12-04-2020, 11:42 PM
দাদা অনেক দিন থেকেই আপনার গল্পগুলো আমি পড়ে আসছি যদিও তেমন করে হয়তো মন্তব্য করা হয়ে উঠেনি যেটা আমারই স্বার্থপরতা কারন ভালো লাগার অনুভূতিগুলো আমি একা একাই উপভোগ করতে চেয়েছি অথবা ভালো লাগার অনুভূতিগুলো প্রকাশ করার মতো উপযুক্ত শব্দ চয়ন করতে পারিনি বিধায় লিখতে সাহস হয়নি। তবে একটা ব্যাপার যখনই আপনার লেখাগুলো পড়ি হৃদয়ের মাঝে কোথায় যেন একটা ক্ষরণ হতে থাকে। কোথায় যেন জীবনের অপূর্ণতার মিল খুজেঁ পাই। তাইতো অধীর আগ্রহে অপেক্ষা করি নতুন লেখা অথবা চলমান গল্পের পরবর্তী আপডেটের জন্য। আপনিতো অনেক যায়গায় লেখেন। সেই সব লেখাগুলো কিভাবে পেতে পারি একটু জানাবেন কি? যাইহোক পরবর্তী আপডেটের অপেক্ষায় থাকলাম। ভালো থাকবেন - ঘরে থাকবেন।