10-04-2020, 04:44 AM
আজ দু'দিন হয়ে গেল জ্বরের জন্য উঠতে পারিনি, কিন্তু আঁখি তো সেদিনের পর একবারও খোঁজ নিল না? ঠিক আছে আজ কলেজে দেখা তো হবেই, ওকে বলতেই হবে এসবের মানে কি | এই দু'দিনে একবারও আমার কথা মনে হল না? বাড়ি তো এলই না, না ফোন না কিছু | পরীক্ষার আগে পড়াশোনা না করে কি করছে আজ আমাকে জানতেই হবে | এমনকি ফোন করলে বন্ধ বলছে, সব ঠিক আছে তো !!!!
এসব ভাবতে ভাবতে কখন কলেজে পৌঁছে গিয়েছি খেয়াল নেই | তাড়াতাড়ি গাড়িটা রেখে একবার দেখে নিলাম আঁখির সাইকেলটা আছে কিনা |
তখন থেকে ওর সাথে কথা বলার চেষ্টা করছি কিন্তু আঁখি যেনো আমাকে দেখেও না দেখার ভান করে সরে সরে যাচ্ছে | লাইব্রেরী তে ফাঁকা পেয়ে কথা বলতে যাবো, লাইব্রেরীয়ান ওকে ডাকায় সেটাও হল না | তবে এটা বুঝতে পেরেছি যে ও কোন কারণে আমাকে এড়িয়ে যেতে বাধ্য হচ্ছে | কিছু একটা সেদিন হয়েছে যার জন্য ও এমন পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে |
***********************
স্যার আপনি হয়ত আমাকে অকৃতজ্ঞ মনে করছেন, কিন্তু আপনাকে এড়িয়ে যাওয়া ছাড়া আমার আর কোন উপায় নেই | আমি যদি আপনার সাথে কোনো রকম যোগাযোগ রাখি, তাহলে আমার কাকা নিজের রাজনৈতিক প্রভাব খাটিয়ে আপনার ক্ষতিও করতে পারে | কারণ ওরা চায় না আমি পড়াশোনা করি বা বাইরের কারোর সাথে আমার কোনো রকম যোগাযোগ থাকুক | তাই কাকীমার দূর সম্পর্কের কোন এক ভাই এর সাথে আমার বিয়ের কথাও চলছে, যাতে আমার সম্পত্তি হাতছাড়া হয়ে না যায় | সবকিছু বুঝতে পেরেও আমি নিরুপায়, এতবড় দুনিয়ায় আপন বলতে আমার যে কেউ নেই | আপনি মানবিকতার খাতিরে আমাকে সাহায্য করেছিলেন, কিন্তু আপনার সেই চিন্তা, মানবিকতার মর্যাদা আমি দিতে পারিনি | আমি ভালোবেসে ফেলেছি আপনাকে | জানি আপনি বিপত্নীক, আমার থেকে বয়সে শিক্ষা দীক্ষা রুচিতে আপনি অনেক অনেক বড় | আপনার পাশে দাঁড়ানোর মত কোন যোগ্যতাই হয়ত আমার নেই, তবু বলব আপনার সান্নিধ্যে কাটানো প্রতিটা মূহুর্ত আমার জীবনের সবথেকে বড় পাওনা | প্রতিটি অনুভূতি আমি মনের গোপনে সবার থেকে আড়াল করে সারা জীবন নিজের কাছে রেখে দিতে চাই | এগুলোই আমার আগামী অনিশ্চয়তাপূর্ন জীবনে পথ চলার শক্তি | ভগবানের কাছে অতিরিক্ত কিছুই কোনো দিন চাইনি বা বলা ভালো চাওয়ার কিছু ছিল না | তবে আজ শেষ বারের মত একবার আপনাকে কাছ থেকে দেখতে চেয়েছিলাম | অনুভব করতে চেয়েছিলাম | বলতে চেয়েছিলাম আমি শুধু আপনার একলা ঘরে মন খারাপের সঙ্গী হতে চেয়েছি | আপনাকে ভালোবেসে ফেলেছি |
এই কথা গুলো আপনার সামনে দাঁড়িয়ে বলার মত সাহষ আমার নেই | আর আমার জন্য ক্ষতি হোক, সেটা আমি মেনে নিতে পারবো না | তাই আজ সমস্ত কথা এই চিঠিতে লিখতে বাধ্য হলাম | এটা পরে আপনি কি ভাববেন আমি জানি না | হয়ত এরপর অন্য কাউকে সাহায্য করতেও আপনার বাঁধবে, তবু অনুরোধ রইল ভুল বুঝবেন না আমায় | ভালোবাসার কাঙাল, তাই আপনার মানবিকতার যথাযথ সম্মান বা মর্যাদা, কোনোটাই দিতে পারলাম না |
