Poll: এই গল্পে আপনার কি ভালো লাগল?
You do not have permission to vote in this poll.
পরিকল্পনা
33.33%
10 33.33%
গল্পের কন্টেন্ট
46.67%
14 46.67%
গল্পের গতি
20.00%
6 20.00%
Total 30 vote(s) 100%
* You voted for this item. [Show Results]

Thread Rating:
  • 23 Vote(s) - 3.35 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Fantasy ধুমিয়ার  আঁধারী
#22
অধ্যায় ৪

প্যাঁচাটা কি পিজ্জার গন্ধ পেয়ে উড়ে এসেছে নাকি সে এটা জানাতে এসেছে আমার তুকের প্রথম চরণ সফল হয়েছে, তখন সেটা বুঝতে পারা কঠিন মনে হচ্ছিল। তবে আমি বেশ ভয় পেয়ে গিয়েছিলাম কারণ হাজার হোক প্যাঁচা একটা মাংসাশী প্রাণী, আমি স্থির হয়ে বসে রইলাম। দেখি প্যাঁচাটা থালার কাছে এসে পিজ্জার টুকরোটা ঠুকরে- ঠুকরে খেতে আরম্ভ করল। আমি হাঁ করে বসে সব দেখছিলাম, পিজ্জার টুকরোটা প্রায় অধিকাংশ খেয়ে নেবার পরে আবার সে ‘চ্যাঁ-চ্যাঁ’ করল, আমার কি মনে হল আমি থালায় রাখা বিয়ার ক্যানটার সিল খুলে একটু থালায় ঢেলে দিলাম। প্যাঁচা চুক চুক করে ঢালা বিয়ার খেয়ে আবার উড়ে গিয়ে টেবিলে বসে আমার দিকে দেখতে লাগল। বইটা যত্ন করে আলমারির ভিতরে রেখে, আমি মোমবাতি গুলি নিভিয়ে, চার্ট পেপারে আঁকা আসন গুটিয়ে আর কাগজে মোড়া ফুল আর পাতা আলমারির উপরে রেখে টেবিলে খেতে বসলাম। আমার বেশ খিদেও পেয়ে ছিল। মিনি পিজ্জাটা তখনো হালকা গরম ছিল, আমি বাকি পিজ্জা আর বিয়ার দুটি শেষ করলাম। 

সারা ঘটনা ক্রমের দিয়ে যাবার পরে আমার এইবার একটু ভয় ভয় করছিল, আমার খাওয়া শেষ হবার পরেই জাংলা দিয়ে প্যাঁচাটা উড়ে চলে গেল। আমি ঘড়ি দেখলাম- তখন বাজে রাত পৌনে দুটো। নিজের প্যান্টি আর নাইটি পরে আমি ঘুমাতে চলে গেলাম, শোবার সমায় আমাই ব্রা পরে শুই না।

***

টিং- টং- টিং- টং-টিং- টং-টিং- টং-

ক্রমাগত কলিঙ্গ বেলের আওয়াজে পরের দিন সকাল বেলা আমার ঘুম ভাঙল! তাড়াতাড়ি উঠে দরজা দেখি আমার কাজের লোক লিলি বৌদি এসে গেছে, ও নাকি গত আধ ঘণ্টা ধরে বেল বাজাচ্ছিল, আমি আবার ঘড়ি দেখলাম, তখন বাজে সকাল সাড়ে আটটা। 
“কি গো দিদি, কতক্ষণ ধরে বেল দিচ্ছি- ঘুমাচ্ছিলে নাকি? চোখ এখন লাল হয়ে আছে...”

“হ্যাঁ, বৌদি, গতকাল অনেক রাত অবধি বসে সিনেমা দেখেছি...”, আমি রাতে বিয়ার খেয়েছি সেটা আর বললাম না। 

তারপরে আমার বুকের দিকে তাকিয়ে লিলি বৌদি বলল, “এখনো তলায় কিছু পরনি?”

“না গো, তাড়াতাড়ি উঠে তোমার জন্য দরজা খুলতে গিয়েছিলাম... এইবার ব্রা’টা পরব”, আমি একটা হাই তুলে নিজের চুলে একটা খোঁপা বাঁধতে বাঁধতে বললাম। 

লিলি বৌদি কাজ করতে লাগল, আমি সোজা বারান্দায় গিয়ে গাছে জল দিতে দিতে গোলাপ গাছটাকে দেখলাম। সেটি যেরকম ছিল সেই রকমই আছে, মরা- মরা নেতিয়ে পড়া...

