13-04-2020, 12:06 AM
পাঠকের ফাঁদে পড়িও না বাবান।এরা গল্পের মাথামুন্ডু ঘেঁটে দেবে।হস্তমৈথুন করতে করতে যখন যা ফ্যান্টাসি জন্মায় তাই এরা আইডিয়া দেয়।গণসঙ্গম আর ইনসেস্ট দুটিতে xossip ভরে গেছিল শেষ দিকে।লেখকরা সুন্দর একটা আইডিয়া নিয়ে শুরু করলেও পাঠকের পাল্লায় পড়ে গল্পগুলি নষ্ট করে ফেলেছিল।ফলে ভালো লেখকরা সব হারিয়ে যাচ্ছে, পর্নোগ্রাফির যুগে ইরো-সাহিত্য হারিয়ে যাচ্ছে।এরা হয় চটি চায় নতুবা ইনসেস্ট আর নাহলে হাজার লোক এনে একজন নারী চরিত্র খাড়া করে গণসঙ্গম করাবে এমন প্রস্তাবই খালি দেবে।বাংলা সেকশনে কেবল বাবান আর হেনরি ছাড়া সব ইনসেস্ট লেখকরাই টিকে আছে।বাকিরা পালিয়েছে।আর কিছু পপুলার পুরোনো ইরোটিকাকে আবার চালাচ্ছে!হিন্দি বিভাগ চিরকালই ইনসেস্ট ভরা ছিল।এখনো আছে।ইংরেজি বিভাগেও ইনসেস্ট ভরে যাচ্ছে।যার ইনসেস্ট ভালো লাগে পড়ুক লিখুক আপত্তি নেই।কিন্তু অন্য লেখকদেরও ইনসেস্ট লিখতে বা গণসঙ্গম লিখতে চাপ দেওয়া একটা অভ্যাস হয়েছে কিছু পাঠকদের।নিজের মত লিখে যাও।লেখা যতই ফ্যান্টাসি থেকে হোক তার মধ্যে কিছুটা বাস্তবতা থাকুক।কিছুটা সাহিত্যগুনও।আবার চটি চটি ব্যাপারটাও অল্প থাকুক সব মিলিয়েই তো ইরো সাহিত্য।বাবানের লেখা এসব গুন আছে।লিখে যাও।পাশে আছি।শুধু অনুরোধ পাঠকের পাল্লায় পড়ো না।