21-04-2020, 08:10 PM
[পাঁচ]
একদিন সকালে কণিকা বলল,মা আমি আজ কলেজে যাবো।
প্রমীলার মন খুশিতে নেচে ওঠে।প্রায় সাতদিন হয়ে গেল কিভাবে যে কেটেছে।যাক এতদিনে মেয়ে স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে।কণিকা বাথরুমে যেতে প্রমীলা স্বামীকে খবরটা দিতে গেলেন।
সমরবাবু সব শুনে বললেন, বলেছিলাম না সময় নিরাময়ের একটা বড় ওষুধ।আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে।
--কিন্তু বরেনের সঙ্গে ব্যাপারটা কি মিটবে?
--মেটার হলে মিটবে।
--একি একটা কথা হল,মেটার হলে মিটবে? প্রমীলা লক্ষ্য করলেন স্বামীর চোখ ছলছল করছে।তোমার আবার কি হল?
--আমি বোধ হয় একটা ভুল করেছি।ধরা গলায় বললেন সমরবাবু।
--যা কপালে আছে তাই হবে।তুমি তো ইচ্ছে করে কিছু করোনি।মন খারাপ কোর না তো।আমার হয়েছে যত জ্বালা।
কুণাল ঢুকে বলল,মা শুনলাম খুকি আজ কলেজে যাচ্ছে?
--তাই তো বলল।তুই আবার কিছু জিজ্ঞেস করতে যাস না।
--তা নয়,আমি অন্য কথা ভাবছি।
প্রমীলা অবাক হয়ে জিজ্ঞেস করেন,কি কথা?
--না মানে বরেন ছেলেটা ভাল নয়,রাস্তায় পেয়ে গোলমাল না করে।
কুণাল খেয়াল করেনি কখন স্নান সেরে কণিকা এসে দাড়িয়েছে। কণিকা বলল,দাদাভাই তুমি আমাকে কি ভাবো বলতো?
--তুই বুঝতে পারছিস না,তুই মেয়ে এটা ত স্বীকার করবি?
--হ্যা একদিক দিয়ে মেয়ে তা মানছি কিন্তু মেয়ে বলতে তুমি যা বোঝ আমি সে রকম নই।
--আচ্ছা খুকি কি হয়েছে বলবি?
কণিকা ফিক করে হেসে বলল,ফিরে এসে সব বলবো।মা ভাত দাও।
মেয়ের মুখে হাসি দেখে প্রমীলা আশ্বস্থ হয়।
খাওয়া-দাওয়ার পর বেরিয়ে পড়ল কণিকা।কুণাল না জানিয়ে বেশ কিছুটা দুরত্ব বজায় রেখে কণিকাকে অনুসরণ করে।রাস্তার ধারে একটা দোকানে অপেক্ষা করছিল বরেন।কণিকাই মনে হল ইশারা করে ওকে ডাকল।বরেনের সঙ্গে কথা বলছে একসময় খেয়াল করে বরেন হাত জোড় করে কি বলছে।কি এত কথা বলছে কুণাল বুঝতে পারে না।সিগারেট কেনার ছল করে কুণালও দাঁড়িয়ে যায়। কণিকা চলতে শুরু করলে কুণালও বাস স্ট্যাণ্ডের দিকে এগিয়ে গেল।
ট্রেন ছেড়ে দিল কণিকা ধাক্কাধাক্কি করে উঠে পড়ল। ফুটবোর্ডে দাঁড়িয়ে থাকে ভিতরে ঢোকার উপায় নেই।জ্বালাতন তাকিয়ে দেখল পাশে একটি লোক কোমর তার পাছায় ঠেকাবার চেষ্টা করছে।বাড়াটা প্যাণ্ট উচিয়ে ফুলে উঠেছে।একটু আগে তার সঙ্গেই উঠেছে। কণিকার হাসি পেয়ে গেল।ফিস ফিস করে বলল,দেখছেন কি অবস্থা? লোকটা অবাক হয়ে অন্য দিকে মুখ ঘুরিয়ে নিল।
কণিকা কানের কাছে মুখ নিয়ে বলল,ব্লেড দিয়ে কুচ করে কেটে দেবো।মনে মনে ভাবে মাগী দেখলেই শরীর গরম হয়ে যায়।কণিকা এরকম ভাবতে পারে ভেবে নিজেই অবাক হয়।
লোকটি ভীড় ঠেলে অন্যদিকে সরে গেল।অনেক বদলে গেছে কণিকা।ব্যারাকপুরে বসার জায়গা পেয়ে বই নিয়ে বসে যায়।
--মিসেস গাঙ্গুলি এতদিন আসেন নি কেন?খবর ভাল তো?
