
তবুও তোমায় দেখার ইচ্ছে কমেনি, একটু কথা বলার স্বাদ হারায়নি,
কিন্তু স্বপ্ন সে তুমি, ভুল করেও আর সে পথ একবার চেয়ে দেখলে না!
(18-02-2019, 04:09 PM)Geralt of Rivia Wrote: @ নীল পরী, গল্পের সুমিতার সাথে আপনার সুমিতার মিল তো নেই !
গল্পের সুমিতার চল্লিশের কাছাকাছি বয়স, শ্যামল গায়ের রঙ, যৌন উত্তেজক তার শরীর ! সবাইকে কাছে টানে.......বর, শ্বশুর, ননদ, নন্দাই....এমনকি আমাদেরকেও !