21-04-2020, 09:24 AM
(This post was last modified: 30-11-2023, 10:44 AM by naag.champa. Edited 1 time in total. Edited 1 time in total.)
অধ্যায় ৫a
সেই রাতের অভিজ্ঞতা পরে আমি সপ্তাহ খানেক বেশ চিন্তিত আর ভয় ভয় কাটালাম, কারণ তাছাড়া আজকাল প্যাঁচাটাকেও দেখতে পাই না। এবারে আমার মনে হল যে এই সব ঘটনা গুলি নিছক কাকতালীয় নয়। এই সবের সাথে নিশ্চয়ই বইয়ের ‘প্রাচীন গুপ্ত বিদ্যার’ কোন একটা যোগাযোগ আছে। তার সব থেকে বড় প্রমাণ ঐ বাদামী, আমার বন্ধু প্যাঁচাটা।
দেখতে দেখতে প্রায় আরও দুই সপ্তাহ কেটে গেল, তারপরে আমি স্থির করলাম যে আমি আবার বৃদ্ধি মন্ত্রের প্রয়োগ করব। এবারে নিজের চুল বাড়াবার জন্য- যবে থেকে হুলা মাসী আমকে এই কথা বলেছে আমার মনে এটা ঘর করে গেছে- ছোটবেলা থেকেই আমার লম্বা চুলের খুব শখ... কিন্তু হাজার চর্চা করেও চুল আমার কোমর অবধিও লম্বা হয়ে নি।
যদিও বা হুলা মাসীর এখনো কোন পাত্তা নেই আর আমি চাইতাম যেন ওনাকে জিজ্ঞেস করে নতুন প্রয়োগটা করলে ভাল হয়- কারণ হাজার হোক এটা আমার চুল নিয়ে ব্যাপার- প্রত্যেক মেয়েদের কাছে তাদের চুল অমূল্য- কিন্তু আমি স্থির করলাম যে একবার নিজের গাছগুলির উপরে মন্ত্রের প্রয়োগ করে যখন সাফল্য অর্জন করেছি, তখন একবার নিজের উপর এই মন্ত্রের প্রয়োগ করলে ক্ষতি কি? আর নিজের উপর যখন মন্ত্রটা প্রয়োগ করছি তাহলে শুধু চুল কেন? নিজের ফিগারটা একটু ভালো করে নেব এছাড়া যদি একটু নিজের স্তনের আকার এবং আয়তনটা বাড়িয়ে নেওয়া যাক... সুন্দর আর আকর্ষণীয় হতে কে না চায়?
যথা রীতি থামত আমি আবার এক শুক্রবার থেকে আমি বৃদ্ধি মন্ত্রের তুক শুরু করলাম। প্রথমে মনে মনে নিজের অসারত্ব, পূর্বধারণা, অহং ত্যাগ করে একেবারে হীন, উলঙ্গ এবং নম্র হয়ে এলো চুলে ঠিক করে পা গুটিয়ে সোজা হয়ে মাটিতে বসে- “টি আউরো- ঈতা ওয়াইরু”, ৩৩ বার ফিস ফিস করে উচ্চারণ করে নিজের ‘প্রতিপালক’ অশরীরীকে আহ্বান জানালাম...
আর সঙ্গে সঙ্গে আমি একটা সাড়া পেলাম... একটা ঠাণ্ডা বাতাসের ঝাপটা আর তার সাথে একটা খুবই পরিচিত ‘ফড়- ফড়- ফড়- ফড়’ আওয়াজ; আর ডাক “চ্যাঁ-চ্যাঁ-চ্যাঁ-চ্যাঁ...”- বাদামী এসে গেছে! আমি উঠে গিয়ে দেখলাম- ঠিক তাই! বাদামী কে আস্তে দেখে আমার মন খুশিতে ভরে গেল, যেন একটা পুরাণ বন্ধুর সাথে আমার অনেক দিন পরে দেখা হয়েছে।
এবারে আমি নিশ্চিত। বাদামীর আসা একটা অলৌকিক ইঙ্গিত- এই বইতে লেখা মন্ত্র গুলি বিশাল প্রভাবশালী- তবে সত্যি বলতে গেলে আমি একেবারেই জানতাম না যে এর প্রভাব কতদূর অবধি যেতে পারে...