তাকিয়ে দেখল পানুবাবু।কণিকা হেসে বলল,হ্যা খবর ভাল।পানুবাবু আমি কণিকা চ্যাটার্জি।
পাশে বসা এক ভদ্রমহিলা পানুবাবুর দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করে দু-জন পরস্পর পরিচিত কি না?
পানুবাবু মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকালেন।
প্রথম ঘণ্টায় ক্লাস ছিল বন্দনাদির সঙ্গে কথা হয় নি।শুক্লা বলল,কি ব্যাপার এতদিন আসো নি কেন?
--জ্বর সর্দি কাশি।
--আসলে সিজন চেঞ্জ করছে এ সময় একটু সাবধানে থাকতে হয়।
তৃতীয় ঘণ্টায় দুজনেরই ক্লাস নেই।বন্দনাদি বলল,তোর জন্য খুব চিন্তা হচ্ছিল।অত দূর না হলে আমি চলে যেতাম।
সব শুনে বন্দনাদি জিজ্ঞেস করে,কি করবি এখন?
--অভাবকে আমি মেনে নিতে পারি কিন্তু স্বভাব--না না সে আমি কিছুতেই মেনে নিতে পারবো না।আমি ওকে স্পষ্ট বলে দিয়েছি।
--আজ কি বিবির ওখানে যাবি?
--বিবি মানে--ও হ্যা তোমার টাকাটা--।কণিকা ব্যাগ খুলে বন্দনাকে একহাজার টাকা দিল।
বন্দনা টাকা ব্যাগে ভরে জিজ্ঞেস করল,কিরে যাবি?
--চলো আজ আমার পাঁচ পিরিয়ডে ক্লাস শেষ।
--আমার ছ-পিরিয়ড আছে দেখি কাউকে বলে ম্যানেজ করা যায় কিনা।
শুক্লাকে দেখে বন্দনাদি ডাকল,এ্যাই শুক্লা তুই কি ক্লাসে যাচ্ছিস?
শুক্লা এগিয়ে এসে বলল,নাগো এখন না আমার ক্লাস সাত পিরিয়ডে।
--কিছু মনে করবি না তোকে একটা কথা বলবো?
--ভুমিকা কোরো না কি বলবে বলো।
--আমার ছ-পিরিয়ডে একটা ক্লাস আছে আমি তোর ক্লাসটা করে দিচ্ছি--।
--বুঝেছি তোমার ক্লাসটা করে দিতে হবে? বন্দনাদি এত করে বলার কি আছে?তুমি কোথাও যাবে?
--লক্ষী ভাইটি একটা জরুরী কাজ আছে।
--বুঝছি বাবা বুঝেছি ইংরেজি আর অঙ্ক কোথাও যাওয়া হবে।
কণিকা মৃদু হাসল।
পাঁচ পিরিয়ডের পর দুজনে বেরিয়ে পড়ল।কণিকা বলল,কথা দিয়েছি যখন যাবো।কিন্তু কি জানো রিপোর্ট জেনে আর কি হবে?
--ওসব ভেবে এখন আর কি হবে?কখন কি কাজে লাগে কে বলতে পারে।
কণিকাকে দেখে মনে হল কি যেন ভাবছে।বন্দনা জিজ্ঞেস করে,কি ভাবছিস?তোর যদি যেতে ইচ্ছে না হয় আমি জোর করবো না।
--না না তা নয়।আমি ভাবছিলাম কলেজের কাছাকাছি ঘর ভাড়া নিয়ে থাকবো কিনা?ট্রেনে এত ভীড় আর যা অসভ্যতা করে--।
--মন স্থির করে বলিস আমি তাহলে ঘর খোজার লোক লাগিয়ে দেবো।তোর সাবজেক্টে ডিম্যাণ্ড আছে ট্যুইশনি করে ঘর ভাড়া উঠে যাবে।
তদন্তের সামনে ওরা অটো হতে নামল।সামনে টেবিলে বসা ভদ্রলোক বলল,ভিতরে যান স্যার একা আছেন।
ওদের দেখে বিবি বিষণ্ণ দৃষ্টিতে দেখে বলল,বসুন।আজ কিন্তু ফুল পেমেণ্ট করার দিন।যদিও ভাল খবর দিতে পারছি না।
কণিকা এক পলক বন্দনাদিকে দেখে ব্যাগ থেকে তিন হাজার টাকা বের করে এগিয়ে দিল।
--আপনাকে লিখিত ডকুমেণ্ট সিডি সব দেওয়া হবে।তবু মুখে মোটামুটি বলছি--লোকটী সমকামী টপ,বিবাহিত।বিয়ের আগের থেকেই তার এই অভ্যাস চলে আসছে।ভদ্রলোক ব্যাঙ্কে কাজ করে, স্ত্রী কলেজ টিচার নেট-এ নাম ভাড়িয়ে বিজ্ঞাপন দিয়েছে....কাগজ দেখে বললেন..হ্যা নাম বারীন।এখানে কিছু পার্টনারে ছবি আছে।একটু ইতস্তত করে বিবি বললেন,কণিকা দেবী অবাক লাগছে এরকম একটা লোকের সঙ্গে--স্যরি আমার এসব কথা বলা ঠিক হয়নি।
--আচ্ছা টপ মানে?
