01-04-2020, 03:48 PM
ভাই যদি আমাদের উপরে রাগ করে থাকেন তো সেটা ভুলে গিয়ে আমাদের মাফ করে দেন,আর যদি কোন সমস্যায় পড়ে থাকেন সেটাও জানান। এক্সবি বন্ধ হওয়ার পরে সবচেয়ে কষ্ট পেয়েছিলাম আপনার এই গল্পটি পড়তে পারব না বলে,জোসিপিতে শুরুতে এসে প্রতিদিন আপনার এই গল্পটিই খুজতাম,যে অন্য অনেকের মত আপনাকেও হয়ত এখানেই পাব। যাই হোক আপনি আসলেন গল্প আবারও এগোলো। আমি চাই না অনেক দারুণ দারুণ গল্প অসাধারণ ভাবে এগিয়ে চলার পরেও এখন থেমে গেছে,পাঠকের হাহাকার সেখানে লেখকের দৃষ্টিগোচর হয় না, আমার সবচেয়ে প্রিয় এই গল্পটি সেই লিস্টে যুক্ত হোক।আশা করি শীঘ্রই আপনার রিপ্লাই পাব।অপেক্ষায় থাকলাম