তখন আমি ভাবলাম যে, আশা করি যে আমার চুল বাড়ানোর জন্য বৃদ্ধি মন্ত্র নিশ্চয়ই কার্যকরী হবে। আমার আসন পাতাই ছিল, ত্রিভুজের তিন কোনে তিনটি মোমবাতি জ্বালানো ছিল, আমি কুচ করে কাঁচী দিয়ে নিজের চুলের ডগা থেকে একটু কেটে একটা কাগজে মুড়ে সুতো দিয়ে বেঁধে দেবার পর সিতিকে নিজের আঁকা আসনে রখালাম। আজ আমি নিজের ‘প্রতিপালক’ অশরীরীকে আগে থেকে রাঁধা টাটকা ইলিশ মাছ ভাজা আর আগেকার মত আনা বিয়ার অর্পণ করলাম আর এবার মন্ত্র উচ্চারণ করলাম
বৃদ্ধি মন্ত্র
সাত দিন ঠিক সে রকম ভাবে কাটল, আমার বন্ধু প্যাঁচা – বাদামী, মন্ত্র উচ্চারণের পর অর্পণ করা মাছ ও ঢেলে দেওয়া বিয়ার খেল আর আমার সাথে তুকের পুরো রীতি পুরো না হয়ে যাবার আর আমার নিজের খাওয়া শেষ না হওয়া পর্যন্ত আমার সাথে বসে রইল। তারপরে সে উড়ে চলে গেল... আমি জানতাম যে আমাকে টানা সাত দিন তুকের রীতি মেনে চলতে হবে আর হুলা মাসীর কথা অনুযায়ী এই তুকে ফল পাওয়া পর্যন্ত আমাকে প্রায় দুই মাস অপেক্ষা করতে হবে...
এদানিং আমি চাইতাম না যে আমি দেরি করে উঠি আর কোন কারণে আমার কাজের লোক লিলি বৌদির সাথে অথবা অফিসে বসের কোন ঝামেলা হোক। তাই একটা গুরুত্ব পূর্ণ প্রোজেক্ট থাকা স্বত্বেও আমি নিজের ঘুমের বলি দিয়ে দেরি করে শুতে যেতাম আর তাড়াতাড়ি উঠে পড়তাম। এই কারণে সেই সপ্তাহটা সারা দিন আমার মাথায় ব্যথা থাকত আর কাজে ঠিক করে মনোযোগ দিতে অসুবিধে হত।
ক্রমশঃ
সেই রাতের অভিজ্ঞতা পরে আমি সপ্তাহ খানেক বেশ চিন্তিত আর ভয় ভয় কাটালাম, কারণ তাছাড়া আজকাল প্যাঁচাটাকেও দেখতে পাই না। এবারে আমার মনে হল যে এই সব ঘটনা গুলি নিছক কাকতালীয় নয়। এই সবের সাথে নিশ্চয়ই বইয়ের ‘প্রাচীন গুপ্ত বিদ্যার’ কোন একটা যোগাযোগ আছে। তার সব থেকে বড় প্রমাণ ঐ বাদামী, আমার বন্ধু প্যাঁচাটা।
দেখতে দেখতে প্রায় আরও দুই সপ্তাহ কেটে গেল, তারপরে আমি স্থির করলাম যে আমি আবার বৃদ্ধি মন্ত্রের প্রয়োগ করব। এবারে নিজের চুল বাড়াবার জন্য- যবে থেকে হুলা মাসী আমকে এই কথা বলেছে আমার মনে এটা ঘর করে গেছে- ছোটবেলা থেকেই আমার লম্বা চুলের খুব শখ... কিন্তু হাজার চর্চা করেও চুল আমার কোমর অবধিও লম্বা হয়ে নি।
যদিও বা হুলা মাসীর এখনো কোন পাত্তা নেই আর আমি চাইতাম যেন ওনাকে জিজ্ঞেস করে নতুন প্রয়োগটা করলে ভাল হয়- কারণ হাজার হোক এটা আমার চুল নিয়ে ব্যাপার- প্রত্যেক মেয়েদের কাছে তাদের চুল অমূল্য- কিন্তু আমি স্থির করলাম যে একবার নিজের গাছগুলির উপরে মন্ত্রের প্রয়োগ করে যখন সাফল্য অর্জন করেছি, তখন একবার নিজের উপর এই মন্ত্রের প্রয়োগ করলে ক্ষতি কি? আর নিজের উপর যখন মন্ত্রটা প্রয়োগ করছি তাহলে শুধু চুল কেন? নিজের ফিগারটা একটু ভালো করে নেব এছাড়া যদি একটু নিজের স্তনের আকার এবং আয়তনটা বাড়িয়ে নেওয়া যাক... সুন্দর আর আকর্ষণীয় হতে কে না চায়?