বিবি ইতস্তত করে।
বন্দনা বলল,আপনি নির্দ্বিধায় বলতে পারেন।
--টপ মানে সমলিঙ্গ হলেও ওদের মধ্যেও বিভাজন আছে।যারা মেল রোল প্লে করে তাদের টপ বলে।
কণিকার কান লাল হয় বলে,এসব আমাদের জেনে কি হবে?
বন্দনা জিজ্ঞেস করল,আচ্ছা একটা কথা জিজ্ঞেস করছি, ও কণিকা আপনি জানলেন কি করে?
বিবি মজা করে হেসে বলল, প্রথম দিনই সন্দেহ হয়েছিল পরে তদন্তে নেমে--দেখুন দিদি ওর বাবা অত্যন্ত সহজ সরল মানুষ সব খবরই জোগাড় করেছি।
--আচ্ছা এখন আসি? কণিকা উঠে দাড়াল।
--একটা কথা বলছি কিছু মনে করবেন না।এই কার্ডটা রেখে দিন,যদি কোনো আইনী সহায়তা দরকার লাগে আমি কাজে লাগতে পারি।
কণিকা হাত বাড়িয়ে কার্ডটা নিল।বিবি বললেন,আমি কিন্তু প্রফেশন্যালি বললাম না একজন হিতৈষী বলতে পারেন।আমার মা-ও একজন টিচার।
অটোয় উঠে বন্দনা বলল,একেই বলে গোয়েব্দা একেবারে নাড়ি-নক্ষত্র বের করে এনেছে।কণিকা কোনো কথা বলে না।স্টেশনের কাছে আসতেই কণিকা বলল,বন্দনাদি আমি এখানেই নেমে যাবো।ভাই এখানে দাঁড়াবে।
অটো থেকে নেমে কণিকা বলল,বন্দনাদি তুমি ঘর দেখো।দুটো হলে ভাল হয়।
বাসায় সবাই চিন্তা করছিল কণিকার ফিরতে দেরী হচ্ছে দেখে।কুণাল অফিস থেকে ফিরে চা খেয়ে স্টেশনে গিয়ে দাঁড়িয়ে আছে।ট্রেন হতে নেমে দাদাভাইকে দেখে কণিকা অবাক।
--এত দেরী করলি?
কুণালকে বিস্তারিত বলল কণিকা।কুনালের মুখে কথা যোগায় না।বাড়ির কাছে এসে রিক্সা থেকে নামতে নামতে কুণাল বলল,এর জন্য দায়ী বাবা।
কণিকা দাদার হাত চেপে ধরে বলল,প্লিজ দাদাভাই তুমি বাবাকে কিছু বোল না।
মা চা দিয়ে গেলেন।কণিকা চা খেতে খেতে বিবির কথা গুলো নিয়ে নাড়া চাড়া করে।সমকামী টপ? ওদের মধ্যে শ্রেণী বিভাগ আছে?এতসব জানা ছিল না।তাহলে ঐ কালো জামা পরা ছেলেটা টপ নয়।মনে পড়ল ফোনে বরেনকে এই কথাটা বলতে শুনেছে। ছেলেতে-ছেলেতে সম্পর্ক এত গভীর হতে পারে?মাথা গুলিয়ে যায়।বরেন বিয়ে করল কেন? মোবাইলের বাটন টিপে কানে লাগিয়ে অপেক্ষা করে,হ্যালো আমি কণিকা ...চিনতে পেরেছেন?...আপনি কি অফিসে?....রাস্তায় ও বুঝতে পারিনি...না মানে কি বলবো মানে...না বলছি....আচ্ছা আমি ডিভোর্স চাই এ ব্যাপারে আপনি...সমস্যা নেই বলছেন?....ঠিক আছে সত্যি আপনি আমার কি উপকার করলেন...শুভ সন্ধ্যা।
ফোন রেখে দিয়ে বেশ স্বস্তি বোধ করে কণিকা।বিবি ভদ্রলোক বেশ স্মার্ট অবশ্য এ লাইনে স্মার্ট না হলে চলবে কেন?বললেন লোক পাঠাবেন কিন্তু ঠিকানা দেওয়া হয় নি চিনবে কি করে?
কুণালের ডকাডাকিতে ঘুম ভাঙ্গে কণিকার,চোখ মেলে ঘড়ি দেখে খুব বেলা হয়নি জিজ্ঞেস করল,কিরে দাদাভাই এত সকালে ডাকলি কেন?
