09-04-2020, 01:20 AM
(This post was last modified: 09-04-2020, 10:59 AM by rambo786. Edited 1 time in total. Edited 1 time in total.)
তবে রীনা রায় ও ল্যাংটো হয়ে সুভাষ ঘাই এর সঙ্গে মুম্বাইয়ের রাস্তায় ঘুরে ছিল ,তবে দিনের বেলায় নয় রাতের অন্ধকারে , সুভাষ ঘাইয়ের মত এতো বড় ডিরেক্টরের সঙ্গে কি আর সম্পর্ক এতো সহজে শেষ করা যাই. তবে সম্পর্ক টা শেষ পর্যন্ত কেটেই গেলো। সুভাষ ঘাই এমন একটা প্রস্তাব দিলো রিনা রায়ের মতো প্রতিষ্ঠিত নায়িকার পক্ষে মণ সম্ভব হলোনা। ঘটনা হলো সুভাষ ঘাই একদিন রিনা রায় কে ডেকে পাঠালো।,ঘাই সাহেব একটা নতুন বই করছে হিরো। এক নাউন নায়িকা আর নতুন হিরোইন নিয়ে।. কিন্তু পাশাপাশি নায়িকার ভাই আর ভাবির ও পাশাপাশি গুরুত্বপূর্ণ রোল। তাই রীনা কে দেখা করতে বললো। বললো দুপুরের দিকে দেখা করতে। রিনা রায় একটূ হালকা ড্রেসেই গেলো। সুভাষ ঘাই কে তো চেনে , বেশি কিছু না করলেও একটু চটকা চটকি তো .করবেই , সিনেমা লাইনে নায়িকার থেকে ঐটুকু সুযোগ তো সব ডিরেক্টর ,প্রোডিউসার তো নেবেই। তারওপর সুভাষ ঘাই এর মতো নারী মাংস লোভী ডিরেক্টর।. যাই হোক সময় মতো ঘাই সাহেবের অফিসে পৌঁছয় রীনা রায়.দেখলো . রিসেপসনিস্ট মাগীটা বসে আছে। অন্য সময় হলে ঘাড় কত করে হেসে এগিয়ে যেতে বলে। আজকে কি হলো। কে জানে , বললো দাঁড়ান স্যার কে একটু ফোন করে ,নি ,উনি একটু মিটিং এ ব্যাস্ত আছেন। রিনা এক টু অবাক হলো , এই রকম অভিজ্ঞতা প্রথম। যাই হোক মেয়ে টা ফোন করার সঙ্গে সঙ্গে ঘাই সাহেব রিনা কে ওপরে পাঠিয়ে দিতে বললো। ঘাই সাহেবের পার্সোনাল অফিস ঘর টা একে বারে ৩ তলায়। অফিস ঘরে এর লাগোয়া একটা বেডরুমও আছে। ওখানে বার কয়েক রীনার উপরে উপগতও হয়েছে।. যাই হোক ৩ তলার ঘরে র কাছে পৌছে একটা ছট ফোটানির আওয়াজ .সঙ্গে একটু গোঙানির মতন শব্দ শোনা গেলো, মেয়েছেলের গলায়। খানিক পরে গোঙানি টা বন্ধ হয়ে গিয়ে মেয়েছেলের গলায় একটু উম উম শব্দ ভেসে এলো। ভিতরে কি হচ্ছে রে বাবা , দেখা যাক। রীনা জানে অফিসের দরজা টা ভেজানোই থাকে ,তত সে ধাক্কা মেরে দরজাটা খুলে ফেললো।