06-04-2020, 02:06 PM
খুব ভালো সিদ্ধান্ত নিয়েছেন দাদা. এটাই হওয়া উচিত. এই থ্রেডে নরমাল যেমন গল্প আপলোড করেন সেরকমই দিতে থাকুন আর আব্বাজান উপন্যাসের জন্য আলাদা নিজস্ব একটা থ্রেড হোক. আপনার লেখনীর জবাব নেই. হ্যা... হয়তো কাজের চাপে বা অন্যান্য কাজের চাপে নিয়মিত লেখা হয়ে ওঠেনা. কিন্তু যখনি ফিরে আসেন তখন ঝড় তুলে কাঁপিয়ে দিয়ে যান. আমি আজ লেখক হিসেবে সামান্য একটু নাম করলেও আপনার লেখার একজন ভক্ত. আমরা সবাই আপনার লেখার অপেক্ষা জন্য করে থাকি. এই ভাবেই আমাদের জন্য লিখে যান. দহন ও আব্বাজান কবে থেকে শুরু হবে সেটা আগের থেকে জানিয়ে দেবেন দাদা. ধন্যবাদ.