--এক ভদ্রলোক তোকে খুজছে।
কণিকা অবাক হয়ে বলে,আমাকে?কোথায়?
--বাইরের ঘরে বসতে বলেছি।তাড়াতাড়ি চোখেমুখে জল দিয়ে আয়।কুণাল চলে গেল।
এত সকালে আবার কে এল? বরেন কাউকে পাঠায়নি ত ওকে বোঝাবার জন্য?দরজার আড়াল থেকে উকি দিয়ে দেখল ভদ্রলোক পঞ্চাশের মত বয়স,প্যাণ্ট গার্ট পরা পাশে রাখা এ্যাটাচি কেস।
বেশবাস ঠিক করে বসার ঘরে ঢুকতে ভদ্রলোক বললেন,নমস্কার।আমি জি এল হাটি মানে গোবিন্দ লাল হাইকোর্টে প্রাকটিশ করি--।
--নমস্কার।আমি কণিকা চ্যাটার্জি--বলুন।
--আমাকে বিবি পাঠিয়েছেন-আপনার রিলেটিভ।আপনার কেস আমি স্টাডি করেছি খুব সিম্পল কেস।একটু প্রেশার করলেই মিউচুয়ালি সব হয়ে যাবে কিন্তু--।
--কিন্তু কি?
--কিন্তু একটা মুস্কিল সে ক্ষেত্রে আপনি কোনো খোরপোশ পাবেন না।
--ঠিক আছে আপনি রেপারেশনটা করিয়ে দিন খোরপোশের দরকার নেই।
--তাহলে বিবি যে ডকুমেণ্টগুলো দিয়েছেন আমাকে দিতে হবে।আমি এখনই একবার দেখি,কাছেই থাকে শুনেছি।
কণিকা দ্বিধায় পড়ে যায়।চেনা নেই জানা নেই জিজ্ঞেস করে,আপনার ফিজ কত?
গোবিন্দ লাল হো-হো করে হেসে উঠলেন।দাদাভাই চা নিয়ে ঢুকে ভদ্রলোককে চা দিয়ে বসল।
কণিকা বলল,আমার দাদা।
ভদ্রলোক চায়ে চুমুক দিয়ে বললেন,শুনুন ম্যাম আপনি বিবির সঙ্গে কথা বলে নেবেন উনি তো আপনার রিলেটিভ। আমি এ ব্যাপারে কিছু বলবো না।
কণিকা বলল,এক মিনিট আমি আসছি।
নিজের ঘরে এসে কণিকা বিবিকে ফোন করে কানে ধরে শুনতে পায় ফোন বাজছে।ঘুম থেকে উঠেছে তো?
সাড়া পেতেই বলে,আমি কণিকা,ঘুমোচ্ছিলেন?
--হো-হো-হো আমার খুব সকালে ওঠার অভ্যেস।হ্যা শুনুন আমি একজনকে বলেছি আজই আপনার কাছে যেতে পারে--।
--গোবিন্দবাবু?উনি এসেছেন সব ডকুমেণ্ট চাইছেন?
--নো প্রবলেম।আমার কাছে সব ডুপ্লিকেট আছে।খুব ভাল এ্যাডভোকেট কোনো চিন্তা করবেন না।
--আচ্ছা ওকে কত দিতে হবে?
--এখন কিছু দিতে হবে না।কাজ মিটলে হাজার দুয়েক দিয়ে দেবেন।
--আপনাকে ডিস্টারব করলাম?
--মোটেই না সকালে উঠে এরকম স্বর শুনতে কারো খারাপ লাগে না।রাখছি?
কণিকা ফোন রেখে হাসলো,মি হাটিকে বিবি বলেছে রিলেটিভ।
কাগজ পত্তর সিডি নিয়ে কণিকা তুলে দিল গোবিন্দ বাবুর হাতে।ব্যাগে ঢুকিয়ে বললেন,ম্যাম কটা সই করতে হবে।
কাগজ এগিয়ে দিতে কণিকা সই করে দিল।গোবিন্দ বাবু বললেন,যাই মনে হয় এখনও অফিস বেরিয়ে যায় নি।আসি?
গোবিন্দ বাবু চলে যেতে কুণাল বলল,সব দিয়ে দিলি কিছু গোলমাল হবে না তো?
--কি গোলমাল করবে?সব কপি আছে।দাদাভাই তুমি স্নানে যাও তোমার পর আমি যাবো।
মি হাটি এখনই বরেনের সঙ্গে কথা বলতে গেল।ভদ্রলোকের কনট্যাক্ট নম্বরটা নেওয়া হয়নি তাহলে কি কথা হল জানা যেতো।যাক এখনই কিছু দিতে হবে না কাজ মিটলে তখন দু-হাজার।