ইতি,
আঁখি
এসব ভাবতে ভাবতে কখন কলেজে পৌঁছে গিয়েছি খেয়াল নেই | তাড়াতাড়ি গাড়িটা রেখে একবার দেখে নিলাম আঁখির সাইকেলটা আছে কিনা |
তখন থেকে ওর সাথে কথা বলার চেষ্টা করছি কিন্তু আঁখি যেনো আমাকে দেখেও না দেখার ভান করে সরে সরে যাচ্ছে | লাইব্রেরী তে ফাঁকা পেয়ে কথা বলতে যাবো, লাইব্রেরীয়ান ওকে ডাকায় সেটাও হল না | তবে এটা বুঝতে পেরেছি যে ও কোন কারণে আমাকে এড়িয়ে যেতে বাধ্য হচ্ছে | কিছু একটা সেদিন হয়েছে যার জন্য ও এমন পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে |
***********************
স্যার আপনি হয়ত আমাকে অকৃতজ্ঞ মনে করছেন, কিন্তু আপনাকে এড়িয়ে যাওয়া ছাড়া আমার আর কোন উপায় নেই | আমি যদি আপনার সাথে কোনো রকম যোগাযোগ রাখি, তাহলে আমার কাকা নিজের রাজনৈতিক প্রভাব খাটিয়ে আপনার ক্ষতিও করতে পারে | কারণ ওরা চায় না আমি পড়াশোনা করি বা বাইরের কারোর সাথে আমার কোনো রকম যোগাযোগ থাকুক | তাই কাকীমার দূর সম্পর্কের কোন এক ভাই এর সাথে আমার বিয়ের কথাও চলছে, যাতে আমার সম্পত্তি হাতছাড়া হয়ে না যায় | সবকিছু বুঝতে পেরেও আমি নিরুপায়, এতবড় দুনিয়ায় আপন বলতে আমার যে কেউ নেই | আপনি মানবিকতার খাতিরে আমাকে সাহায্য করেছিলেন, কিন্তু আপনার সেই চিন্তা, মানবিকতার মর্যাদা আমি দিতে পারিনি | আমি ভালোবেসে ফেলেছি আপনাকে | জানি আপনি বিপত্নীক, আমার থেকে বয়সে শিক্ষা দীক্ষা রুচিতে আপনি অনেক অনেক বড় | আপনার পাশে দাঁড়ানোর মত কোন যোগ্যতাই হয়ত আমার নেই, তবু বলব আপনার সান্নিধ্যে কাটানো প্রতিটা মূহুর্ত আমার জীবনের সবথেকে বড় পাওনা | প্রতিটি অনুভূতি আমি মনের গোপনে সবার থেকে আড়াল করে সারা জীবন নিজের কাছে রেখে দিতে চাই | এগুলোই আমার আগামী অনিশ্চয়তাপূর্ন জীবনে পথ চলার শক্তি | ভগবানের কাছে অতিরিক্ত কিছুই কোনো দিন চাইনি বা বলা ভালো চাওয়ার কিছু ছিল না | তবে আজ শেষ বারের মত একবার আপনাকে কাছ থেকে দেখতে চেয়েছিলাম | অনুভব করতে চেয়েছিলাম | বলতে চেয়েছিলাম আমি শুধু আপনার একলা ঘরে মন খারাপের সঙ্গী হতে চেয়েছি | আপনাকে ভালোবেসে ফেলেছি |
এই কথা গুলো আপনার সামনে দাঁড়িয়ে বলার মত সাহষ আমার নেই | আর আমার জন্য ক্ষতি হোক, সেটা আমি মেনে নিতে পারবো না | তাই আজ সমস্ত কথা এই চিঠিতে লিখতে বাধ্য হলাম | এটা পরে আপনি কি ভাববেন আমি জানি না | হয়ত এরপর অন্য কাউকে সাহায্য করতেও আপনার বাঁধবে, তবু অনুরোধ রইল ভুল বুঝবেন না আমায় | ভালোবাসার কাঙাল, তাই আপনার মানবিকতার যথাযথ সম্মান বা মর্যাদা, কোনোটাই দিতে পারলাম না |
ইতি,
আঁখি