14-04-2020, 09:48 AM
এভাবে অনধিকার চর্চা করা সত্যিই লজ্জাজনক। লেখকের অনুমতি ছাড়া তার বিন্দু মাত্র সম্পাদনা মেনে নেয়া যায় না। এটা ছোটলোকি পর্যায়ে পড়ে। আমিরজান অনেকগুলো আইডি তৈরী করে বিভিন্ন সাইটে গিয়ে একই কাজ বার বার করে আসছে বেশ কিছুদিন ধরে। এবং যথারীতি বারবার ধরা খেয়ে অপমানিতও হচ্ছে। এসব ছোটলোকি সহ্য করা যায় না। এদের মতন ছোটলোকের কারনেই মুল লেখকরা গল্প এগিয়ে নিতে আগ্রহী হন না।