26-03-2020, 11:48 AM
(This post was last modified: 26-03-2020, 07:21 PM by sairaali111. Edited 1 time in total. Edited 1 time in total.)
দ্বিগু সমাস । - সমাহার দ্বিগু । - গান - মানে সুর তাল লয় গিটকিরি সম আর বাণীর সমাহার । - ফুল - মানে বৃন্ত লতি বৃতি ডাঁটি আর পাপড়ির সমাহার । - গল্প - অক্ষর শব্দ বাক্য আর ঘটনার সমাহার । - মো টে ই না ! এ সব কিছুই হলো জ্ঞানের-দৃষ্টিতে বিচার । বি-জ্ঞানের নয় । - বিশেষ জ্ঞানের সমাহার ঘটলে তখনই বোঝা যায়... না , বোঝা নয় , উপলব্ধির আলোক-ঋদ্ধ হই - ও সব কোনোটা-ই গান , ফুল অথবা গল্প নয় । ওগুলি হয়ে উঠতে লাগে একটি এক্স-ফ্যাক্টর । একটি 'চারক্ষরী সমাহার' - কিন্তু, ইংরাজি 'ফোর লেটার ওয়ার্ড' নয় । আ ন ন দ - যুক্তাক্ষরে -- '' আ ন ন্দ '' - যেটির মিশেলেই গান হয় - সুরেলা । ফুল হয় - সুগন্ধিত । গল্প হয়ে ওঠে - 'মমেতি ন মমেতি চ' - আমার কাহিনি ! - আর , সেটির উদ্গাতা উপস্থাপক যিনি তাঁকে তো জানাতেই হয় - নির্দ্বিধ-কুর্ণিশ । আ-ভূ-মি ! . . . সালাম-প্রীতি ।