04-04-2020, 06:44 AM
(04-04-2020, 03:41 AM)NaamNaai666 Wrote: গল্প কপি করে জাস্ট বসায় দেয় , আর নাম দেয় নতুন আপডেট!! চরিত্রের নামটা পর্যন্ত চেঞ্জ করেনা , অংকুর অর্নব হয়ে যায় , নিজাম আসমান থেকে পার্টনার হয়ে যায় ,
কাহিনীতে কোনো ফ্লো নাই কিছু নাই জাস্ট কয়টা চটি কপি করে জোড়া তালি দিয়ে বালের মাথা বানাচ্ছে
সারাদিন হাজারটা প্রোটেকশন প্রোটোকল মেনে কাজ করতে হয় কোন কোন দিন ১৬ থেকে ১৮ ঘন্টাও থাকে ডিউটি । এর মধ্যে ২/৪ মিনিট জা সময় পাই ফোনে টাইপ করি । জানি বেশ কিছু ভুল হচ্ছে কিন্তু, আপনার যেমন এই থ্রেডটা বিরক্তিকর মনে হইছে ঠিক তেমনি এই টুটা ফাটা থ্রেডটা অনেকের এতটা ভালো লাগে যে আমি রিতিমত আমার মেইলের ইনবক্স খালি করতে বাধ্য হই । তারাও কিন্তু আমার ভুল গুলো ধরিয়ে দেয় । কিন্তু একটু ভদ্র ভাবে সুন্দর ভাষায় । আমি শুরুতেই বলেছি প্লটটা আমার না, কিন্তু আমি এগিয়ে নিতে চাই আমার মত করে ।
২৪টা পর্ব পর্জন্ত টেনে আনা আমার জন্য বড় এচিভমেন্ট । আপনার প্রফাইলে গেলাম, এইভেবে যে অনেক দিন পড়ে বিশেষ ভাল কিছু পড়ব । এতদেখি ফকফকা । কিছুই নাই । আর ভাই বাল ছাল না, এর থেকে বেস কয়েক ডিগ্রী উপরের স্ল্যাং ব্যাবহারের জন্য দেশের স্বনামধন্য একটি মেডিকেল কলেজ থেকে ২বার রেস্টিকেট হইতে নিসিলাম । তাই ভাববেন না আতলামি করতেছি । আর আমার প্রত্যেকটা আপডেটের সাথে " যেকোন সমালোচনার জন্যঃ rounok.Iftekhar; " এই লাইনটা জুরে দিয়ে শুরুতেই সারেন্ডার করছি ।
যাহোক, আজ থেকে এই থ্রেড বন্ধ । ঠিক আছে ব্রো । খুসি ?
আপনার গল্পের অপেক্ষায় থাকলাম । আসা করি দ্রুতই লিখবেন ।