যথা রীতি থামত আমি আবার এক শুক্রবার থেকে আমি বৃদ্ধি মন্ত্রের তুক শুরু করলাম। প্রথমে মনে মনে নিজের অসারত্ব, পূর্বধারণা, অহং ত্যাগ করে একেবারে হীন, উলঙ্গ এবং নম্র হয়ে এলো চুলে ঠিক করে পা গুটিয়ে সোজা হয়ে মাটিতে বসে- “টি আউরো- ঈতা ওয়াইরু”, ৩৩ বার ফিস ফিস করে উচ্চারণ করে নিজের ‘প্রতিপালক’ অশরীরীকে আহ্বান জানালাম...
আর সঙ্গে সঙ্গে আমি একটা সাড়া পেলাম... একটা ঠাণ্ডা বাতাসের ঝাপটা আর তার সাথে একটা খুবই পরিচিত ‘ফড়- ফড়- ফড়- ফড়’ আওয়াজ; আর ডাক “চ্যাঁ-চ্যাঁ-চ্যাঁ-চ্যাঁ...”- বাদামী এসে গেছে! আমি উঠে গিয়ে দেখলাম- ঠিক তাই! বাদামী কে আস্তে দেখে আমার মন খুশিতে ভরে গেল, যেন একটা পুরাণ বন্ধুর সাথে আমার অনেক দিন পরে দেখা হয়েছে।
এবারে আমি নিশ্চিত। বাদামীর আসা একটা অলৌকিক ইঙ্গিত- এই বইতে লেখা মন্ত্র গুলি বিশাল প্রভাবশালী- তবে সত্যি বলতে গেলে আমি একেবারেই জানতাম না যে এর প্রভাব কতদূর অবধি যেতে পারে...
তখন আমি ভাবলাম যে, আশা করি যে আমার চুল বাড়ানোর জন্য বৃদ্ধি মন্ত্র নিশ্চয়ই কার্যকরী হবে। আমার আসন পাতাই ছিল, ত্রিভুজের তিন কোনে তিনটি মোমবাতি জ্বালানো ছিল, আমি কুচ করে কাঁচী দিয়ে নিজের চুলের ডগা থেকে একটু কেটে একটা কাগজে মুড়ে সুতো দিয়ে বেঁধে দেবার পর সিতিকে নিজের আঁকা আসনে রখালাম। আজ আমি নিজের ‘প্রতিপালক’ অশরীরীকে আগে থেকে রাঁধা টাটকা ইলিশ মাছ ভাজা আর আগেকার মত আনা বিয়ার অর্পণ করলাম আর এবার মন্ত্র উচ্চারণ করলাম
বৃদ্ধি মন্ত্র
কারোপিকো আহাঊ,আহাঊ,আহাঊ
কো রেইয়া টোকু হিয়া হিয়া ঈঙ্গা
আনা আহাঊ কীটূ টুকু টুপু উঙ্গা
আমার চুল আরও ঘন আর রেশমি এবং আমার পাছার নীচ অবধি লম্বা হয়ে যাক,
আমার ফিগারও একটু ভালো হোক, স্তনের আকার আয়তনে বৃদ্ধি হোক
হিয়াহিয়াটিয়া আনা ভাকারিটি ই
সাত দিন ঠিক সে রকম ভাবে কাটল, আমার বন্ধু প্যাঁচা – বাদামী, মন্ত্র উচ্চারণের পর অর্পণ করা মাছ ও ঢেলে দেওয়া বিয়ার খেল আর আমার সাথে তুকের পুরো রীতি পুরো না হয়ে যাবার আর আমার নিজের খাওয়া শেষ না হওয়া পর্যন্ত আমার সাথে বসে রইল। তারপরে সে উড়ে চলে গেল... আমি জানতাম যে আমাকে টানা সাত দিন তুকের রীতি মেনে চলতে হবে আর হুলা মাসীর কথা অনুযায়ী এই তুকে ফল পাওয়া পর্যন্ত আমাকে প্রায় দুই মাস অপেক্ষা করতে হবে...
এদানিং আমি চাইতাম না যে আমি দেরি করে উঠি আর কোন কারণে আমার কাজের লোক লিলি বৌদির সাথে অথবা অফিসে বসের কোন ঝামেলা হোক। তাই একটা গুরুত্ব পূর্ণ প্রোজেক্ট থাকা স্বত্বেও আমি নিজের ঘুমের বলি দিয়ে দেরি করে শুতে যেতাম আর তাড়াতাড়ি উঠে পড়তাম। এই কারণে সেই সপ্তাহটা সারা দিন আমার মাথায় ব্যথা থাকত আর কাজে ঠিক করে মনোযোগ দিতে অসুবিধে হত।
ক্রমশঃ
![[Image: Xossip-Signature-2.gif]](https://i.ibb.co/8KbKxms/Xossip-Signature-2.gif)
*Stories-Index* New Story: উওমণ্ডলীর লৌন্ডিয়া