28-03-2020, 12:56 PM
গত বছর পূজোর পর আমরা তিন বন্ধু ঠিক করলাম টাকি বেরাতে যাবো। পুজোর পর ভাসান অ দেখা হবে আর সাত দিনের ছুটি ও ভালো কাটবে। তিন বন্ধু , আমি রাহুল আর আমার স্ত্রী কাবেরী, সোভন আর নমিতা, অরুন আর পায়েল। ইচ্ছামতী নদীর ধারে পাসাপাসি তিনটে রুম বুক ছিল।ভাসানের দিন ভালোই কাটল। কিন্ত তারপর দিন থেকে সময় আরকাটতে চায় না।অখনে ঘোরার বিশেষ জায়গা নেই। তৃতীয় দিন সকাল থেকে হাপিয়ে উঠেছি, তিন বন্ধু ই আইটি সেক্টরে কাজ করি, সাত দিনের ছুটি, এবার পূজোতে বাড়ি ও যাই নি, আসলে তিন বন্ধুর ই বিয়ের পর প্রথম পূজো। ও বলা হয় নি আমাদের বাড়ি মেদিনীপুরে।
তিন বন্ধুর একটু পরিচয় দিয়ে দি।
আমি রাহুল, রাহুল রায়। বয়স ২৮।বাড়ি মেছেদা। স্ত্রী কাবেরী পাল, বয়স ২৩,গৃহব্ধু।বাড়ি আরামবাগ। দেখাসুনা করে বিয়ে।
সোভন বাগ, বয়স ২৯, বাড়ি তমলুক, একই জায়গায় কাজ করি, স্ত্রী নমিতা রায়, বয়স ৩১,বাড়ি কলকাতা, লাভ মারেজ।
অরুন সেনাপতি, বয়স ২৩, আমাদের জুনিয়ার কিন্তু একই প্রোজেক্টে এক বছর এসে ভালো বন্দু হ্যে গেছে, বাড়ি পাসকুরা। স্ত্রী পায়েল সিং। বয়স ১৯। লাভ মারেজ।
আমারা একই ফ্লাটে ই থাকি, তাই নিজেদের আর বউ দের মধ্যে ভাব বেশ। গত বছর ই সবার বিয়ে হয়েছে তাই ফাজলামি ভালোই হয়।
তিন বন্ধুর একটু পরিচয় দিয়ে দি।
আমি রাহুল, রাহুল রায়। বয়স ২৮।বাড়ি মেছেদা। স্ত্রী কাবেরী পাল, বয়স ২৩,গৃহব্ধু।বাড়ি আরামবাগ। দেখাসুনা করে বিয়ে।
সোভন বাগ, বয়স ২৯, বাড়ি তমলুক, একই জায়গায় কাজ করি, স্ত্রী নমিতা রায়, বয়স ৩১,বাড়ি কলকাতা, লাভ মারেজ।
অরুন সেনাপতি, বয়স ২৩, আমাদের জুনিয়ার কিন্তু একই প্রোজেক্টে এক বছর এসে ভালো বন্দু হ্যে গেছে, বাড়ি পাসকুরা। স্ত্রী পায়েল সিং। বয়স ১৯। লাভ মারেজ।
আমারা একই ফ্লাটে ই থাকি, তাই নিজেদের আর বউ দের মধ্যে ভাব বেশ। গত বছর ই সবার বিয়ে হয়েছে তাই ফাজলামি ভালোই হয়।