এরপরে শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, অবশেষে শুক্রবার রাত এল। এদানিং আমার রাতে বৃদ্ধি মন্ত্রের তুকের রীতি পালন করার পরে আর বিয়ার খাওয়ার পরে প্রায় রোজ সকালে উঠতে আমার দেরি হয়ে যেত। তাড়াহুড়ো করে তৈরি হয়ে কাজে যেতাম, রোজ রাতে প্যাঁচাটা ঠিক আমার কাছে চলে আসত, আমি রাতে যাই খাই না কেন আগে আমি নিজের ‘প্রতিপালক’ অশরীরী অস্তিত্বকে অর্পণ করে, প্যাঁচাটাকে খাইয়ে তারপরে নিজে খেতাম- প্যাঁচাটা যেন এখন আমার বন্ধু হয়ে গেছে। আমি ওর একটা নামও রেখেছি- বাদামী; কারণ ওর গায়ে বাদামী রঙের পালক আছে... ও রোজ আমার খাওয়া শেষ হয়া পর্যন্ত চুপটি করে বসে থাকত আর তারপরে উড়ে যেত। এই সপ্তাহে আমি রোজই বিয়ার খেয়েছি... সকালের তাড়াহুড়ো তে আমি নিজের গোলাপ গাছটাকে ভাল করে লক্ষ করার সময় পাইনি। একে কাজের চাপ তাছাড়া দিনে মাত্র চব্বিশটাই ঘণ্টা... কিন্তু ইতিমধ্যে আমি একটা আজব ব্যাপার লক্ষ করলাম। আমি বাস স্ট্যান্ডের গাছের তলায় হুলা মাসীকে আরে দেখেতে পাইনি। পাশের চায়ের দোকানে জিজ্ঞেস করেও কোন খবর পাইনি। শুনলাম যে হুলা মাসী নাকি গত শনিবার থেকেই উধাও। ওনাকে ফোনেও পাওয়া যাচ্ছেনা।

এছাড়া আর একটা ঘটনা আমাকে একটু বিক্ষিপ্ত করে রেখেছিল; রোজ আমার উঠতে দেরি হয়ে যেত আর লিলি বৌদি এসে প্রায় রোজই অনেকক্ষণ ধরে বেল বাজাতে থাকত। এই করে ওর নাকি অন্যান্য বাড়িতে কাজ করতে যেতে দেরি হয়ে যায়। সেদিন আমার সাথে ওর একটু কথা কাটাকাটি হয়ে গিয়েছিল, তাই এদানিং আমাদের মধ্যে বিশেষ কথা বাত্রা হত না আর অফিসে পর পর বেশ কয়েক দিন দেরি করে পৌঁছে আমি নিজের বসের কাছেও বকুনিও খেয়েছিলাম, কিন্তু আমি বৃদ্ধি মন্ত্রের তুক নিয়ে একটা আবেশের মধ্যে ছিলাম, আমি সব ভুলে, রোজ রাতে উলঙ্গ হয়ে চুল এলো করে তুকের রীতি পালন করতাম। 

আজ শুক্রবার, আমার গোলাপ গাছের জন্য বৃদ্ধির তুকের শেষ দিন। তুকের রীতি শেষ করার পর আমি প্যাঁচাটাকে খাইয়ে নিজে খাওয়া শেষ করে শুতে গেলাম আজ আমি একটা ডাবল ব্রেস্টেড নাইটি পরে ছিলাম আর তলায় প্যান্টি- রোজকার মত আমি ঘুমাতে যাবার সময় ব্রা পরি নি। 

আমি আজ বেশ ক্লান্ত হয়ে ছিলাম তাই কখন যে ঘুমিয়ে পরেছি জানি না। হটাত আমার যেন ঘুম ভেঙ্গে গেল... মনে হল যে সারা ঘরটা একেবারে কনকনে ঠাণ্ডা আরে কে যেন খুবই মোহের সাথে আমার সারা দেহে হাত বোলাচ্ছে আর ফিস ফিস করে একটা নারীর ভারি শ্বর যেন আমাকে বলছে, “আঁ-- ধা-- রী-- (আঁধারী)... আয়... আমাদের কাছে আয়... তোর ভয় নেই... তুই খু-উ-ব (খুব) সুন্দরী... তোর রক্ত গরম... তোর বদনে বেশ লালিত্য- লাবণ্য আছে, তোর রূপ আছে... যৌবন আছে... সেটাই ত দরকার... - যেমন দরকার তুই সেইরকম মেয়ে...  আমার সময় প্রায় শেষ... তোর কচি বয়েস- তুই তাজা রসে একবারে ভর্তি... এবার তোকে যোগদান দিতে হবে... এই পথে তুই অনেক উন্নতি করবি... আয়... আমাদের কাছে আয়... ভয় নেই... আয়... আয়... আঁ-- ধা-- রী--”

‘কে আমাকে আঁধারী আঁধারী’ বলে ডাকছে? আমার ঘুম ভেঙ্গে গেল- আমি অবাক হয়ে দেখলাম যে আমার নাইটীটা কেউ যেন পুরো খুলে  নাইটির পাট গুলি দুই পাসে সরিয়ে আমার শরীর একেবারে আবরণ হীন করে দিয়েছে, আমার প্যান্টিটা আমার এক পায়ের একেবারে গোড়ালির কাছে টেনে নামান আর আমার পা দুটি অনেকটাই ফাঁক করা... আমি চমকে উঠে তাড়াতাড়ি নিজের কাপড়চোপড় ঠিক করলাম। আমার বুকটা ধড়াস- ধড়াস করছিল... আমি একটা আচ্ছন্ন অবস্থায় ঘড়ির দিকে দেখলাম- মনে হল যেন খাটের পাসে রাখা ডিজিটাল ঘড়িটার ডিসপ্লে তে দেখাচ্ছে D:RE-AM, আমি ভাল করে নিজের চোখ রগড়ে আবার ঘড়িটা দেখালাম- 05:19-AM

[Image: Clock-Dream.png]

বারান্দার থেকে একটা পরিচিত শ্বর আমার কানে ভেশে এল- ‘চ্যাঁ-চ্যাঁ-চ্যাঁ’, প্যাঁচাটা এই অসময় কি করছে আমার বাড়ির বারান্দায়? আমি বারান্দায় গিয়ে দেখলাম যে প্যাঁচাটা রেলিঙের উপরে বসে আছে। বাইরে তখনো আঁধারে আলো, সূর্য উঠেনি...

তারপর আমার নজর গেল গোলাপ গাছটার দিকে, আর আমি বিশাল ভাবে অবাক হলাম। গোলাপ গাছটার অনেক উন্নতি হয়েছে। ওটা যেন আরও বড় হয়ে গেছে আর একেবারে তাজা ফুলে ভর্তি ওটির মধ্যে আর কোন শুষ্কতা অথবা জীর্ণতা নেই- একবারে সুস্থ পূর্ণ স্ফুটিত হয়ে গেছে- মানে আমার তুক সফল হয়েছে! 

আমার মুখে হাঁসি ফুটল, আর তার সাথে সাথে প্যাঁচাটাও উড়ে চলে গেল। ও যেন আমাকে গাছটা দেখাবার জন্যই ডেকে ঘুম থেকে তুলেছিল।

আমি খুব খুশি যে আমার তুক কার্যকারী হয়েছে, তবে গতকাল রাতে কে আমার নাইটি আর প্যান্টি খুলল? আমি কার চাপা ফিস ফিস শ্বর শুনছিলাম? এটা কি কোন একটা দুঃস্বপ্ন ছিল? তাহলে কে আমার নাইটি আর প্যান্টি খুলল? আমার পাক্কা মনে আছে যে আমি ঠিক করে নাইটি আর প্যান্টি পরে শুয়ে ছিলাম... আমি কি যা শুনেছিলাম ঠিক শুনে ছিলাম? তাহলে আমাকে কিসে যোগদান দিতে হবে? এটা একটা নতুন রহস্য।

ক্রমশঃ
[+] 3 users Like naag.champa's post
Like Reply


Messages In This Thread
RE: ধুমিয়ার  আঁধারী-4 - by naag.champa - 19-04-2020, 11:23 PM



Users browsing this thread: